Tag Archives: Sleeping Disorder

রাতে ঘুমের সমস্যা? এই যোগাসনে পাবেন স্বস্তি, খুবই সহজ, ঘরে বসেই করতে পারেন

কলকাতা: আজকের দ্রুতগতির জীবনে এমন অনেক মানুষই রয়েছেন যাঁরা গভীর রাত পর্যন্ত ঘুমাতে না পারার সমস্যায় ভুগছেন, যার কারণে তাঁদের সকালের রুটিনও ঠিকমতো এগোতে পারছে না।

অনেক সময়, মানুষ এতটাই অনিদ্রাযর সমস্যায় পড়েন যে তাঁরা ঘুমের ওষুধ খেতে বাধ্য হন। আজ আমরা জানব কেন মানুষের মধ্যে অনিদ্রা ক্রমাগত বাড়ছে।

গভীর রাত পর্যন্ত একটানা ফোন, টিভি, ল্যাপটপ ব্যবহার করা ছাড়াও এমন অনেকেই আছেন যাঁরা এমন কিছু নিয়ে চিন্তা করেন যার কারণে তাঁদের মধ্যে অনিদ্রার মতো সমস্যা বাড়তে থাকে।

আরও পড়ুন- ওয়ানাডে প্রধানমন্ত্রী, আকাশপথে ধস বিধ্বস্ত এলাকা ঘুরে দেখলেন মোদি

চিকিৎসকদের মতে, আমাদের রাত ৯টা থেকে ১০টার মধ্যে ঘুমানো উচিত, যাতে আমরা সম্পূর্ণ বিশ্রাম পাই। এর পরিবর্তে আজকাল মানুষ রাত ১১টা থেকে দুপুর ২টো পর্যন্ত জেগে থাকে বা সকাল পর্যন্ত ঘুমায় না যার কারণে তাদের অনিদ্রার মতো সমস্যা হতে শুরু করে।

কারও যদি এই ধরনের সমস্যা থেকে থাকে, তাহলে যোগব্যায়ামের মাধ্যমে তিনি অনিদ্রা কাটিয়ে শান্তির ঘুম পেতে সক্ষম হবেন।

গভীর রাত পর্যন্ত ঘুম না হলে কী করা উচিত?

যোগনিলয়ম রিসার্চ ইনস্টিটিউটের প্রশিক্ষক অমিত সিং বলেন, আজকাল গভীর রাত পর্যন্ত না ঘুমানোর প্রবণতা দেখা যাচ্ছে। যার কারণে মানুষের মধ্যে নানা সমস্যা দেখা যায়। তিনি বলেন যে, কিছু যোগাসন রয়েছে যা করার মাধ্যমে আমরা অনিদ্রা কাটিয়ে উঠতে পারি।

আরও পড়ুন- লেভেল ক্রসিং গেট পড়লেও ঢুকে পড়ে গাড়ি! দুর্ঘটনা এড়াতে বড় সিদ্ধান্ত রেলের

প্রথম জিনিসটি হল সূর্য নমস্কার, এটি সকালে করা উচিত যাতে পুরো শরীর সক্রিয় থাকে। নিয়মিত সূর্য নমস্কার করা যেতে পারে। যদি উচ্চ রক্তচাপ এবং হাঁটুর সমস্যা না থাকে তবে এটি করা যেতে পারে।

দ্বিতীয়টি হল নাড়ি সন্ধান প্রাণায়াম। অনুলোম, বিলোমের মতো এটিও একই ভাবে করা হয়, এতে প্রথমে বাম নাকের ছিদ্র দিয়ে শ্বাস নিতে হবে এবং ডান নাক দিয়ে শ্বাস ছাড়তে হবে, একই ভাবে ডান থেকে বামে করতে হবে। এই যোগাসনটি ১০ থেকে ১৫ বার করতে হয়।

তৃতীয়টি হল চন্দ্রভেদী, এতে কেবল বাম নাকের ছিদ্র দিয়ে শ্বাস নিতে হবে এবং ডান দিয়ে শ্বাস ছাড়তে হবে। এটি ২০ বার অনুশীলন করতে হবে।

চতুর্থ হল উজ্জয়ী প্রাণায়াম, এতে গলা সংকোচনের সময় শ্বাস নিতে হবে এবং শ্বাস ছাড়ার সময়ও গলা সংকুচিত রাখতে হবে।

পঞ্চমটি হল শবাসন, এতে পিঠে ভর দিয়ে উপুর হয়ে শুয়ে থাকতে হবে এবং শরীরকে শিথিল করার সময় চোখ বন্ধ করে ধীরে ধীরে শ্বাস নিতে হবে এবং ধীরে ধীরে শ্বাস ছাড়তে হবে।

কোন সময়ে যোগব্যায়াম করা উচিত?

সকালে সূর্য নমস্কার করে তারপর অন্যান্য আসনগুলি ঘুমানোর প্রায় ১৫ থেকে ২০ মিনিট আগে করা যেতে পারে, যা করে অনিদ্রা থেকে মুক্তি পাওয়া যাবে।

Sleeping Disorder-Flowers For Insomnia: রাতে ঘুম আসে না? ওষুধেও কাজ হয় না! এই দুই ফুলেই আসবে ঘুম, দূর হবে স্ট্রেস!

আপনার ঘরের বাগানে বর্ষার আগে লাগিয়ে ফেলুন এই দুই ফুলের গাছ। চোখে নেমে আসবে শান্তির ঘুম। রয়েছে আরও অনেক উপকার।
আপনার ঘরের বাগানে বর্ষার আগে লাগিয়ে ফেলুন এই দুই ফুলের গাছ। চোখে নেমে আসবে শান্তির ঘুম। রয়েছে আরও অনেক উপকার।
বর্ষার আগে বাগানে রাখতে পারেন বেলি ফুলের গাছ। বেলি ফুলের গন্ধ অনিদ্রা কাটাতে কার্যকরী বলে জানিয়েছেন উদ্ভিদ বিদ্যার শিক্ষিকা পিয়ালী দাস।
বর্ষার আগে বাগানে রাখতে পারেন বেলি ফুলের গাছ। বেলি ফুলের গন্ধ অনিদ্রা কাটাতে কার্যকরী বলে জানিয়েছেন উদ্ভিদ বিদ্যার শিক্ষিকা পিয়ালী দাস।
তিনি জানিয়েছেন, একইভাবে বর্ষাকালে বাগানে রাখা যেতে পারে জুঁই ফুলের গাছ। জুঁই ফুলের গন্ধ অনিদ্রা কাটানোর পাশাপাশি মানসিক শান্তি দিতে পারে।
তিনি জানিয়েছেন, একইভাবে বর্ষাকালে বাগানে রাখা যেতে পারে জুঁই ফুলের গাছ। জুঁই ফুলের গন্ধ অনিদ্রা কাটানোর পাশাপাশি মানসিক শান্তি দিতে পারে।
তিনি বলছেন, এই দুটি ফুলের গাছ বর্ষাকালে বাগানে থাকলে ফুলের অভাব হবে না। গাছের একটু যত্ন নিলে বর্ষাকাল বাগান বেলি আর জুঁই ফুলে ভরে উঠবে।
তিনি বলছেন, এই দুটি ফুলের গাছ বর্ষাকালে বাগানে থাকলে ফুলের অভাব হবে না। গাছের একটু যত্ন নিলে বর্ষাকাল বাগান বেলি আর জুঁই ফুলে ভরে উঠবে।
উদ্ভিদবিদ্যার এই শিক্ষিকা বলছেন, বর্ষাকালে অনেক ক্ষেত্রেই বিভিন্ন রকম দুর্গন্ধ দেখা যায়। কিন্তু এই দুটি ফুলের গাছ বাগানে থাকলে রুম ফ্রেশনারের প্রয়োজন হবে না। এমনিতেই সুগন্ধে মোহময় হয়ে উঠবে ঘর।
উদ্ভিদবিদ্যার এই শিক্ষিকা বলছেন, বর্ষাকালে অনেক ক্ষেত্রেই বিভিন্ন রকম দুর্গন্ধ দেখা যায়। কিন্তু এই দুটি ফুলের গাছ বাগানে থাকলে রুম ফ্রেশনারের প্রয়োজন হবে না। এমনিতেই সুগন্ধে মোহময় হয়ে উঠবে ঘর।

Sleeping Disorder: ঘুম থেকে ওঠার পরেও ঘুম পায়? সারাদিন ক্লান্ত লাগে? মারণ রোগের ইঙ্গিত! জানুন কী করবেন

আপনার কি ঘুম থেকে উঠেও ঘুম পায়? সব সময় ক্লান্তি অনুভব করেন? তবে মনে রাখবেন এই সমস্যা কিন্তু শুধু আপনার একার নয়। গবেষণা বলছে প্রতি পাঁচ জন প্রাপ্তবয়স্কের একজন এই সমস্যায় ভোগেন। photo source collected 
আপনার কি ঘুম থেকে উঠেও ঘুম পায়? সব সময় ক্লান্তি অনুভব করেন? তবে মনে রাখবেন এই সমস্যা কিন্তু শুধু আপনার একার নয়। গবেষণা বলছে প্রতি পাঁচ জন প্রাপ্তবয়স্কের একজন এই সমস্যায় ভোগেন। photo source collected
কিন্তু কেন এ ধরনের সমস্যা দেখা যায়? কি বলছেন বিশেষজ্ঞ ডাক্তার জেনে নিন। এ ব্যাপারে বিশিষ্ট ডাক্তার কিংশুক জানান, দীর্ঘস্থায়ী ক্লান্তি আপনার জীবনযাত্রার মান যেমন কমিয়ে দিতে পারে, অন্যদিকে এই ঘুম ঘুম ভাব হতে পারে বড় রোগেরও লক্ষণ। তাই বিষয়টিকে হেলাফেলা করার সুযোগ নেই।photo source collected 
কিন্তু কেন এ ধরনের সমস্যা দেখা যায়? কি বলছেন বিশেষজ্ঞ ডাক্তার জেনে নিন। এ ব্যাপারে বিশিষ্ট ডাক্তার কিংশুক জানান, দীর্ঘস্থায়ী ক্লান্তি আপনার জীবনযাত্রার মান যেমন কমিয়ে দিতে পারে, অন্যদিকে এই ঘুম ঘুম ভাব হতে পারে বড় রোগেরও লক্ষণ। তাই বিষয়টিকে হেলাফেলা করার সুযোগ নেই।photo source collected
সুস্বাস্থ্যের জন্য প্রতিদিন সাত থেকে আট ঘণ্টা ঘুম দরকার। অপর্যাপ্ত ঘুম ক্লান্তির একটি সাধারণ কারণ।photo source collected
সুস্বাস্থ্যের জন্য প্রতিদিন সাত থেকে আট ঘণ্টা ঘুম দরকার। অপর্যাপ্ত ঘুম ক্লান্তির একটি সাধারণ কারণ।photo source collected
মানসিক চাপ, রোগ ও পরিবেশ ঘুমকে নেতিবাচকভাবে প্রভাবিত করতে পারে, ফলে কাটাতে হতে পারে নিদ্রাহীন রাত।photo source collected 
মানসিক চাপ, রোগ ও পরিবেশ ঘুমকে নেতিবাচকভাবে প্রভাবিত করতে পারে, ফলে কাটাতে হতে পারে নিদ্রাহীন রাত।photo source collected
এছাড়া শরীরে আয়রন, ভিটামিন বি১২, ডি-র মতো কিছু পুষ্টির ঘাটতি ক্লান্তির কারণ হতে পারে। অনেক রোগ ক্লান্তির সঙ্গে যুক্ত যেমন স্লিপ অ্যাপনিয়া, হাইপোথাইরয়েডিজম, ক্যানসার, ক্রনিক ফ্যাটিগ সিনড্রোম, মাল্টিপল স্ক্লেরোসিস, কিডনি রোগ, ডায়াবেটিস ও ফাইব্রোমায়ালজিয়া।photo source collected 
এছাড়া শরীরে আয়রন, ভিটামিন বি১২, ডি-র মতো কিছু পুষ্টির ঘাটতি ক্লান্তির কারণ হতে পারে। অনেক রোগ ক্লান্তির সঙ্গে যুক্ত যেমন স্লিপ অ্যাপনিয়া, হাইপোথাইরয়েডিজম, ক্যানসার, ক্রনিক ফ্যাটিগ সিনড্রোম, মাল্টিপল স্ক্লেরোসিস, কিডনি রোগ, ডায়াবেটিস ও ফাইব্রোমায়ালজিয়া।photo source collected
অনেকদিন ধরে আপনার যদি ক্লান্ত ভাব থাকে, তবে উপযুক্ত পরীক্ষার জন্য চিকিৎসকের পরামর্শ প্রয়োজন। এছাড়া আল্ট্রা প্রসেসড খাবার আপনার শক্তির মাত্রাকে বাধাগ্রস্ত করতে পারে। তাই ফল, শাকসবজি, ডাল জাতীয় খাবার, বাদামের মতো পুষ্টিকর খাবার ক্লান্তি কমাতে পারে। (তথ্য: পিয়া গুপ্তা)
অনেকদিন ধরে আপনার যদি ক্লান্ত ভাব থাকে, তবে উপযুক্ত পরীক্ষার জন্য চিকিৎসকের পরামর্শ প্রয়োজন। এছাড়া আল্ট্রা প্রসেসড খাবার আপনার শক্তির মাত্রাকে বাধাগ্রস্ত করতে পারে। তাই ফল, শাকসবজি, ডাল জাতীয় খাবার, বাদামের মতো পুষ্টিকর খাবার ক্লান্তি কমাতে পারে। (তথ্য: পিয়া গুপ্তা)