প্রতীকী ছবি

Bangla News: পাশের ঘর থেকে স্ত্রীর চিৎকার-গোঙানির শব্দ, দরজা ঠেলে ঢুকতেই ভয়াবহ দৃশ্য! আলতাপুরে চাঞ্চল্য

দক্ষিণ দিনাজপুর: তীব্র গরমে বৈদ্যুতিক ফ্যান চালাতে গিয়ে বিদ্যুৎপৃষ্ট হয়ে মৃত্যু হল এক গৃহবধূর। মর্মান্তিক ঘটনাটি ঘটেছে দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুর থানার নারই এলাকায়। মৃতের নাম মংলি ওড়াও (৪৫)। বাড়ি উত্তর দিনাজপুরের আলতাপুরে৷

জানা গিয়েছে, গঙ্গারামপুর থানার নারই এলাকার একটি রাইস মিলে এই দুর্ঘটনাটি ঘটে। ওই রাইস মিলেই কাজ করেন মৃতার স্বামী। সেই মিলের একটি ঘরেই থাকেন মংলি ওরাও এবং তাঁর স্বামী৷ এদিন প্রচণ্ড গরম থেকে স্বস্তি পেতে নিজের ঘরের বৈদ্যুতিক ফ্যান চালু করতে গিয়েই ঘটে অঘটন।

আরও পড়ুন: খাবারের উপর বসে বমি করে মাছি, শরীরে থাকে প্রায় ২০ লক্ষ ব্যাকটেরিয়া! কীভাবে তাড়াবেন এই বিরক্তিকর ঝামেলাকে?

সেই সময় অসাবধানতাবশত বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর জখম হন ওই গৃহবধূ। চিৎকারে ছুটে আসেন আশেপাশের বাসিন্দারা। ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয় এলাকায়। এরপরে তড়িঘড়ি ওই মহিলাকে গঙ্গারামপুর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন।

আরও পড়ুন: শুভেন্দুর নিশানায় অভিষেকের ডায়মন্ড হারবার, বড় অভিযোগে পুনর্নির্বাচন চাইল বিজেপি! আর কোথায়?

এরপর গঙ্গারামপুর থানার পুলিশ এদিন দুপুরে দেহটি ময়নাতদন্তের পাঠায় বালুরঘাট জেলা হাসপাতালে। পুরো বিষয়টি খতিয়ে দেখছে গঙ্গারামপুর থানার পুলিশ৷

সুস্মিতা গোস্বামী