নির্বাচনে লড়তেই চাননি। সেই দেব আজ ভোটজয়ী। ঘাটালে ঘটে গেল ‘মাস্টারপ্ল্যান’। সবুজ ঝড়ে উজ্জ্বল নক্ষত্র অভিনেতা দীপক অধিকারী।

Lok Sabha Election 2024: ঘাটালে দেব-হিরণের হাড্ডাহাড্ডি লড়াই! এখনও পর্যন্তে কে এগিয়ে? সংখ‍্যায় বিরাট চমক

পশ্চিম মেদিনীপুর: লোকসভা ভোটে এবার তারকা কেন্দ্র ঘাটাল। পশ্চিম মেদিনীপুরের এই কেন্দ্রে মুখোমুখি দেব এবং হিরণ। প্রার্থী ঘোষণার পর থেকেই সকলের নজরে ছিল দুই অভিনেতা তথা সহকর্মীর লড়াইয়ের উপর। ভোট গণনার ফলাফলে সকাল থেকেই দুই হিরোর হাড্ডাহাড্ডি লড়াই। তবে এখনও পর্যন্ত  ফলাফল অনুযায়ী এগিয়ে দেব।

সপ্তম দফা নির্বাচনের ভোট গ্রহণ সমাপ্ত। এবার ফলাফলের পালা। মঙ্গলবার সকাল থেকেই ভোট গণনাকে কেন্দ্র করে বাড়ছে উত্তেজনা। এবারে ঘাটাল লোকসভায় দুই প্রার্থী, বিজেপির হিরণ ওরফে হিরন্ময় চট্টোপাধ্যায় এবং তৃণমূলের বিদায়ী সাংসদ তথা তৃণমূল প্রার্থী দীপক অধিকারী ওরফে দেব।

আরও পড়ুন: চায়ে মজে প্রকাশ, চঞ্চল মনোজ! গণনা কেন্দ্রে আলাদা মেজাজে ধরা দিলেন দুই নেতা

সকাল ১২ টা পর্যন্ত পাওয়া গণনার রিপোর্ট অনুযায়ী, ঘাটাল কেন্দ্রে ৩৭,২৭১ ভোটে এগিয়ে দেব। চতুর্থ রাউন্ড গণনা শেষে ঘাটাল লোকসভা কেন্দ্রের ফলাফল অনুযায়ী, দেব-১,৯৪,৮৮৬ এবং হিরণ-১,৫৭,৬১৫ সংখ‍্যক ভোট পেয়েছেন।

সকাল থেকেই গণনায় দুই অভিনেতার হাড্ডাহাড্ডি লড়াই দেখা গিয়েছে। কখনও এগিয়ে থেকেছেন দেব তো কখনও হিরণ। প্রচারেও দেখা গিয়েছে জোর টক্কর। পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটাল কেন্দ্রে পুরুষ মহিলা কিংবা তৃতীয় লিঙ্গের ভোটারের সংখ্যা। নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, ঘাটাল লোকসভা কেন্দ্রের মোট পুরুষ ভোটারের সংখ্যা ৯৮৫২৪০ জন। অন্যদিকে, মহিলা ভোটারের সংখ্যা রয়েছে ৯৫৪৬৮৮ জন। একই সঙ্গে তৃতীয় লিঙ্গের ভোটারের সংখ্যা ১৭ জন। মোট জেলায় ভোটারের সংখ্যা ১৯৩৯৯৪৫ জন।