Tag Archives: Hiran

Lok Sabha Election 2024: ঘাটালে দেব-হিরণের হাড্ডাহাড্ডি লড়াই! এখনও পর্যন্তে কে এগিয়ে? সংখ‍্যায় বিরাট চমক

পশ্চিম মেদিনীপুর: লোকসভা ভোটে এবার তারকা কেন্দ্র ঘাটাল। পশ্চিম মেদিনীপুরের এই কেন্দ্রে মুখোমুখি দেব এবং হিরণ। প্রার্থী ঘোষণার পর থেকেই সকলের নজরে ছিল দুই অভিনেতা তথা সহকর্মীর লড়াইয়ের উপর। ভোট গণনার ফলাফলে সকাল থেকেই দুই হিরোর হাড্ডাহাড্ডি লড়াই। তবে এখনও পর্যন্ত  ফলাফল অনুযায়ী এগিয়ে দেব।

সপ্তম দফা নির্বাচনের ভোট গ্রহণ সমাপ্ত। এবার ফলাফলের পালা। মঙ্গলবার সকাল থেকেই ভোট গণনাকে কেন্দ্র করে বাড়ছে উত্তেজনা। এবারে ঘাটাল লোকসভায় দুই প্রার্থী, বিজেপির হিরণ ওরফে হিরন্ময় চট্টোপাধ্যায় এবং তৃণমূলের বিদায়ী সাংসদ তথা তৃণমূল প্রার্থী দীপক অধিকারী ওরফে দেব।

আরও পড়ুন: চায়ে মজে প্রকাশ, চঞ্চল মনোজ! গণনা কেন্দ্রে আলাদা মেজাজে ধরা দিলেন দুই নেতা

সকাল ১২ টা পর্যন্ত পাওয়া গণনার রিপোর্ট অনুযায়ী, ঘাটাল কেন্দ্রে ৩৭,২৭১ ভোটে এগিয়ে দেব। চতুর্থ রাউন্ড গণনা শেষে ঘাটাল লোকসভা কেন্দ্রের ফলাফল অনুযায়ী, দেব-১,৯৪,৮৮৬ এবং হিরণ-১,৫৭,৬১৫ সংখ‍্যক ভোট পেয়েছেন।

সকাল থেকেই গণনায় দুই অভিনেতার হাড্ডাহাড্ডি লড়াই দেখা গিয়েছে। কখনও এগিয়ে থেকেছেন দেব তো কখনও হিরণ। প্রচারেও দেখা গিয়েছে জোর টক্কর। পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটাল কেন্দ্রে পুরুষ মহিলা কিংবা তৃতীয় লিঙ্গের ভোটারের সংখ্যা। নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, ঘাটাল লোকসভা কেন্দ্রের মোট পুরুষ ভোটারের সংখ্যা ৯৮৫২৪০ জন। অন্যদিকে, মহিলা ভোটারের সংখ্যা রয়েছে ৯৫৪৬৮৮ জন। একই সঙ্গে তৃতীয় লিঙ্গের ভোটারের সংখ্যা ১৭ জন। মোট জেলায় ভোটারের সংখ্যা ১৯৩৯৯৪৫ জন।

Lok Sabha Election 2024: ‘হিরণ যত আক্রমণ করবে…’, ঘাটাল নিয়ে নিশ্চিন্ত, প্রতিপক্ষকে পরামর্শ দেবের

উত্তর ২৪ পরগনা: পঞ্চম দফা নির্বাচনে উত্তর ২৪ পরগণা জেলার বনগাঁ এবং ব্যারাকপুর লোকসভা কেন্দ্রে ভোটগ্রহণ। আর তার আগেই তৃণমূলের প্রচারে ঝড় তুলতে প্রার্থীদের হয়ে এ দিন ওই দুই কেন্দ্রে রোড শো করতে আসলেন টলিউড অভিনেতা তথা ঘাটালের তৃণমূল প্রার্থী দেব। প্রচারের ফাঁকেই অবশ্য নিজের কেন্দ্র ঘাটাল নিয়েও মুখ খোলেন দেব৷ প্রধান প্রতিপক্ষ বিজেপি-র হিরণ চট্টোপাধ্যায়কে নিয়ে প্রশ্ন করা হলে দেবের জবাব, ‘ও যত আমাকে আক্রমণ করবে, তত আমার ভোট বাড়বে৷’

এ দিন পার্থ ভৌমিকের হয়ে ব্যারাকপুরের আমডাঙার দত্তপুকুরে রোড শো করেন বাংলার এই সুপারস্টার। এরপর, বনগাঁ লোকসভা কেন্দ্রের গোবরডাঙায় পৌঁছন অভিনেতা। সেখানেও সারেন রোড শো। সিনেমার পর্দায় দেখা অভিনেতাকে চাক্ষুষ একবার দেখতে যেন জনসমুদ্র তৈরি হয় জেলার নানা জায়গায়।

দত্তপুকুরের বল খেলার মাঠে নামে দেবের হেলিকপ্টার। তারপর সেখান থেকে গাড়িতে উঠে অগণিত ভক্তদের মাঝে রোড শো করেন দীর্ঘ কয়েক কিলোমিটার। সঙ্গে ছিলেন ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের প্রার্থী পার্থ ভৌমিকও। নতুন প্রজন্মের ছেলেমেয়েদের পাশাপাশি বয়স্ক মানুষজনও অভিনেতা দেবকে দেখতে নামেন রাস্তায়।

আরও পড়ুন: ‘লক্ষ্মীর ভাণ্ডারে ১০০ টাকা বাড়বে!’ আমতার সভায় ঘোষণা শাহের, বিড়ম্বনায় বিজেপি

এরপর, গোবরডাঙা কালী মন্দির মাঠে বিশ্বজিৎ দাসের হয়ে প্রচার সারেন দেব। হেলিকপ্টার থেকে নেমেই মাঠের চারপাশে থাকা অগণিত ভক্তদের উন্মাদনা দেখে সারা মাঠ প্রদক্ষিণ করেন অভিনেতা এই সাংসদ। কেউ মেলালেন হাত, কেউ আবার গোলাপ দিয়ে বরণ করলেন দেবকে। অনেকেই আবার খাতা পেন নিয়ে সুযোগ পেতেই নিলেন অটোগ্রাফ। তারপরই গাড়িতে উঠে রোড শোয়ে বেরোন তৃণমূলের এই অভিনেতা সাংসদ।

এ দিন ভালবাসা দিয়ে ভোট জয়ের কথাই শোনা গেল অভিনেতা সংসদ দেবের গলায়। পাশাপাশি এই দিন ঘাটালের বিজেপি প্রার্থী হিরনকে কটাক্ষ করে দেব বলেন, ‘হিরণ যত প্রচার করছে তত আমার লাভ হচ্ছে। ও যত আমাকে আক্রমণ করবে, তত আমার ভোট বাড়বে৷ কারণ আমি বিশ্বাস করি কটূ কথা বলে ভোটে জেতা যায় না৷ অন্তত ঘাটালে তো নয়৷ তবে এটা ওর দোষ না, হিরণ ভাবছে হয়তো এ ভাবেই ভোটে জেতা যায়৷ ‘ পাশাপাশি এ দিন দেব জানান আগের থেকেও আরও অনেক বেশি মার্জিনে জিতবেন তিনি। দেবের এ দিনের জেলা সফর ঘিরে কড়া নিরাপত্তা তৈরি করা হয় প্রশাসনের তরফে। সব মিলিয়ে এ দিনের তারকা প্রচারে রীতিমতো হিট তৃণমূল কংগ্রেস।

Rudra Narayan Roy