নরেন্দ্র মোদির সঙ্গে জননেতা পার্টির প্রধান পবন কল্যাণ৷

Pawan Kalyan: ‘পবন নয়, ও ঝড়’, প্রশংসায় ভরালেন মোদি! দাদা বিখ্যাত অভিনেতা, কে এই পবন কল্যাণ?

নয়াদিল্লি: লোকসভায় মাত্র দুটি আসন পেয়েছে তাঁর দল৷ তবু নরেন্দ্র মোদির কাছে ভরসার নতুন মুখের নাম পবন কল্যাণ৷ রাখঢাক না করেই এ দিন সংসদের সেন্ট্রাল হলে বক্তৃতা দিতে গিয়ে তা স্পষ্ট করে দিয়েছেন নরেন্দ্র মোদি৷ জন সেনা পার্টির প্রধানকে উদ্দেশ্য করে মোদিকে বলতে শোনা যায়, ‘উনি পবন নয়, ঝড়!’

অন্ধ্রপ্রদেশে বিধানসভা নির্বাচনে এবার টিডিপির সঙ্গে জোট বেঁধে ক্ষমতা দখল করেছে বিজেপি৷ বিজেপি এবং টিডিপির মধ্যে জোট গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা নেন জন সেনা পার্টির প্রধান এবং তেলুগু সিনেমার জনপ্রিয় অভিনেতা পবন কল্যাণ৷ তাঁর আরও একটি পরিচয়, তিনি দক্ষিণী সিনেমার আর এক জনপ্রিয় অভিনেতা নাগার্জুনের ভাই৷ শুধু জোট গঠনে ভূমিকা নেওয়াই নয়, অন্ধ্র বিধানসভা নির্বাচনে ২১টি আসনে লড়াই করে একুশটিতেই জয়ী হয়েছে পবন কল্যাণের জন সেনা পার্টি৷ একই ভাবে লোকসভার দুটি আসনে লড়ে দুটিতেই জয়ী হয়েছে তারা৷ স্বভাবতই এনডিএ-র অন্দরে কদর বেড়েছে এই অভিনেতা রাজনীতিবিদের৷ দক্ষিণে ভারতে নিজেদের পায়ে তলার মাটি শক্ত করতে চাওয়া বিজেপির এবং নরেন্দ্র মোদির কাছে তাই পবন কল্যাণের গুরুত্বও অপরিসীম৷

আরও পড়ুন: আরও দশ বছর ক্ষমতায় থাকবেন! নৈতিক পরাজয়ের দাবি উড়িয়ে মোদি বললেন, ‘হারিনি, হারব না’

বিজেপির কাছে পবন কল্যাণ এখন কতটা গুরুত্বপূর্ণ, তা এ দিন সংদের সেন্ট্রাল হলের ছবিতেও স্পষ্ট হয়ে গিয়েছে৷ সেন্ট্রাল হলের মঞ্চে মোদি সহ বিজেপির শীর্ষ নেতাদের পাশাপাশি চন্দ্রবাবু নাইডু, নীতীশ কুমারদের সঙ্গে দেখা গিয়েছে পবন কল্যাণকেও৷ বক্তব্য রাখার সময় মঞ্চে বসে থাকা পবন কল্যাণের দিকে তাকিয়ে মোদি বলেন, ‘ইনি তো পবন নয়, উনি ঝড়৷’

তবে রাজনীতিতে পা দিয়ে অবশ্য সহজে সাফল্য পাননি তেলুগু সিনেমার এই জনপ্রিয় অভিনেতা৷ ২০০৮-এ রাজনীতিতে পা দিয়েছিলেন পবন কল্যাণ৷ তখন তিনি প্রজা রাজ্যম পার্টির যুব সংগঠনের প্রধান হন৷ এর পর শারীরিক কারণে রাজনীতি থেকে অব্যাহতি নেন পবন কল্যাণ৷ ২০১৪ সালে জন সেনা পার্টি গঠন করেন তিনি৷ তবে এই প্রথনবার এত বড় সাফল্য পেল জন সেনা পার্টি৷

নরেন্দ্র মোদিকে প্রশংসায় ভরিয়েছেন পবন কল্যাণও৷ এ দিন সংসদের সেন্ট্রাল হলে বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন, নরেন্দ্র মোদি যতদিন প্রধানমন্ত্রী থাকবেন ভারতকে কারও সামনে মাথা নত করতে হবে না৷