ট্রেন দুর্ঘটনায় মর্মান্তিক মৃত্যু বিউটির

Kanchanjunga Express Accident: সিগন্যালিং সমস্যা নাকি চালকের ভুল? ভয়াবহ কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস দুর্ঘটনায় বাড়ছে মৃত্যু! আহত বহু

*সিগন্যালিং সমস্যা নাকি চালকের ভুল? ভয়াবহ কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস দুর্ঘটনার দায় কার? তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। ইতিমধ্যেই ট্রেন দুর্ঘটনায় মিলেছে মৃত্যুর খবর। আহত হয়েছেন বেশ কয়েকজন যাত্রী, তাঁদের চিকিৎসার জন্য নিকটবর্তী হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। এখনও পর্যন্ত দু'জনের মৃত্যুর খবর সামনে এসেছে। 
*সিগন্যালিং সমস্যা নাকি চালকের ভুল? ভয়াবহ কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস দুর্ঘটনার দায় কার? তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। ইতিমধ্যেই ট্রেন দুর্ঘটনায় মিলেছে মৃত্যুর খবর। আহত হয়েছেন বেশ কয়েকজন যাত্রী, তাঁদের চিকিৎসার জন্য নিকটবর্তী হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। এখনও পর্যন্ত দু’জনের মৃত্যুর খবর সামনে এসেছে।
*সোমবার শিয়ালদহমুখী কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস এনজেপি স্টেশনের কাছে দুর্ঘটনার কবলে পড়ে। কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসকে পিছন থেকে ধাক্কা মারে একটি মালগাড়ি৷ যার জেরে বেলাইন হয়ে উল্টে যায় এক্সপ্রেস ট্রেনটির শেষ দিকের দুটি কামরা৷
*সোমবার শিয়ালদহমুখী কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস এনজেপি স্টেশনের কাছে দুর্ঘটনার কবলে পড়ে। কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসকে পিছন থেকে ধাক্কা মারে একটি মালগাড়ি৷ যার জেরে বেলাইন হয়ে উল্টে যায় এক্সপ্রেস ট্রেনটির শেষ দিকের দুটি কামরা৷
*দুর্ঘটনাগ্রস্থ ট্রেনের যাত্রীদের সম্পর্কে খোঁজ খবর নিতে নবান্ন ও শিয়ালদহতে ইতিমধ্যেই খোলা হয়েছে হেল্পলাইন। মুখ্যসচিব জানিয়েছেন, “নবান্নে চালু করা হচ্ছে কন্ট্রোল রুম। দার্জিলিং জেলা ও উত্তর দিনাজপুর জেলায় চালু করা হচ্ছে কন্ট্রোল রুম। এছাড়া আমরা সব হাসপাতালগুলিকে অ্যালার্ট করেছি। এটি একটা বড় দুর্ঘটনা যা খবর আসছে আমাদের কাছে। স্থানীয় বিডিও, এসডিও সবাই পৌঁছেছেন”।
*দুর্ঘটনাগ্রস্থ ট্রেনের যাত্রীদের সম্পর্কে খোঁজ খবর নিতে নবান্ন ও শিয়ালদহতে ইতিমধ্যেই খোলা হয়েছে হেল্পলাইন। মুখ্যসচিব জানিয়েছেন, “নবান্নে চালু করা হচ্ছে কন্ট্রোল রুম। দার্জিলিং জেলা ও উত্তর দিনাজপুর জেলায় চালু করা হচ্ছে কন্ট্রোল রুম। এছাড়া আমরা সব হাসপাতালগুলিকে অ্যালার্ট করেছি। এটি একটা বড় দুর্ঘটনা যা খবর আসছে আমাদের কাছে। স্থানীয় বিডিও, এসডিও সবাই পৌঁছেছেন”।
*রেল দুর্ঘটনার পরে রেলের তরফে হেল্প ডেস্ক খোলা হয়েছে শিয়ালদহ স্টেশনে। শিয়ালদহ হেল্পলাইন নম্বর: – ০৩৩২৩৫০৮৭৯৪ / ০৩৩২৩৮৩৩৩২৬। 
*রেল দুর্ঘটনার পরে রেলের তরফে হেল্প ডেস্ক খোলা হয়েছে শিয়ালদহ স্টেশনে। শিয়ালদহ হেল্পলাইন নম্বর: – ০৩৩২৩৫০৮৭৯৪ / ০৩৩২৩৮৩৩৩২৬।
*জানা গিয়েছে, এ দিন আগরতলা থেকে ডাউন ট্রেনটি শিয়ালদহের দিকে আসার সময় এনজেপি স্টেশন ছেড়ে রাঙাপানি স্টেশনের পেরনোর পর সিগন্যাল না পেয়ে দাঁড়িয়ে ছিল৷ সকাল পৌনে ৯টা নাগাদ পিছন থেকে একটি মালগাড়ি এসে দাঁড়িয়ে থাকা কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের পিছনে ধাক্কা মারে৷
*জানা গিয়েছে, এ দিন আগরতলা থেকে ডাউন ট্রেনটি শিয়ালদহের দিকে আসার সময় এনজেপি স্টেশন ছেড়ে রাঙাপানি স্টেশনের পেরনোর পর সিগন্যাল না পেয়ে দাঁড়িয়ে ছিল৷ সকাল পৌনে ৯টা নাগাদ পিছন থেকে একটি মালগাড়ি এসে দাঁড়িয়ে থাকা কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের পিছনে ধাক্কা মারে৷
*রাঙাপানি স্টেশন পেরিয়ে নীচবাড়ি এবং চটেরহাটের মাঝখানে ফাঁকা জায়গায় এই দুর্ঘটনা ঘটে৷ মালগাড়িটি এত তীব্র গতিতে ছিল যে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের পিছনের দিকের দুটি কামরা ছিটকে গিয়ে রেল লাইনের পাশে পড়ে৷ দুমড়ে মুচড়ে যায় দুটি কামরাই৷ কামরার ভিতরে কোনও যাত্রী আটকে আছেন কি না, তা স্পষ্ট নয়৷ আতঙ্কে অন্যান্য কামরার যাত্রীরাও রেল লাইনের উপরে নেমে পড়েন৷
*রাঙাপানি স্টেশন পেরিয়ে নীচবাড়ি এবং চটেরহাটের মাঝখানে ফাঁকা জায়গায় এই দুর্ঘটনা ঘটে৷ মালগাড়িটি এত তীব্র গতিতে ছিল যে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের পিছনের দিকের দুটি কামরা ছিটকে গিয়ে রেল লাইনের পাশে পড়ে৷ দুমড়ে মুচড়ে যায় দুটি কামরাই৷ কামরার ভিতরে কোনও যাত্রী আটকে আছেন কি না, তা স্পষ্ট নয়৷ আতঙ্কে অন্যান্য কামরার যাত্রীরাও রেল লাইনের উপরে নেমে পড়েন৷
*প্রাথমিক ভাবে স্থানীয় বাসিন্দারাই উদ্ধারকাজে হাত লাগান৷ খবর পেয়ে এনজেপি থেকে রিলিফ ট্রেন পাঠিয়েছে রেল৷ ঘটনাস্থলে যাচ্ছে উদ্ধারকারী দল এবং পুলিশ৷ এই দুর্ঘটনার ফলে উত্তরবঙ্গ থেকে উত্তর পূর্ব ভারতগামী রেলযোগাযোগ ব্যবস্থা অবরুদ্ধ হয়ে পড়ার আশঙ্কা রয়েছে৷ তবে কীভাবে একই লাইনে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস দাঁড়িয়ে থাকা অবস্থায় ওই লাইনেই মালগাড়ি চলে এল, তা নিয়ে প্রশ্ন উঠেছে৷ রেলের দাবি সিগন্যাল বিভ্রাটের জেরেই সম্ভবত এই দুর্ঘটনা।
*প্রাথমিক ভাবে স্থানীয় বাসিন্দারাই উদ্ধারকাজে হাত লাগান৷ খবর পেয়ে এনজেপি থেকে রিলিফ ট্রেন পাঠিয়েছে রেল৷ ঘটনাস্থলে যাচ্ছে উদ্ধারকারী দল এবং পুলিশ৷ এই দুর্ঘটনার ফলে উত্তরবঙ্গ থেকে উত্তর পূর্ব ভারতগামী রেলযোগাযোগ ব্যবস্থা অবরুদ্ধ হয়ে পড়ার আশঙ্কা রয়েছে৷ তবে কীভাবে একই লাইনে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস দাঁড়িয়ে থাকা অবস্থায় ওই লাইনেই মালগাড়ি চলে এল, তা নিয়ে প্রশ্ন উঠেছে৷ রেলের দাবি সিগন্যাল বিভ্রাটের জেরেই সম্ভবত এই দুর্ঘটনা।