অল্পের জন্য রক্ষা পদাতিক এক্সপ্রেসের! আতঙ্কিত যাত্রী, ভয়াবহ অভিজ্ঞতা জানালেন আলিপুরদুয়ারের বিধায়ক

Kanchanjunga Express Accident: অল্পের জন্য রক্ষা পদাতিক এক্সপ্রেসের! আতঙ্কিত যাত্রী, ভয়াবহ অভিজ্ঞতা জানালেন আলিপুরদুয়ারের বিধায়ক

আলিপুরদুয়ার: ভয়াবহ দুর্ঘটনা কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে। আরও বড় দুর্ঘটনা ঘটতে পারত। নিউ আলিপুরদুয়ার গামী পদাতিক এক্সপ্রেস দুর্ঘটনাস্থল থেকে মাত্র আড়াই কিলোমিটার দূরেই ছিল। দুর্ঘটনার ভয়াবহতায় আতঙ্কিত পদাতিক এক্সপ্রেসের যাত্রী আলিপুরদুয়ারের বিধায়ক সুমন কাঞ্জিলাল।

দুর্ঘটনার ভয়াবহতা ও তার আতঙ্ক সোশ্যাল মিডিয়ায় তুলে ধরেছেন তিনি।  তার লেখায় বারবার উঠে আসছে পদাতিক এক্সপ্রেস ও কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের আজ সংঘর্ষ হতে পারত। দুর্ঘটনার ভয়াবহতা আরও বৃদ্ধি পেত যদি না মাল গাড়িটির সঙ্গে কাঞ্চনজঙ্ঘার সংঘর্ষ হত।

আরও পড়ুন: নেট প্রচণ্ড স্লো? বারবার বন্ধ হয়ে যায়? এই ৬ গোপন টিপস শিখে নিন, স্পিড নিয়ে কোনও দিন ভাবতে হবে না, ৯৯% লোকজনই জানেন না

এনজেপি স্টেশন থেকে ছেড়ে এসে নীচবাড়ি স্টেশনের কাছে সিগন্যাল না পেয়ে দাঁড়িয়ে ছিল শিয়ালদহগামী কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস৷ আচমকাই সেই লাইনে তীব্র গতিতে ছুটে এল একটি কন্টেনার বোঝাই মালগাড়ি৷ দাঁড়িয়ে থাকা কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের পিছনে সজোরে ধাক্কা মারল মালগাড়ির ইঞ্জিন৷

আরও পড়ুন: বলুন তো কোন জিনিস শুকনো অবস্থায় ২ কেজি, ভিজে গেলে ১ কেজি, আবার পুড়লে ৩ কেজি হয়ে যায়? ৯৯% লোকজনই ভুল উত্তর দিয়েছেন

সোমবার সকালে এমনই ভয়াবহ রেল দুর্ঘটনার সাক্ষী থাকলেন শিলিগুড়ির কাছে ফাঁসিদেওয়া, রাঙাপানি এলাকার বাসিন্দারা৷কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের পিছনে এসে ওই মালগাড়ি এত জোরে ধাক্কা মারে যে তার অভিঘাতে রেল লাইন থেকে ছিটকে পড়ে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের দুটি কামরা৷ মালগাড়ির ইঞ্জিনের মাথায় উঠে যায় ট্রেনটির একটি লাগেজ ভ্যান৷

Annanya Dey