শিলিগুড়ির কামাখ্যা মন্দির

Siliguri News: বাংলার এই দশ মহাবিদ্যার মন্দিরে পালিত হচ্ছে অম্বুবাচীর রীতিনীতি

অনির্বাণ রায়, শিলিগুড়ি : শিলিগুড়িতেও রয়েছে দশমহাবিদ্যার মন্দির। রীতি মেনে হচ্ছে অম্বুবাচী। অম্বুবাচীতে অসমের কামাখ্যা মন্দির দর্শন করতে যাঁরা যেতে পারেন না, তাঁদের জন্য শিলিগুড়ির নেপালি বস্তির দশমহাবিদ্যা মন্দির হয়ে উঠেছে আদর্শ জায়গা । আগামী ২৬ তারিখ পর্যন্ত পালিত হবে অম্বুবাচীর রীতিনীতি। অম্বুবাচী তিথির শেষ দিনে হবে বিশেষ অনুষ্ঠান।

কথিত, নিজের ভক্তদের সমস্ত মনস্কামনা পূরণ করেন দেবী। সারা বছর এই মন্দির খোলা থাকলেও অম্বুবাচীর সময়ে কামাখ্যা মন্দির বন্ধ থাকে। হিন্দু ধর্মশাস্ত্রে অম্বুবাচীর বিশেষ মাহাত্ম্য স্বীকৃত। ইতিমধ্যেই অম্বুবাচী শুরু হয়েছে। শেষ হবে ২৬ জুন।  আগামী ২৬ তারিখ পর্যন্ত লাল কাপড় দিয়ে ঢেকে রাখা হবে মায়ের মুখ ।২৬ তারিখ বেলা ২ টা ৩২ মিনিটে ভক্তদের মন্দির দর্শনের জন্য খুলে দেয়া হবে ।

আরও পড়ুন : পৃথিবীকে শুদ্ধ রাখার শপথ, বিশেষ তিথিতে পুজোর আয়োজন বৌদ্ধ স্তূপে

মন্দির কমিটির সম্পাদক বিজয় রাই বলেন, “তিন দিন মন্দিরের দরজা বন্ধ থাকে। পরে বিশেষ পুজোর মাধ্যমে কপাট খোলা হবে। আবার এ সময়ে প্রসাদ হিসেবে একটি লাল ভেজা কাপড় দেওয়া হয়। এই পোশাককে অম্বুবাচী বস্ত্র বলা হয়। শাস্ত্র মতে এখানে আগত ভক্তদের উপর দেবীর আশীর্বাদ থাকে। শ্রদ্ধা-ভক্তি-সহ সতীর পুজো করলে ব্যক্তির সমস্ত মনস্কামনা পূর্ণ হয়।”

মন্দিরে আসা শুভাশিস বন্দ্যোপাধ্যায় বলেন, “এই সময়ে অসমের কামাখ্যা মন্দিরের সবাই গিয়ে থাকেন। তবে শিলিগুড়িতে নেপালি বস্তি এলাকায় এই মন্দির হওয়ায় আমরা সবাই এখানেই আসছি।”