গ্রামবাসীদের ভিড়

Bangla News: রাত বাড়লেই ঘরের পাশে বিকট শব্দ, আতঙ্কে ঘুম উড়েছে এলাকাবাসীর! এত আওয়াজ কীসের? বিরাট চাঞ্চল্য

উত্তর দিনাজপুর: মাটির নিচ থেকে বেরিয়ে আসছে লাগাতার বাতাস। তার বেগও যথেষ্ট। আর রাতের দিকে শব্দ হচ্ছে বিকট। আর এতেই আতঙ্কিত হয়ে পড়ছেন বাড়ির মালিক থেকে শুরু করে স্থানীয় বাসিন্দারা।

এমনই এক অদ্ভুত চিত্র ধরা পরল উত্তর দিনাজপুর জেলার ইসলামপুর শহরের জীবন মোড় এলাকায় একটি বাড়ির সামনে।

আরও পড়ুন: ঘুমের মধ্যে হঠাৎ মনে হয় উঁচু থেকে পড়ে যাচ্ছেন? কী অর্থ এমন স্বপ্নের! জানলে চমকে যাবেন

জানা গিয়েছে, স্থানীয় বাসিন্দা অমর দত্ত নামে এক ব্যক্তি নতুন বাড়ি নির্মাণ করেছেন। বাড়িতে আর্থিংয়ের জন্য একটি প্রায় ৩০ থেকে ৪০ ফুট মাটির নিচে আর্থিংয়ের জন্য পাইপ দিয়েছেন। গত তিন থেকে চারদিন ধরে সেই আর্থিংয়ের পাইপ থেকে বের হচ্ছে হাওয়া। হাওয়া এতটাই বেশি যে বেলুন বা প্লাস্টিকের ক্যারিব্যাগ ধরে রাখলে ফুলে যাচ্ছে।

আরও পড়ুন: বর্ষায় বিষধরের উপদ্রব বাড়ে, সাপ কামড়ালে প্রথমেই কী করবেন? জেনে রাখুন ডাক্তারের পরামর্শ

রাত হলেই সেই হাওয়ার শব্দ বেশি হয়ে যাচ্ছে। এতেই আতঙ্কে রয়েছেন স্থানীয় বাসিন্দারা। এদিন খবর জানাজানি হতেই ঘটনাস্থলে পৌঁছয় ইসলামপুর বিজ্ঞান মঞ্চের সদস্যরা। অনেক পরীক্ষা নিরীক্ষা করার পর অবশেষে এটি কার্বন-ডাই-অক্সাইড গ্যাস হতে পারে বলে তাঁদের অনুমান। সব মিলিয়ে আতঙ্ক যেন পিছু ছাড়ছে স্থানীয় বাসিন্দাদের।

পিয়া গুপ্তা