Indian Army: দুর্গম পাহাড়ি এবং ডুয়ার্সের জঙ্গল পথে মহিলা বাইকারদের অভিযান! কেন জানেন?

সেনার পক্ষ থেকে নারী শক্তিকে উজ্জীবিত করতে দুর্গম পাহাড়ি এবং ডুয়ার্সের জঙ্গল পথে মহিলা বাইকারদের অভিযান।
সেনার পক্ষ থেকে নারী শক্তিকে উজ্জীবিত করতে দুর্গম পাহাড়ি এবং ডুয়ার্সের জঙ্গল পথে মহিলা বাইকারদের অভিযান।
উইমেন এম্পাওয়ারমেন্টকে এগিয়ে নিয়ে যেতে সম্প্রতি ভারতীয় সেনাবাহিনীর ত্রুিশক্তি কর্পস-এর পক্ষ থেকে উত্তরের জঙ্গল পথ দিয়ে ভুটান সীমান্ত হয়ে পাহাড়ি পথে সিকিম পর্যন্ত এক অভিনব মোটর সাইকেল এক্সপিডিশনের আয়োজন করা হয়।
উইমেন এম্পাওয়ারমেন্টকে এগিয়ে নিয়ে যেতে সম্প্রতি ভারতীয় সেনাবাহিনীর ত্রুিশক্তি কর্পস-এর পক্ষ থেকে উত্তরের জঙ্গল পথ দিয়ে ভুটান সীমান্ত হয়ে পাহাড়ি পথে সিকিম পর্যন্ত এক অভিনব মোটর সাইকেল এক্সপিডিশনের আয়োজন করা হয়।
এই অভিযানে এনসিসি'র ৩ নম্বর ব্যাটালিয়নের মহিলা ক্যাডেটদের সঙ্গে সিকিমে মিলিত হয় দিল্লির আয়রন হর্স অ্যাকাডেমির অভিযাত্রী দলের সদস্যরা।
এই অভিযানে এনসিসি’র ৩ নম্বর ব্যাটালিয়নের মহিলা ক্যাডেটদের সঙ্গে সিকিমে মিলিত হয় দিল্লির আয়রন হর্স অ্যাকাডেমির অভিযাত্রী দলের সদস্যরা।
ভারতীয় সেনার ত্রুিশক্তি কর্পস-এর শুকনা সেনা ছাউনি থেকে যাত্রা শুরু করে। যাত্রা পথে ডুয়ার্স-এর গভীর জঙ্গল পথে যাবার সময় স্থানীয় মানুষদের সঙ্গে মিলিত হবার পাশাপশি এই অঞ্চলের পরিবেশ সম্পর্কে ওয়াকিবহাল হয়।
ভারতীয় সেনার ত্রুিশক্তি কর্পস-এর শুকনা সেনা ছাউনি থেকে যাত্রা শুরু করে। যাত্রা পথে ডুয়ার্স-এর গভীর জঙ্গল পথে যাবার সময় স্থানীয় মানুষদের সঙ্গে মিলিত হবার পাশাপশি এই অঞ্চলের পরিবেশ সম্পর্কে ওয়াকিবহাল হয়।
ডুয়ার্স দিয়ে যাবার পথে অভিযাত্রী দলটি ভারত-ভুটান সীমান্ত লাগোয়া গ্রামের সাধারণ মানুষের সঙ্গে মিলিত হবার পাশাপশি এনসিসি ক্যাডেটদের সঙ্গেও দেখা করে।
ডুয়ার্স দিয়ে যাবার পথে অভিযাত্রী দলটি ভারত-ভুটান সীমান্ত লাগোয়া গ্রামের সাধারণ মানুষের সঙ্গে মিলিত হবার পাশাপশি এনসিসি ক্যাডেটদের সঙ্গেও দেখা করে।
শুধুই যে অভিযান তাই নয় এই বিশেষ মোটর সাইকেল অভিযানের সময় মহিলাদের এই দলটি জলপাইগুড়ির ডামডিমে অবস্থিত ওয়ার মেমোরিয়াল গিয়ে শ্রদ্ধা জানান বীর শহীদের প্রতি।
শুধুই যে অভিযান তাই নয় এই বিশেষ মোটর সাইকেল অভিযানের সময় মহিলাদের এই দলটি জলপাইগুড়ির ডামডিমে অবস্থিত ওয়ার মেমোরিয়াল গিয়ে শ্রদ্ধা জানান বীর শহীদের প্রতি।