Tag Archives: NCC Special Entry Scheme

NCC Training: শিক্ষকের গাফিলতিতে স্কুলে বন্ধ হয়ে গেল NCC-এর ট্রেনিং!

নদিয়া: ছাত্র জীবনে এনসিসি এমন একটি শিক্ষা যা প্রতিটি পড়ুয়াকে সামরিক এবং সামাজিক দায়বদ্ধতার শিক্ষা দিয়ে থাকে। শৃঙ্খলাপরায়ণ এবং ভবিষ্যতে নিরাপত্তা বাহিনীতে যোগ দিতে গেলে এনসিসি’র ট্রেনিংয়ের প্রয়োজনীয়তা অপরিসীম। কিন্তু এক শিক্ষকের কর্ত্যবের গাফিলতির কারণে এবার একটি বিদ্যালয় থেকে চিরতরে বন্ধ হয়ে গেল এনসিসি’র শিক্ষা! এমনই অভিযোগ সরগরম মাজদিয়া।

আক্ষেপের সুরে নিজেদের ভুল স্বীকার করেছেন মাজদিয়া রেলবাজার উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রতন মণ্ডল। হঠাৎ করে এনসিসি বন্ধ হওয়ায় দিশেহারা শিক্ষার্থীরাও। ১৮৬৮ সালে প্রতিষ্ঠিত হয়েছিল এই মাজদিয়া রেলবাজার উচ্চ বিদ্যালয়ের। বর্তমানে এই স্কুলে মোট ছাত্র-ছাত্রীর সংখ্যা ১,৩০০ জন। মোট শিক্ষক-শিক্ষিকা আছেন ৩২ জন। এই স্কুলে এনসিসি’র প্রশিক্ষণ চালু হয় ২০২০ সালের ১২ ডিসেম্বর। তারপর থেকে ভালভাবে চললেও এখন আর হয় না এনসিসি। তখন এনসিসি ক্লাস চালাতেন আশিক আহমেদ নামে এক শিক্ষক। বর্তমানে তিনি ওই বিদ্যালয়েরই একজন স্থায়ী শিক্ষক।

আর‌ও পড়ুন: মেকানিকের আর দরকার পড়বে না, এবার কৃষকরাই সারিয়ে ফেলতে পারবেন চাষের যন্ত্র!

জানা গিয়েছে, সামরিক বাহিনীর তরফে ওই শিক্ষককে ট্রেনিংয়ে যাওয়ার কথা জানানো হয়েছিল স্কুলকে। সেই মোতাবেক বিদ্যালয় থেকে তাঁকে জানানো হয় ট্রেনিংয়ে যাওয়ার জন্য। কিন্তু ওই শিক্ষক যাবতীয় নির্দেশিকা অমান্য করে এনসিসি’র ট্রেনিংয়ে যোগ দেননি বলে অভিযোগ। এরপরই শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে এই স্কুলে এনসিসি ট্রেনিং বন্ধ করে দেয় সামরিক কর্তৃপক্ষ।

এখন কীভাবে আবার স্কুলে এনসিসি’র ট্রেনিং শুরু করা যাবে তার উত্তর হাতড়ে বেড়াচ্ছেন সবাই। যদিও আদৌ তা আর সম্ভব কিনা সেটা কেউ জানে না। এই বিষয়ে অভিযুক্ত শিক্ষক আশিক আহমেদের কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি। শিক্ষার্থীরা প্রচন্ড হতাশ।

মৈনাক দেবনাথ

Indian Army: দুর্গম পাহাড়ি এবং ডুয়ার্সের জঙ্গল পথে মহিলা বাইকারদের অভিযান! কেন জানেন?

সেনার পক্ষ থেকে নারী শক্তিকে উজ্জীবিত করতে দুর্গম পাহাড়ি এবং ডুয়ার্সের জঙ্গল পথে মহিলা বাইকারদের অভিযান।
সেনার পক্ষ থেকে নারী শক্তিকে উজ্জীবিত করতে দুর্গম পাহাড়ি এবং ডুয়ার্সের জঙ্গল পথে মহিলা বাইকারদের অভিযান।
উইমেন এম্পাওয়ারমেন্টকে এগিয়ে নিয়ে যেতে সম্প্রতি ভারতীয় সেনাবাহিনীর ত্রুিশক্তি কর্পস-এর পক্ষ থেকে উত্তরের জঙ্গল পথ দিয়ে ভুটান সীমান্ত হয়ে পাহাড়ি পথে সিকিম পর্যন্ত এক অভিনব মোটর সাইকেল এক্সপিডিশনের আয়োজন করা হয়।
উইমেন এম্পাওয়ারমেন্টকে এগিয়ে নিয়ে যেতে সম্প্রতি ভারতীয় সেনাবাহিনীর ত্রুিশক্তি কর্পস-এর পক্ষ থেকে উত্তরের জঙ্গল পথ দিয়ে ভুটান সীমান্ত হয়ে পাহাড়ি পথে সিকিম পর্যন্ত এক অভিনব মোটর সাইকেল এক্সপিডিশনের আয়োজন করা হয়।
এই অভিযানে এনসিসি'র ৩ নম্বর ব্যাটালিয়নের মহিলা ক্যাডেটদের সঙ্গে সিকিমে মিলিত হয় দিল্লির আয়রন হর্স অ্যাকাডেমির অভিযাত্রী দলের সদস্যরা।
এই অভিযানে এনসিসি’র ৩ নম্বর ব্যাটালিয়নের মহিলা ক্যাডেটদের সঙ্গে সিকিমে মিলিত হয় দিল্লির আয়রন হর্স অ্যাকাডেমির অভিযাত্রী দলের সদস্যরা।
ভারতীয় সেনার ত্রুিশক্তি কর্পস-এর শুকনা সেনা ছাউনি থেকে যাত্রা শুরু করে। যাত্রা পথে ডুয়ার্স-এর গভীর জঙ্গল পথে যাবার সময় স্থানীয় মানুষদের সঙ্গে মিলিত হবার পাশাপশি এই অঞ্চলের পরিবেশ সম্পর্কে ওয়াকিবহাল হয়।
ভারতীয় সেনার ত্রুিশক্তি কর্পস-এর শুকনা সেনা ছাউনি থেকে যাত্রা শুরু করে। যাত্রা পথে ডুয়ার্স-এর গভীর জঙ্গল পথে যাবার সময় স্থানীয় মানুষদের সঙ্গে মিলিত হবার পাশাপশি এই অঞ্চলের পরিবেশ সম্পর্কে ওয়াকিবহাল হয়।
ডুয়ার্স দিয়ে যাবার পথে অভিযাত্রী দলটি ভারত-ভুটান সীমান্ত লাগোয়া গ্রামের সাধারণ মানুষের সঙ্গে মিলিত হবার পাশাপশি এনসিসি ক্যাডেটদের সঙ্গেও দেখা করে।
ডুয়ার্স দিয়ে যাবার পথে অভিযাত্রী দলটি ভারত-ভুটান সীমান্ত লাগোয়া গ্রামের সাধারণ মানুষের সঙ্গে মিলিত হবার পাশাপশি এনসিসি ক্যাডেটদের সঙ্গেও দেখা করে।
শুধুই যে অভিযান তাই নয় এই বিশেষ মোটর সাইকেল অভিযানের সময় মহিলাদের এই দলটি জলপাইগুড়ির ডামডিমে অবস্থিত ওয়ার মেমোরিয়াল গিয়ে শ্রদ্ধা জানান বীর শহীদের প্রতি।
শুধুই যে অভিযান তাই নয় এই বিশেষ মোটর সাইকেল অভিযানের সময় মহিলাদের এই দলটি জলপাইগুড়ির ডামডিমে অবস্থিত ওয়ার মেমোরিয়াল গিয়ে শ্রদ্ধা জানান বীর শহীদের প্রতি।