Tag Archives: Army

Suvendu Adhikari on flood situation: রাজ্যে বন্যার আশঙ্কা! সেনা এবং এনডিআরএফের সাহায্য নেওয়ার আবেদন বিরোধী দলনেতার

কলকাতা: রাজ্যের বেশ কিছু জেলায় বন্যা পরিস্থিতি উদ্বেগজনক। এ নিয়ে এবার রাজ্যকে তোপ দাগলেন শুভেন্দু অধিকারী। পাশাপাশি বেশ কিছু জেলার মানুষকে উদ্ধার করতে অবিলম্বে সেনা এবং এনডিআরএফ-এর সাহায্য নেওয়ার জন্য রাজ্যের মুখ্যসচিবকে আবেদন করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।

বাঁকুড়া, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর ও হাওড়ার পরিস্থিতি ভয়াবহ। সেচ দফতর, পুলিশ এবং ডিজাস্টার ম্যানেজমেন্টকেও নিশানা করে বিরোধী দলনেতা শুভেন্দুর অভিযোগ, ‘গ্রাম বাংলার মানুষকে বিপদের হাত থেকে বাঁচাতে না পুলিশ না কোনও প্রশাসন সহযোগিতার হাত বাড়িয়ে দিচ্ছে।’

আরও পড়ুন: রোগীর পরিবারের থেকে ১ টাকা বেশি নেওয়ার শাস্তি! চাকরি গেল সরকারি হাসপাতালের কর্মীর

ডিভিসির ছাড়া জলে প্লাবিত রাজ্যের একাধিক এলাকা। এই পরিস্থিতির জন্য সেচ দপ্তরকে দায়ী করে শুভেন্দু অধিকারী সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, ‘বর্ষাকাল আসার আগে শেচ দফতরের তরফে রক্ষণাবেক্ষণের জন্য কোনও রকম প্রয়োজনীয় পদক্ষেপ না নেওয়ার জন্যই এই পরিস্থিতি তৈরি হয়েছে। বাঁধ নির্মাণ থেকে গ্রামে গ্রামে জলমগ্ন পরিস্থিতি ঠেকাতে রাজ্য সরকার এ ব্যাপারে কোনও অর্থ বরাদ্দও করেনি।’

আরও পড়ুন: আরজি কর দুর্নীতি মামলায় উঠে এল অন্য সন্দীপের নাম! মঙ্গলবার সকাল থেকেই তল্লাশি অভিযান ইডির

২০১৩ এবং ২০১৫ সালের কথা উল্লেখ করে রাজ্যের মুখ্যসচিব মনোজ পন্থের দৃষ্টি আকর্ষণ করে মানুষের প্রাণ এবং ঘরবাড়ি বাঁচাতে অবিলম্বে সেনা এবং এনডিআরএফ মোতায়েন করার আবেদন জানিয়েছেন শুভেন্দু অধিকারী। ‌ নিজের সমাজমাধ্যমে হুগলির খানাকুল এবং পূর্ব মেদিনীপুরের পাঁশকুড়াতে কিভাবে জনবসতি এলাকায় হু হু করে জল ঢুকছে সেই ভিডিও তুলে ধরে উদ্বেগ প্রকাশ করেছেন বিরোধী দলনেতা।

Accident: ভয়ঙ্কর পথ দুর্ঘটনায় মুহূর্তে সব শেষ…! খাদে পড়ে মর্মান্তিক পরিণতি ৪ জওয়ানের

জলপাইগুড়ি: সিকিমে দুর্ঘটনার কবলে সেনার গাড়ি। বৃহস্পতিবার দুর্ঘটনাটি ঘটে সিকিমের  পাকিয়ং জেলার  দালাপচাঁদ ফটকের কাছে। দুর্ঘটনায় মৃত্যু হয়েছে ৪ জওয়ানের। তাঁরা সবাই বিন্নাগুড়ির ইএমসি ইউনিটের সদস্য বলে জানা গিয়েছে।

দালাপচাঁদ ফটকের কাছে রেনক-রংলি রাজ্য সড়কে গাড়িটি রাস্তা থেকে ছিটকে প্রায় ৭০০ থেকে ৮০০ ফিট নীচে খাদে পড়ে যায়। দেহগুলি ময়নাতদন্তে পাঠানো হয়েছে। ঘটনার তদন্ত চলছে। পার্বত্য রাজ্য সিকিমে এর আগেও একাধিক দুর্ঘটনা ঘটেছে।

আরও পড়ুন-   জীবনটাই যেন ‘নরক’…! ছোটবেলা থেকেই অসহ্য কষ্ট-যন্ত্রণা! টেকেনি সংসার, মেলেনি সন্তান সুখ, আজও তিনি বলিউডের…

সিংটামের কাছে নিয়ন্ত্রণ হারিয়ে পড়ে যায় পর্যটকদের গাড়ি। কলকাতার পাঁচজন পর্যটকের একটি পরিবারকে নিয়ে শিলিগুড়ি থেকে গ্যাংটকের দিকে যাচ্ছিল গাড়িটি। সাংখোলার কাছে নিয়ন্ত্রণ হারিয়ে পর্যটক বোঝাই গাড়িটি রানিখোলা নদীতে পড়ে যায়। ঘটনাস্থলেই মৃত্যু হয় গাড়ির চালক এবং ৭২ বছর বয়সি কলকাতার বাসিন্দার।

সুরজিৎ দে

Army Grenade Rescue: আদালতের মলখানায় এটা কী! সামান্য বেখেয়ালেই ধুলো হয়ে যেত সবাই

কোচবিহার: সেনাবাহিনীর ব্যবহার করা গ্রেনেড ফের উদ্ধার হল কোচবিহারে। এই ঘটনাকে কেন্দ্র করে আবারও ব্যাপক চাঞ্চল্য ছড়াল কোচবিহার আদালতের মালখানা এলাকায়। জানা গিয়েছে প্রায় দেড় বছর আগে এখান থেকেই পাওয়া গিয়েছিল আরেকটি হ্যান্ড গ্রেনেড। সেই সময় সেনার উপস্থিতিতে বোম্ব স্কোয়াডের মাধ্যমে সেই গ্রেনেড নিষ্ক্রিয় করা হয়েছিল। একই ঘটনার পুনরাবৃত্তিতে আতঙ্ক ছড়িয়েছে মানুষের মনে।

আরও পড়ুন: জেলায় রূপান্তরকামীদের র‍্যাম্প ওয়াক

জেলা আদালতের মালখানায় মামলা-মোকদ্দমা সংক্রান্ত বিভিন্ন সামগ্রী মজুত করে রাখা হয়। এদিন সেখানে কিছু নেশার সামগ্রী পরিষ্কার করতে গিয়ে গ্রেনেডটিকে দেখতে পান মালখানার সাফাই কর্মীরা। এরপর দ্রুত খবর পাঠানো হয় পুলিশের কাছে। তাঁরা এসে জায়গাটি সিল করে দেন।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, ইতিমধ্যেই গ্রেনেডটিকে নিষ্ক্রিয় করার করার কাজ শুরু হয়েছে। এদিকে আদালত চত্বরে উপস্থিত প্রত্যক্ষদর্শীদের মতে, একটু অসাবধান হলেই গ্রেনেডটি ফেটে মারাত্মক ঘটনা ঘটতে পারত। এই ঘটনা ভবিষ্যতে যাতে না আর না ঘটে তার জন্য আগাম পদক্ষেপ করার অনুরোধ জানিয়েছেন তাঁরা।

সার্থক পন্ডিত

Big Changes in Bangladesh Army: বাংলাদেশ সেনাবাহিনীতে রদবদল! হাসিনা ঘনিষ্ঠ জিয়াউলের চাকরি শেষ, বদলে কারা এলেন?

ঢাকা: বাংলাদেশে সংরক্ষণবিরোধী আন্দোলনের তীব্রতা বাড়তে সোমবারই পদত্যাগ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। নিরাপত্তার খাতিরে দেশ ছেড়েছেন তিনি। সরকারের পতনের পর অন্তর্বর্তী সরকার দায়িত্ব গ্রহণ করছে। এই পরিস্থিতিতে বাংলাদেশ সেনাবাহিনীর শীর্ষস্থানীয় পদেও রদবদল করা হল মঙ্গলবার।

সংবাদ বিজ্ঞপ্তিতে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতরের দেওয়া তথ্য থেকে জানা গেল কে কোন পদ থেকে সরে গেলেন এবং বদলে কারা এলেন। দেখে নেওয়া যাক সেনাবাহিনির নতুন পদ-তালিকা।

হাসিনা ঘনিষ্ঠ মেজর জেনারেল জিয়াউল আহসানকে চাকরি হতে অব্যাহতি দেওয়া হয়েছে। লেফটেন্যান্ট জেনারেল মো.সাইফুল আলমের চাকরি পররাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। লেফটেন্যান্ট জেনারেল মহম্মদ মজিবুর রহমানকে জিওসি আর্মি ট্রেনিং অ্যান্ড ডকট্রিন কমান্ড পদে বহাল করা হল। লেফটেন্যান্ট জেনারেল আহম্মদ তাবরেজ শামস চৌধুরীকে সেনাবাহিনীর কোয়ার্টার মাস্টার করা হল। সেনাবাহিনীর চিফ অব জেনারেল স্টাফ হলেন জেনারেল লেফটেন্যান্ট জেনারেল মিজানুর রহমান শামীম। লেফটেন্যান্ট জেনারেল মোহম্মদ শাহীনুল হককে কমান্ড্যান্ট এনডিসি মেজর জেনারেল পদে আনা হল। আসম রিদওয়ানুর রহমানকে এনটিএমসি’র মহাপরিচালক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

বাংলাদেশের পরিস্থিতি নিয়ে মঙ্গলবার সকালের সর্বদল বৈঠকে বসে ভারত সরকার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি-সহ বিদেশমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রীরা উপস্থিত ছিলেন এই বৈঠকে। ছিলেন বিরোধী দলের নেতা রাহুল গান্ধি, মল্লিকার্জুন খাড়গে -সহ সাংসদরা। সূত্রের খবর, এদিনের সর্বদলীয় বৈঠকে জানানো হয়েছে, বাংলাদেশের পরিস্থিতির উপর কড়া নজর রাখছে ভারত।

সর্বদলীয় বৈঠক শেষে জানানো হয়েছে, ওখানে বর্তমানে ২০০০০ মতো ভারতীয় রয়েছেন। তবে ভারত সরকার মনে করছে, এখনই সেখানে এমন পরিস্থিতি নেই যে ভারতীয়দের ফিরিয়ে আনতে হবে। প্রসঙ্গত, ইতিমধ্যেই ৮০০০ ভারতীয় পড়ুয়া বাংলাদেশ থেকে দেশে ফিরে এসেছেন বলে সব রাজনৈতিক দলের প্রতিনিধিদের জানিয়েছে সরকার। এখনই শেখ হাসিনা সম্পর্কেও কোনও সিদ্ধান্ত নেওয়া হয়নি সরকারের তরফে — এমনটাই কেন্দ্রের তরফে জানানো হয় সর্বদল বৈঠকে।

আরও পড়ুন- ফের বন্ধ বিমান পরিষেবা! ভারত থেকে বাংলাদেশে ফ্লাইট চালাবে না কোন ২ সংস্থা?

GK: বলুন তো, কোন দেশে কোনও পুলিশ ও সেনা নেই? এক না রয়েছে একাধিক, উত্তর অজানা অনেকের

আমরা জানি যেকোনো চাকরির পরীক্ষাতে জেনারেল নলেজ হল অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। যেকোনো চাকরির পরীক্ষাতে জিকে নিয়ে প্রশ্ন প্রায়শই এসে থাকে।
আমরা জানি যেকোনো চাকরির পরীক্ষাতে জেনারেল নলেজ হল অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। যেকোনো চাকরির পরীক্ষাতে জিকে নিয়ে প্রশ্ন প্রায়শই এসে থাকে।
সাধারণ জ্ঞানের পাশাপাশি কারেন্ট অ্যাফেয়ার্সগুলি জেনে রাখা উচিত। এগুলি যেমন নলেজ বাড়াতে সাহায্য করে তেমন দেশ-বিদেশের অনেক তথ্যগুলি জানা যায়।
সাধারণ জ্ঞানের পাশাপাশি কারেন্ট অ্যাফেয়ার্সগুলি জেনে রাখা উচিত। এগুলি যেমন নলেজ বাড়াতে সাহায্য করে তেমন দেশ-বিদেশের অনেক তথ্যগুলি জানা যায়।
আজ এই প্রতিবেদনে এমন একটি প্রশ্ন নিয়ে আমরা হাজির হয়েছি যার উত্তর দিতে গিয়ে অনেকেই ভুল করে থাকেন। বলুন তো, কোন দেশে কোনও পুলিশ ও সেনা নেই?
আজ এই প্রতিবেদনে এমন একটি প্রশ্ন নিয়ে আমরা হাজির হয়েছি যার উত্তর দিতে গিয়ে অনেকেই ভুল করে থাকেন। বলুন তো, কোন দেশে কোনও পুলিশ ও সেনা নেই?
দেশের ও জনগণের নিরাপত্তার জন্য সেনাবাহিনী ও পুলিশ থাকে। পৃথিবীতে এমন অনেক দেশ আছে যাদের কোনও পুলিশবাহিনী নেই। কারও আবার নেই সেনা বাহিনী।
দেশের ও জনগণের নিরাপত্তার জন্য সেনাবাহিনী ও পুলিশ থাকে। পৃথিবীতে এমন অনেক দেশ আছে যাদের কোনও পুলিশবাহিনী নেই। কারও আবার নেই সেনা বাহিনী।
পৃথিবীর ক্ষুদ্রতম রাষ্ট্র হল ভ্যাটিকান সিটি। ইটালির রাজধানী রোমের একাটি অংশ। অতীতে নিরাপত্তার জন্য এখানে বাহিনী থাকলেও পোপ পল ষষ্ঠ ১৯৭০ সালে সমস্ত বাহিনী বাতিল করে দেন। ইতালির দায়িত্বে ভ্যাটিকান সিটির নিরাপত্তা।
পৃথিবীর ক্ষুদ্রতম রাষ্ট্র হল ভ্যাটিকান সিটি। ইটালির রাজধানী রোমের একাটি অংশ। অতীতে নিরাপত্তার জন্য এখানে বাহিনী থাকলেও পোপ পল ষষ্ঠ ১৯৭০ সালে সমস্ত বাহিনী বাতিল করে দেন। ইতালির দায়িত্বে ভ্যাটিকান সিটির নিরাপত্তা।
এমন আরও একটি দেশের নাম হল নউরু। প্রশান্ত মহাসাগরে অবস্থিত এই দ্বীপ রাষ্ট্রে মাত্র ১০ হাজার লোক থাকে। এটি মাইক্রোনেশিয়ার অংশ। এই দেশের কোনও পুলিশ বা নিরাপত্তা বাহিনী নেই।
এমন আরও একটি দেশের নাম হল নউরু। প্রশান্ত মহাসাগরে অবস্থিত এই দ্বীপ রাষ্ট্রে মাত্র ১০ হাজার লোক থাকে। এটি মাইক্রোনেশিয়ার অংশ। এই দেশের কোনও পুলিশ বা নিরাপত্তা বাহিনী নেই।
পালাউ হল এমন একটি দেশে যার কোনও সেনাবাহিনী নেই। তবে রয়েছে অনুমতিপ্রাপ্ত পুলিশবাহিনী। আভ্যন্তরীন নিরাপত্তায় রয়েছে ৩০ জনের মেরিটাইম সার্ভিল্যান্স ইউনিট। পালাউকে মার্কিন যুক্তরাষ্ট্র প্রতিরক্ষার ক্ষেত্রে সাহায্য করে।
পালাউ হল এমন একটি দেশে যার কোনও সেনাবাহিনী নেই। তবে রয়েছে অনুমতিপ্রাপ্ত পুলিশবাহিনী। আভ্যন্তরীন নিরাপত্তায় রয়েছে ৩০ জনের মেরিটাইম সার্ভিল্যান্স ইউনিট। পালাউকে মার্কিন যুক্তরাষ্ট্র প্রতিরক্ষার ক্ষেত্রে সাহায্য করে।

Shinku La tunnel in Ladakh: বিশ্বের দীর্ঘতম টানেল তৈরি হচ্ছে দেশেই! কোথায় শুরু কোথায় শেষ, জেনে নিন বিশদে

কার্গিল বিজয় দিবসে ভারতীয় সেনাবাহিনীকে বিশেষ উপহার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির। শুক্রবার সকাল সাড়ে ৯টায় কার্গিল যুদ্ধের স্মৃতিসৌধে পৌঁছে মোদি জানান, শিংকুন লা টানেল প্রকল্পের কাজ শুক্রবার থেকেই শুরু হবে। বিশেষ করে খারাপ আবহাওয়ার সময় লেহ-র সঙ্গে যোগাযোগ উন্নত করতে, এই প্রকল্পটি গুরুত্বপূর্ণ।কার্গিল বিজয় দিবস (ফাইল ছবি)
কার্গিল বিজয় দিবসে ভারতীয় সেনাবাহিনীকে বিশেষ উপহার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির। শুক্রবার সকাল সাড়ে ৯টায় কার্গিল যুদ্ধের স্মৃতিসৌধে পৌঁছে মোদি জানান, শিংকুন লা টানেল প্রকল্পের কাজ শুক্রবার থেকেই শুরু হবে। বিশেষ করে খারাপ আবহাওয়ার সময় লেহ-র সঙ্গে যোগাযোগ উন্নত করতে, এই প্রকল্পটি গুরুত্বপূর্ণ। কার্গিল বিজয় দিবস (ফাইল ছবি)
ভারতীয় সেনাবাহিনীর জন্য বিশেষ ভাবে কার্যকরী হতে চলেছে এই টানেল। এই টানেল ভারতীয় সেনাবাহিনীকে সমস্ত মরসুমে যাতায়াত করার সুবিধা দেবে। সারা বছর লাদাখে নির্বিঘ্নে চলাচল নিশ্চিত করবে শিংকুন লা টানেল। সেনাবাহিনীর যাবতীয় চাহিদা যেমন অস্ত্র সরবরাহ, খাদ্য সামগ্রী এবং জ্বালানি সব মৌসুমেই পাওয়া যাবে এই পথে।
ভারতীয় সেনাবাহিনীর জন্য বিশেষ ভাবে কার্যকরী হতে চলেছে এই টানেল। এই টানেল ভারতীয় সেনাবাহিনীকে সমস্ত মরসুমে যাতায়াত করার সুবিধা দেবে। সারা বছর লাদাখে নির্বিঘ্নে চলাচল নিশ্চিত করবে শিংকুন লা টানেল। সেনাবাহিনীর যাবতীয় চাহিদা যেমন অস্ত্র সরবরাহ, খাদ্য সামগ্রী এবং জ্বালানি সব মৌসুমেই পাওয়া যাবে এই পথে।
শিংকুন লা টানেলটি ১৫ হাজার ৮০০ ফুট উচ্চতায় নির্মিত। এটি বিশ্বের দীর্ঘতম টানেল। এর দৈর্ঘ্য ৪.১ কিলোমিটার। এটি একটি টুইন-টিউব টানেল, অর্থাৎ দুটি পথ বিশিষ্ট একটি টানেল। নিম্মু-পদুম-দরচা সড়কের উপর টানেলের নির্মাণ কাজ চলছে।
শিংকুন লা টানেলটি ১৫ হাজার ৮০০ ফুট উচ্চতায় নির্মিত। এটি বিশ্বের দীর্ঘতম টানেল। এর দৈর্ঘ্য ৪.১ কিলোমিটার। এটি একটি টুইন-টিউব টানেল, অর্থাৎ দুটি পথ বিশিষ্ট একটি টানেল। নিম্মু-পদুম-দরচা সড়কের উপর টানেলের নির্মাণ কাজ চলছে।
কৌশলগতভাবেও, ভারত-চীন সীমান্তের দিকে মনোনিবেশ করছে দেশ। কয়েকদিন আগে, অরুণাচল প্রদেশের বালিপাড়া-চরিদ্বার-তাওয়াং রোডে ৮২৫ কোটি টাকা ব্যয়ে সেলা টানেল তৈরি করা হয়েছিল। এই টানেলটি ১৩ হাজার ফুটেরও বেশি উচ্চতায় তৈরি করা হয়েছিল।
কৌশলগতভাবেও, ভারত-চীন সীমান্তের দিকে মনোনিবেশ করছে দেশ। কয়েকদিন আগে, অরুণাচল প্রদেশের বালিপাড়া-চরিদ্বার-তাওয়াং রোডে ৮২৫ কোটি টাকা ব্যয়ে সেলা টানেল তৈরি করা হয়েছিল। এই টানেলটি ১৩ হাজার ফুটেরও বেশি উচ্চতায় তৈরি করা হয়েছিল।
যুদ্ধ পরিস্থিতিতে এই সুড়ঙ্গটি কেবল চলাচলের জন্য গুরুত্বপূর্ণ হবে না বরং যুদ্ধের সময় অস্ত্র, ক্ষেপণাস্ত্র এবং জ্বালানীর ভূগর্ভস্থ স্টোরেজের জন্যও ব্যবহার করা যেতে পারে।
যুদ্ধ পরিস্থিতিতে এই সুড়ঙ্গটি কেবল চলাচলের জন্য গুরুত্বপূর্ণ হবে না বরং যুদ্ধের সময় অস্ত্র, ক্ষেপণাস্ত্র এবং জ্বালানীর ভূগর্ভস্থ স্টোরেজের জন্যও ব্যবহার করা যেতে পারে।
ভারত সরকার গত ৫ বছর ধরে উন্নয়নের দিকে মনোনিবেশ করছে যাতে শত্রুদের সহজেই মোকাবিলা করা যায়। ২০১৯ সালে গালওয়ানে চিনের সঙ্গে সংঘর্ষ হয়েছিল, তার পরে টানেল নির্মাণে জোর দেওয়া হয়।
ভারত সরকার গত ৫ বছর ধরে উন্নয়নের দিকে মনোনিবেশ করছে যাতে শত্রুদের সহজেই মোকাবিলা করা যায়। ২০১৯ সালে গালওয়ানে চিনের সঙ্গে সংঘর্ষ হয়েছিল, তার পরে টানেল নির্মাণে জোর দেওয়া হয়।

Army officer Brijesh Thapa’s death: ‘খুব খারাপ লাগছে…’  কাশ্মীর সীমান্তে  শহিদ বাংলার তরুণকে নিয়ে কী লিখলেন মমতা?    

কলকাতা: কাশ্মীরে জঙ্গি হামলায় প্রাণ গিয়েছে দার্জিলিংয়ের যুবক ব্রিজেশ থাপার। বাংলার তরুণের মৃত্যুতে শোকপ্রকাশ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি এক্স হ্যান্ডলে লেখেন, “খুব খারাপ লাগছে খবরটা জেনে। দার্জিলিংয়ের ব্রিজেশ থাপা, তরুণ আর্মি অফিসার জম্মু-কাশ্মীর সীমান্ত রক্ষা করতে গিয়ে শহিদ হলেন। আমি মর্মাহত।”

জঙ্গির গুলিতে নিহত অফিসার ব্রিজেশ থাপার বয়স হয়েছিল ২৭ বছর। সোমবার কাশ্মীরের ডোডায় জঙ্গি হামলায় ব্রিজেশ সহ ৪ সেনা জওয়ানের মৃত্যু হয়। ক্যাপ্টেন ব্রিজেশ ছিলেন দার্জিলিংয়ের লেবংয়ের বাসিন্দা। ১৪৫ আর্মি এয়ার ডিফেন্সে কর্মরত ছিলেন তিনি। আগামিকাল তাঁর কফিনবন্দি দেহ ফিরবে বাগডোগরায়। তার পর লেবংয়ের বাড়ি রওনা হবে তাঁর মরদেহ। জওয়ানের মৃত্যুতে শোকতপ্ত পাহাড়। শোক প্রকাশ করেছেন জিটিএ’র চিফ এগজিকিউটিভ অনীত থাপাও।

প্রাথমিক ভাবে জানা গিয়েছে, ডোডা টাইন থেকে ৫৫ কিলোমিটার দূরে জঙ্গল অধ্যুষিত এলাকায় জঙ্গিদের লুকিয়ে থাকার খবর পেয়ে সোমবার সন্ধ্যেয় গোটা এলাকা ঘিরে ফেলে তল্লাশি অভিযান শুরু করেছিল সেনা ও পুলিশের যৌথ বাহিনী। পিছু হঠবার পথ না পেয়ে নিরাপত্তাবাহিনীকে লক্ষ্য করে গুলি চালাতে শুরু করে জঙ্গিরা। পালটা আক্রমণ চালায় সেনাবাহিনী।

দীর্ঘক্ষণ ধরে দুপক্ষের গুলির লড়াই চলার পর এলাকা ছেড়ে পালাতে শুরু করে জঙ্গিরা। ফের জঙ্গলের মধ্যে শুরু হয় এলোপাথাড়ি গুলির লড়াই। তাতেই আহত হন এক সেনা অফিসার-সহ ৫ জওয়ান। দ্রুত তাঁদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানে ৪ জনের মৃত্যু হয়। গুরুতর আহত অবস্থায় চিকিৎসাধীন আরও একজন।

সেনাবাহিনী সূত্রে জানা যাচ্ছে, এলাকায় একাধিক জঙ্গি লুকিয়ে রয়েছে। সেনার উপর জঙ্গিদের মারণ হামলার পর বিশাল সংখ্যায় সেনা ওই অঞ্চলে মোতায়েন করা হয়েছে। জঙ্গিদের নিকেশ করতে গোটা এলাকা ঘিরে ফেলে চিরুনি তল্লাশি শুরু করেছে সেনাবাহিনী।

Jammu Kashmir Clash: রক্তাক্ত ভূস্বর্গ! জম্মু-কাশ্মীরের ডোডায় জঙ্গি হামলা! শহিদ ১ অফিসার-সহ ৪ সেনা জওয়ান

শ্রীনগর: ফের জঙ্গি সংঘর্ষ কাশ্মীরে। জঙ্গিদের সঙ্গে গুলির লড়াইয়ে শহিদ হলেন ৪ জওয়ান-সহ এক সেনা অফিসার। জানা গিয়েছে, সোমবার রাতে এই ঘটনা ঘটেছে জম্মু ও কাশ্মীরের ডোডা জেলায়। শহিদ ৪ জওয়ানের মধ্যে রয়েছেন একজন সেনা অফিসার। যদিও তাঁর নাম এখনও প্রকাশ্যে আনা হয়নি। এই হামলায় গুরুতর আহত হয়েছেন আরও এক জওয়ান।

প্রাথমিক ভাবে জানা গিয়েছে, ডোডা টাইন থেকে ৫৫ কিলোমিটার দূরে জঙ্গল অধ্যুষিত এলাকায় জঙ্গিদের লুকিয়ে থাকার খবর পেয়ে সোমবার সন্ধ্যেয় গোটা এলাকা ঘিরে ফেলে তল্লাশি অভিযান শুরু করে সেনা ও পুলিশের যৌথ বাহিনী। পিছু হঠবার পথ না পেয়ে নিরাপত্তাবাহিনীকে লক্ষ্য করে গুলি চালাতে শুরু করে জঙ্গিরা। পালটা আক্রমণ চালায় সেনাবাহিনী।

আরও পড়ুন: ক্যালসিয়ামের সিন্দুক…! ক্যানসার, কোলেস্টেরল ঘেঁষতে দেয় না শক্তিশালী ‘ছোট্ট’ দানা! চওড়া কোমর ম্যাজিকে হবে মেদহীন

দীর্ঘক্ষণ ধরে দুপক্ষের গুলির লড়াই চলার পর এলাকা ছেড়ে পালাতে শুরু করে জঙ্গিরা। ফের জঙ্গলের মধ্যে শুরু হয় এলোপাথাড়ি গুলির লড়াই। তাতেই আহত হন এক সেনা অফিসার-সহ ৫ জওয়ান। দ্রুত তাঁদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানে ৪ জনের মৃত্যু হয়। গুরুতর আহত অবস্থায় চিকিৎসাধীন আরও একজন।

সেনাবাহিনী সূত্রে জানা যাচ্ছে, এলাকায় একাধিক জঙ্গি লুকিয়ে রয়েছে। সেনার উপর জঙ্গিদের মারণ হামলার পর বিশাল সংখ্যায় সেনা ওই অঞ্চলে মোতায়েন করা হয়েছে। জঙ্গিদের নিকেশ করতে গোটা এলাকা ঘিরে ফেলে চিরুনি তল্লাশি শুরু করেছে সেনাবাহিনী।

Ballygunge Military Camp: খেলতে খেলতে হঠাত্‍…নিথর ছোট্ট প্রাণ! বালিগঞ্জে সেনা ক‍্যাম্পে শিশু মৃত‍্যু

কলকাতা:  বালিগঞ্জে মর্মান্তিক ঘটনা। সেনা ক‍্যাম্পে মৃত‍্যু শিশুর। খেলতে খেলতে সিঁড়ির রেলিং গলে পড়ে গিয়ে শিশুটির মৃত‍্যু হয়েছে বলে জানা গিয়েছে। বাচ্চাটির মা এবং বাবা ওই কোয়ার্টারে পরিচারক ও পরিচারিকার কাজ করেন।

খেলতে খেলতেই নিথর ছোট্ট প্রাণ। বালিগঞ্জের ঘটনায় শোকস্তব্ধ গোটা এলাকা। শনিবার রাতে ঘটে এই দুর্ঘটনা। সূত্রের খবর অনুযায়ী, বালিগঞ্জ সেনা ক‍্যাম্পে বাবা মায়ের সঙ্গে থাকত ছেলেটি।

আরও পড়ুন: শেষই হতে চায় না…এত লম্বা! ২৫৬ টি কোচ, ৬ টি ইঞ্জিন, দেশের দীর্ঘতম ট্রেনের নাম জানেন কি? রাজধানী বা শতাব্দী নয় কিন্তু

মৃত শিশুর বাবা-মা পরিচারিকার কাজ করে। কিন্তু হ‍ঠাত্‍ই ছ’তলা থেকে হ‍ঠাত্‍ই সিঁড়ি থেকে পড়ে যায় বাচ্চাটি। গড়াতে গড়াতে নীচে চলে যায় ছোট্ট শিশুটি। তড়িঘড়ি বাচ্চাটিকে পার্শ্ববর্তী হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু মাথায় এবং শরীরে গুরুতর আঘাত পাওয়ার ফলে রক্তক্ষরণও হয়। যদিও শেষপর্যন্ত বাঁচানো যায়নি ছোট্ট প্রাণকে।

J&K: ফের সেনা-জঙ্গি সংঘর্ষ! জম্বু-কাশ্মীরে গুলির লড়াই, মৃত ১ জওয়ান

কুলগাম: সন্ত্রাসবাদীদের সঙ্গে সংঘর্ষে এক জওয়ানের মৃত‍্যু। শনিবার জম্বু কাশ্মীরের কুলগাম জেলায় জঙ্গিদের সঙ্গে মোকাবিলায় আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন ওই জওয়ান। শেষ পর্যন্ত তাঁর মৃত‍্যু হয়েছে বলেই জানা গিয়েছে।

পুলিশ সূত্রে খবর, কুলগাম জেলায় মোদারগাও গ্রামে দুই, তিনজন জঙ্গির লুকিয়ে থাকার খবর পায় গোয়েন্দা বিভাগ। এরপর সিআরপিএফ, সেনাবাহিনী এবং স্থানীয় পুলিশ একসঙ্গে অভিযান চালায়।

আরও পড়ুন: শেষই হতে চায় না…এত লম্বা! ২৫৬ টি কোচ, ৬ টি ইঞ্জিন, দেশের দীর্ঘতম ট্রেনের নাম জানেন কি? রাজধানী বা শতাব্দী নয় কিন্তু

জঙ্গিদের লুকিয়ে থাকার খবর পেয়েই শুরু হয় তল্লাশি অভিযান। এই ঘটনা প্রসঙ্গে কাশ্মীর জোন পুলিশের পক্ষ থেকে এক বিবৃতিতে জানান হয় যে, ‘‘কুলগামে গুলি চলেছে। পুলিশ এবং নিরাপত্তা বাহিনী ঘটনাস্থলে উপস্থিত।’’

আরও পড়ুন: স্বামীকে হাতেনাতে বান্ধবীর সঙ্গে ধরেন! বিয়ের ১ বছরের মধ‍্যেই সব শেষ! ৩৯-এও সিঙ্গেল নায়িকাকে চিনতে পারছেন?

প্রসঙ্গত জম্মু ও কাশ্মীরের বিভিন্ন জেলা জুড়ে সন্ত্রাসবাদীদের হামলার পরিমাণ বেড়েছে। নিরাপত্তা বাহিনী ডোডা জেলার গান্দোহ এলাকায় সফলভাবে তিন সন্ত্রাসীকে নিষ্ক্রিয় করেছে।