কাঠ 

Valuable Wood Recovery: পাচারের আগেই উদ্ধার বহুমূল্যের কাঠ

আলিপুরদুয়ার: বিরাট সাফল্য পেলেন বীরপাড়া থানার পুলিশ ও দলগাঁও রেঞ্জের বনকর্মীরা। পাচারের আগেই উদ্ধার হল মূল্যবান কাঠ। ফলে ভেস্তে গেল পাচারকারীদের প্রচেষ্টা।

বীরপাড়া এলাকায় বেশকিছুদিন ধরেই বেড়েছে বেআইনি কাঠ পাচারের ঘটনা। এদিকে কাঠ পাচার রুখতে যদিও তৎপর বীরপাড়া থানার পুলিশ ও বন দফতর। গত দু’দিন ধরে গভীর রাতে দু’টি অভিযান চালায় পুলিশ ও বন দফতর। তাতে ১ লক্ষ ৮০ হাজার টাকার কাঠ বাজেয়াপ্ত হয়েছে। এক পাচারকারীকেও গ্রেফতার করেন বনকর্মীরা। জানা যায়, অভিযানের সময় লঙ্কাপাড়া রোড থেকে রাজা বসুমাতারি নামের এক পাচারকারীকে গ্রেফতার করা হয়। তার কাছ থেকে মূল্যবান কাঠ উদ্ধার করেছে দলগাঁও রেঞ্জের বনকর্মীরা।

আরও পড়ুন: জল না পেয়ে এ কী কাণ্ড! কল উপড়ে ফেলে দিল হাতির দল…

আলিপুরদুয়ার মহকুমা আদালত ওই ব্যক্তির জেল হাজতের নির্দেশ দিয়েছে। গতকাল গভীর রাতে বীরপাড়ার নাংডালা রোডে পাচারের সময় একটি কাঠবোঝাই ছোট গাড়িকে তাড়া করেন বনকর্মীরা। পরিস্থিতি বেগতিক বুঝে গাড়ি ফেলে পালায় চালক। এরপর বনকর্মীরা গাড়িটি রেঞ্জ অফিসে নিয়ে আসেন। বর্তমানে গাড়ির মালিকের খোঁজ চলছে।

অনন্যা দে