Beauty Tips

Beauty Tips: রাতে শোবার আগে করুন ছোট্ট এই কাজ, ত্বক চকচক করবে, ব্রণ-সান ট্যান- দাগছোপ গায়েব হবে ১ দিনে

সারা দিনের ব্যস্ততায় এখন নাওয়া-খাওয়ার সময় নেই কারোও। দিনভর ক্লান্তির ছাপ স্পষ্ট হয়ে ফুটে উঠছে এই ত্বকের মধ্যে। বাইরের ধুলো-ধোঁয়া, দূষণে ত্বক হয়ে উঠছে রুক্ষ, নির্জীব প্রকৃতির। কিন্তু চিন্তা করবেন না! পুজোর আগেই খুব সহজেই ত্বকে ফিরিয়ে আনুন জেল্লা
সারা দিনের ব্যস্ততায় এখন নাওয়া-খাওয়ার সময় নেই কারোও। দিনভর ক্লান্তির ছাপ স্পষ্ট হয়ে ফুটে উঠছে এই ত্বকের মধ্যে। বাইরের ধুলো-ধোঁয়া, দূষণে ত্বক হয়ে উঠছে রুক্ষ, নির্জীব প্রকৃতির। কিন্তু চিন্তা করবেন না! পুজোর আগেই খুব সহজেই ত্বকে ফিরিয়ে আনুন জেল্লা
রূপচর্চায় অভিজ্ঞ গৃহিণী সোমা মুখোপাধ্যায় জানান, শুতে যাওয়ার আগে মোবাইল কিংবা ট্যাবে চোখ না রেখে ত্বকের রূপচর্চায় একটু নজর দিন। মিনিট পনেরো সময়েই ত্বক হবে সতেজ।
রূপচর্চায় অভিজ্ঞ গৃহিণী সোমা মুখোপাধ্যায় জানান, শুতে যাওয়ার আগে মোবাইল কিংবা ট্যাবে চোখ না রেখে ত্বকের রূপচর্চায় একটু নজর দিন। মিনিট পনেরো সময়েই ত্বক হবে সতেজ।
ত্বকের পরচর্চার শুরুটা করুন ত্বক পরিষ্কার করা দিয়ে। যদি মেকআপ করেন তবে সেটা তোলা আগে জরুরি। এরপর নাকের দু’পাশ, চোখের তলা ভাল করে ফেসওয়াশ দিয়ে পরিষ্কার করে নিন।
ত্বকের পরচর্চার শুরুটা করুন ত্বক পরিষ্কার করা দিয়ে। যদি মেকআপ করেন তবে সেটা তোলা আগে জরুরি। এরপর নাকের দু’পাশ, চোখের তলা ভাল করে ফেসওয়াশ দিয়ে পরিষ্কার করে নিন।
ঘুমোনোর আগে ফেস প্যাক লাগিয়ে নিতে পারেন। যেহেতু ত্বক সারা রাত বিশ্রাম পায়। তাই ফেসপ্যাক লাগালে সেটার ফলও ভাল পাওয়া যায়। সপ্তাহে দু’দিন এই ফেস প্যাক লাগাতে পারেন।
ঘুমোনোর আগে ফেস প্যাক লাগিয়ে নিতে পারেন। যেহেতু ত্বক সারা রাত বিশ্রাম পায়। তাই ফেসপ্যাক লাগালে সেটার ফলও ভাল পাওয়া যায়। সপ্তাহে দু’দিন এই ফেস প্যাক লাগাতে পারেন।
ত্বকে নিয়মিত টোনার ব্যবহার করলে দেখবেন ব্রণ, ফুসকুড়ি, র‍্যাশের সমস্যা দূর হবে। খেয়াল রাখতে হবে টোনার যেন অ্যালকোহল-বেসড না হয়। তা হলে ত্বকের ক্ষতি বাড়তে পারে।
ত্বকে নিয়মিত টোনার ব্যবহার করলে দেখবেন ব্রণ, ফুসকুড়ি, র‌্যাশের সমস্যা দূর হবে। খেয়াল রাখতে হবে টোনার যেন অ্যালকোহল-বেসড না হয়। তা হলে ত্বকের ক্ষতি বাড়তে পারে।
রাতে ঘুমনোর আগে ময়েশ্চারাইজার লাগাতে ভুলবেন না। মুখের পাশাপাশি গলায় এবং ঘাড়েও ময়েশ্চারাইজার লাগান। হাত, পায়ের পাতা, হাঁটু, কনুইতেও ময়েশ্চারাইজার লাগান।
রাতে ঘুমনোর আগে ময়েশ্চারাইজার লাগাতে ভুলবেন না। মুখের পাশাপাশি গলায় এবং ঘাড়েও ময়েশ্চারাইজার লাগান। হাত, পায়ের পাতা, হাঁটু, কনুইতেও ময়েশ্চারাইজার লাগান।