ভ্যাঙ্কুভার আন্তর্জাতিক বিমানবন্দরের চারিদিকে ছড়িয়ে আছে ঈল মাছ৷(Photo Credit: X)

Eels On Vancouver International Airport: বিমানবন্দরে অসংখ্য সাপের মতো ওগুলো কী! ভয়ঙ্কর ঘটনা! ভাইরাল ভিডিও

ভ্যাঙ্কুভার: ভ্যাঙ্কুভার আন্তর্জাতিক বিমানবন্দরের এক অদ্ভুত ভিডিও ভাইরাল হয়৷ সেই ভিডিওতে দেখা যাচ্ছে এয়ারপোর্ট জুড়ে ছড়িয়ে রয়েছে অসংখ্য ঈল মাছ। সূত্র অনুসারে জানা যাচ্ছে, ঈলগুলি এয়ার কানাডার কার্গো বিমানে করে আসছিল৷ টরোন্টো থেকে এই মাছ ভ্যাঙ্কুভার বিমানবন্দরে এসেছিল৷

আরও পড়ুন:মাত্র ৬০০ মিলিলিটার ডিজেল পুড়িয়ে চাষ করবে ৩ বিঘা জমি, ছোট্ট এই মেশিনই অনায়াসে নিয়ে নেবে ট্র্যাক্টরের জায়গা; জানুন এর দাম

বিমানবন্দরে সিসিটিভি ফুটেজে দেখা যাচ্ছে কনভেয়র বেল্টের উপরে একটা ক্ষতিগ্রস্ত বক্স পড়ে আছে৷ সেই বক্স থেকে প্রথমে আধ মিটার লম্বা ঈল পিছলে মাটিতে পড়ে যায়। ভিডিওটিতে দেখা যাচ্ছে টারম্যাকে প্রায় এক ডজন ঈল বাইরে বেরিয়ে এসেছে৷ ভিডিওতে আরও দেখা যাচ্ছে একজন সেই দৃশ্য দেখে চিৎকার করছে৷

আরও পড়ুন:জোয়ারের ধাক্কায় ভেসে গেল আস্ত একটা আইসক্রিমের ভ্যান! সমুদ্র সৈকতে অদ্ভুত কাণ্ড!

ডেইলি হাইভ কানাডা নামক এক ব্যক্তির রিপোর্ট অনুসারে, ভ্যাঙ্কুভার আন্তজার্তিক বিমানবন্দরে (YVR) ৭ জুলাই এই ঘটনাটি ঘটেছে৷ তিনি আরও জানান, ঘটনাটি ঘটার পর ঈলগুলিকে সংগ্রহ করে নিরাপদে ওগুলোকে প্যাক করা হয়েছিল৷

এয়ার কানাডার তরফ থেকে জানানো হয়েছে, ‘‘বিমান থেকে মাল নামানোর সময়, দুর্ভাগ্যবশত কনটেনার খুলে গিয়ে কয়েকটা ঈল পালিয়ে যায়৷’’ ভ্যাঙ্কুভার আন্তজার্তিক বিমানবন্দরের (YVR) যোগাযোগ বিশেষজ্ঞ তানিয়া ক্রওয়েল বলেছেন “যখন গ্রাউন্ড হ্যান্ডলাররা YVR এ একটি বিমান আনলোড করেছিল৷ সেখানেই ঘটনা ঘটেছিল৷ সৌভাগ্যক্রমে ঈলগুলিকে সংগ্রহ করে নিরাপদে পুনরায় প্যাকেজ করা হয়েছিল৷”

অনলাইনে শেয়ার করার পর থেকেই, ভিডিওটা ভাইরাল হতে শুরু করে৷ একজন নেটিজেন কমেন্ট সেকশেনে লেখেন, “আশা করি খুব ভাল করে মাছ গুলোকে রাখা হয়েছে৷ শুফি প্লেটের জন্য কত ভাল ঈল নষ্ট হয়ে গেল৷” এছাড়াও কমেন্ট সেকশেনে নানা রকম মজার ভিডিও ক্রমশ ভাইরাল হতে শুরু করে৷ তবে অনেকে এই দৃশ্যের সমালোচনাও করেছেন৷ তাঁরা ঈল গুলোকে আবার জলে ছেড়ে দেওয়ার দাবী জানান৷