Tag Archives: international airports

Eels On Vancouver International Airport: বিমানবন্দরে অসংখ্য সাপের মতো ওগুলো কী! ভয়ঙ্কর ঘটনা! ভাইরাল ভিডিও

ভ্যাঙ্কুভার: ভ্যাঙ্কুভার আন্তর্জাতিক বিমানবন্দরের এক অদ্ভুত ভিডিও ভাইরাল হয়৷ সেই ভিডিওতে দেখা যাচ্ছে এয়ারপোর্ট জুড়ে ছড়িয়ে রয়েছে অসংখ্য ঈল মাছ। সূত্র অনুসারে জানা যাচ্ছে, ঈলগুলি এয়ার কানাডার কার্গো বিমানে করে আসছিল৷ টরোন্টো থেকে এই মাছ ভ্যাঙ্কুভার বিমানবন্দরে এসেছিল৷

আরও পড়ুন:মাত্র ৬০০ মিলিলিটার ডিজেল পুড়িয়ে চাষ করবে ৩ বিঘা জমি, ছোট্ট এই মেশিনই অনায়াসে নিয়ে নেবে ট্র্যাক্টরের জায়গা; জানুন এর দাম

বিমানবন্দরে সিসিটিভি ফুটেজে দেখা যাচ্ছে কনভেয়র বেল্টের উপরে একটা ক্ষতিগ্রস্ত বক্স পড়ে আছে৷ সেই বক্স থেকে প্রথমে আধ মিটার লম্বা ঈল পিছলে মাটিতে পড়ে যায়। ভিডিওটিতে দেখা যাচ্ছে টারম্যাকে প্রায় এক ডজন ঈল বাইরে বেরিয়ে এসেছে৷ ভিডিওতে আরও দেখা যাচ্ছে একজন সেই দৃশ্য দেখে চিৎকার করছে৷

আরও পড়ুন:জোয়ারের ধাক্কায় ভেসে গেল আস্ত একটা আইসক্রিমের ভ্যান! সমুদ্র সৈকতে অদ্ভুত কাণ্ড!

ডেইলি হাইভ কানাডা নামক এক ব্যক্তির রিপোর্ট অনুসারে, ভ্যাঙ্কুভার আন্তজার্তিক বিমানবন্দরে (YVR) ৭ জুলাই এই ঘটনাটি ঘটেছে৷ তিনি আরও জানান, ঘটনাটি ঘটার পর ঈলগুলিকে সংগ্রহ করে নিরাপদে ওগুলোকে প্যাক করা হয়েছিল৷

এয়ার কানাডার তরফ থেকে জানানো হয়েছে, ‘‘বিমান থেকে মাল নামানোর সময়, দুর্ভাগ্যবশত কনটেনার খুলে গিয়ে কয়েকটা ঈল পালিয়ে যায়৷’’ ভ্যাঙ্কুভার আন্তজার্তিক বিমানবন্দরের (YVR) যোগাযোগ বিশেষজ্ঞ তানিয়া ক্রওয়েল বলেছেন “যখন গ্রাউন্ড হ্যান্ডলাররা YVR এ একটি বিমান আনলোড করেছিল৷ সেখানেই ঘটনা ঘটেছিল৷ সৌভাগ্যক্রমে ঈলগুলিকে সংগ্রহ করে নিরাপদে পুনরায় প্যাকেজ করা হয়েছিল৷”

অনলাইনে শেয়ার করার পর থেকেই, ভিডিওটা ভাইরাল হতে শুরু করে৷ একজন নেটিজেন কমেন্ট সেকশেনে লেখেন, “আশা করি খুব ভাল করে মাছ গুলোকে রাখা হয়েছে৷ শুফি প্লেটের জন্য কত ভাল ঈল নষ্ট হয়ে গেল৷” এছাড়াও কমেন্ট সেকশেনে নানা রকম মজার ভিডিও ক্রমশ ভাইরাল হতে শুরু করে৷ তবে অনেকে এই দৃশ্যের সমালোচনাও করেছেন৷ তাঁরা ঈল গুলোকে আবার জলে ছেড়ে দেওয়ার দাবী জানান৷

Delhi Airport Roof Collapse: ‘টিকিটের দাম ফেরত দেওয়া হবে’, দিল্লি বিমানবন্দরে ছাদ ভেঙে পড়ার ঘটনায় কড়া পদক্ষেপ কেন্দ্রের

নয়াদিল্লি: ছাদ ভেঙে পড়ার পরই দিল্লি ইন্টারন্যাশনাল বিমানবন্দরের ১ নম্বর টার্মিনাল সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হল। সমস্ত বিমান টার্মিনাল ২ এবং টার্মিনাল ৩-এ সরিয়ে দেওয়া হয়েছে। এমনটাই জানিয়েছে বিমানবন্দর কর্তৃপক্ষ। প্রসঙ্গত, প্রবল বৃষ্টিতে আচমকাই বিমানবন্দরের ১ নম্বর টার্মিনালের ছাদ ভেঙে পড়ে। ঘটনায় ১ জনের মৃত্যু হয়েছে, গুরুতর জখম ৬ জন।

দিল্লি বিমানবন্দরে তিনটি টার্মিনাল রয়েছে। টার্মিনাল ১, টার্মিনাল ২ এবং টার্মিনাল ৩। ঘরোয়া বিমান ওঠানামার জন্য ১ নম্বর টার্মিনাল ব্যবহৃত হয়। তিনটি টার্মিনাল মিলিয়ে দিল্লি বিমানবন্দর থেকে প্রতিদিন ১৪০০ বিমান ওঠানামা করে। আপাতত টার্মিনাল ১-এর সমস্ত বিমান টার্মিনাল ২ এবং টার্মিনাল ৩-এ স্থানান্তরিত করা হয়েছে।

আরও পড়ুন: বাড়ি ঢুকতেই ভয়াবহ বিস্ফোরণ! দুমড়েমুচড়ে গেল সব, বিকট শব্দে আতঙ্কিত প্রতিবেশীরা

সর্বশেষ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, “দিল্লি বিমানবন্দরের সমস্ত কার্যক্রম স্বাভাবিক রয়েছে। বিমান শুধুমাত্র টার্মিনাল ২ এবং টার্মিনাল ৩ থেকে ওঠানামা করবে। টার্মিনাল ১-এর সমস্ত বিমান টার্মিনাল ২ এবং টার্মিনাল ৩-এ স্থানান্তরিত করা হয়েছে”। উল্লেখ্য এক নম্বর টার্মিনাল সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হলেও ঘরোয়া বিমান টার্মিনাল ২ এবং টার্মিনাল ৩ থেকে ওঠানামা করছে।

প্রসঙ্গত, শুক্রবার থেকে প্রবল বৃষ্টি শুরু হয় দিল্লিতে। ভোর পাঁচটা নাগাদ আচমকাই এক নম্বর টার্মিনালের বাইরের অংশের ছাদ ভেঙে পড়ে। শুধু তাই নয়, ভেঙে পড়ে সাপোর্ট বিমও। পার্ক করা বেশ কিছু গাড়ি ক্ষতিগ্রস্ত হয়। ঘটনায় ৬ জন গুরুতর জখম এবং ১ জনের মৃত্যুও হয়েছে। মৃতের পরিচয় এখনও জানা যায়নি। কর্তব্যরত সিআরপিএফ জওয়ানরা বিমানবন্দরে মোতায়েন স্থানীয় পুলিশ এবং দমকল বিভাগকে ঘটনার খবর দেয় বলে জানিয়েছেন বিমানবন্দর কর্তৃপক্ষ।

ঘটনার পর কেন্দ্রীয় বেসামরিক বিমান পরিবহণ মন্ত্রী রাম মোহন নাইডু কিঞ্জরাপু বলেন, তদন্ত শুরু হয়েছে। ভবিষ্যতে এই ধরণের ঘটনা এড়াতে কড়া পদক্ষেপ নেওয়া হচ্ছে। দুর্ঘটনার কারণে যে সব যাত্রীর বিমান বাতিল হয়েছে তাঁদের টিকিটের দাম ফেরত দেওয়া হবে কিংবা বিকল্প বিমানের ব্যবস্থা করা হবে বলে জানিয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী। ৭ দিনের মধ্যে টিকিটের দাম ফেরত দেওয়ার জন্য একটি বিজ্ঞপ্তিও সরকারের তরফে জারি করা হচ্ছে। পাশাপাশি বিমানভাড়া না বাড়ানোর জন্য এয়ারলাইনস সংস্থাগুলিকে নির্দেশ দিয়েছে সরকার।