Tag Archives: Canada

Argentina vs Canada: জয় দিয়ে কোপা শুরু আর্জেন্টিনার, কানাডাকে ২-০ গোলে হারাল বিশ্বজয়ীরা

বিশ্বকাপ জয়ের পর ফের একবার কোনও বড় প্রতিযোগিতায় লিওনেল মেসি, ডি মারিয়াদের দেখার জন্য মুখিয়ে ছিল গোটা ফুটবল বিশ্ব। কোপা আমেরিকা ২০২৪-এর শুরুটাও জয় দিয়েই করল ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা। কানাডার বিরুদ্ধে ২-০ গোলে জয় পেল নীল-সাদা ব্রিগেড। আক্ষেপ শুধু একটাই ভারতে কোনও চ্যানেলই সম্প্রচার করল না মেসিদের খেলা।

ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলে লিওনেল স্কালোনির ছেলেরা। ম্যাচ জিতলেও অজস্র সুযোগ নষ্ট করে আর্জেন্টিনা। যা প্রথম ম্যাচে নীল-সাদা ব্রিগেডের জয়ে একটু হলেও চিন্তার কারণ হয়ে দাঁড়াল। মেসি নিজে একাধিক সহজ সুযোগ নষ্ট করেন। প্রতিযোগিতার পরবর্তী ও কঠিন পর্যায়ের নামার আগে সুযোগ নষ্টের বিষয়টি নিয়ে কাজ করতে হবে স্কালোনিকে।

ম্যাচের প্রথমার্ধের খেলা গোলশূন্যভাবে শেষ হয়। ম্যাচের রাশ আর্জেন্টিনার হাতে থাকলেও গোলের মুখ খোলেনি। দ্বিতীয়ার্ধে ৪৯ মিনিটে গোলের মুখ খোলে ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা। ম্যাক অ্যালিস্টারের পাস বক্সের মধ্যে পান আলভারেস। তাঁর ডান পায়ের কানাডার গোলকিপারকে পরাস্ত করে জালে জড়িয়ে যায়। প্রথম গোলের পর আক্রমণের মাত্রা কমায়নি আর্জেন্টিনা।

আরও পড়ুনঃ India vs Afghanistan: আফগানদের উড়িয়ে সুপার এইটে দুরন্ত শুরু টিম ইন্ডিয়ার, ৪৭ রানের বড় জয়

উল্টোদিকে, রক্ষণাত্মক ফুটবল খেললেও মাঝেমাঝেই চকিতে আক্রমণ করে কানাডাও। তবে আর্জেন্টিনার জমাটি রক্ষণ ও মার্টিনেজকে ভেদ করতে পারেনি কানাডার আক্রমণ। ম্যাচে ৮৮ মিনিটে মেসির অনবদ্য পাস থেকে গোল করে আর্জেন্টিনার জয় নিশ্চিত করেন লাউতারো মার্টিনেজ। ২-০ গোলে শেষ পর্যন্ত ম্যাচ জেতে আর্জেন্টিমা। মেসিদের পরবর্তী ম্যাচে ২৬ জুন চিলির বিরুদ্ধে।

Team India: সুপার এইটের আগে ভারতীয় দলে বড় বদল? শেষ ম্যাচে ৩ পরিবর্তন দলে! জেনে নিন বিস্তারিত

টি-২০ বিশ্বকাপে দুরন্ত শুরু করেছে টিম ইন্ডিয়া। পরপর ৩টি ম্যাচ জিতে সুপার এইটের টিকিট পাকা করে ফেলেছে ভারতীয় দল। শনিবার গ্রুপ পর্বেক শেষে ম্য়াচে ভারত খেলতে নামবে কানাডার বিরুদ্ধে।
টি-২০ বিশ্বকাপে দুরন্ত শুরু করেছে টিম ইন্ডিয়া। পরপর ৩টি ম্যাচ জিতে সুপার এইটের টিকিট পাকা করে ফেলেছে ভারতীয় দল। শনিবার গ্রুপ পর্বেক শেষে ম্য়াচে ভারত খেলতে নামবে কানাডার বিরুদ্ধে।
গ্রুপ লিগের শেষ ম্যাচে কানাডা সহজ প্রতিপক্ষ হলেও জয়ের ধারা বজায় রাখতে মরিয়া ভারতীয় দল। নিউ ইয়র্কে পিচে খেলার দুঃস্বপ্নও শেষ হয়েছে ভারতীয় দলের। গ্রুপ পর্বের শেষ ম্যাচ ফ্লোরিডায় খেলবে টিম ইন্ডিয়া।
গ্রুপ লিগের শেষ ম্যাচে কানাডা সহজ প্রতিপক্ষ হলেও জয়ের ধারা বজায় রাখতে মরিয়া ভারতীয় দল। নিউ ইয়র্কে পিচে খেলার দুঃস্বপ্নও শেষ হয়েছে ভারতীয় দলের। গ্রুপ পর্বের শেষ ম্যাচ ফ্লোরিডায় খেলবে টিম ইন্ডিয়া।
সুপার এইটে নামার আগে কানাডার বিরুদ্ধে ভারতী দল কেমন একাদশ নামাবে তা নিয়ে জল্পনা রয়েছে। পরের রাউন্ডে চলে যাওয়ায় কানাডা ম্যাচে দলে একাধিক পরিবর্তন করতে পারে টিম ম্যানেজমেন্ট। রিজার্ভ বেঞ্চের খেলোয়ারদের প্রথম এগারোতে সুযোগ দেওয়া হতে পারে।
সুপার এইটে নামার আগে কানাডার বিরুদ্ধে ভারতী দল কেমন একাদশ নামাবে তা নিয়ে জল্পনা রয়েছে। পরের রাউন্ডে চলে যাওয়ায় কানাডা ম্যাচে দলে একাধিক পরিবর্তন করতে পারে টিম ম্যানেজমেন্ট। রিজার্ভ বেঞ্চের খেলোয়ারদের প্রথম এগারোতে সুযোগ দেওয়া হতে পারে।
কানাডা ম্যাচে ভারতীয় দলে মোট ৩টি পরিবর্তন হওয়ার সম্ভাবনা রয়েছে। এই ম্যাচে শিবম দুবেকে বিশ্রাম দিয়ে সুযোগ দেওয়া হতে পারে সঞ্জু স্যামসনকে। রবীন্দ্র জাদেজার জায়গায় দলে খেলতে পারেন কুলদীপ যাদব। সিরাজের জায়গায় খেলতে পারেন যুজবেন্দ্র চাহল।
কানাডা ম্যাচে ভারতীয় দলে মোট ৩টি পরিবর্তন হওয়ার সম্ভাবনা রয়েছে। এই ম্যাচে শিবম দুবেকে বিশ্রাম দিয়ে সুযোগ দেওয়া হতে পারে সঞ্জু স্যামসনকে। রবীন্দ্র জাদেজার জায়গায় দলে খেলতে পারেন কুলদীপ যাদব। সিরাজের জায়গায় খেলতে পারেন যুজবেন্দ্র চাহল।
এক ঝলকে দেখে নেওয়া যাক আমেরিকার বিরুদ্ধে ভারতের সম্ভাব্য একাদশ: রোহিত শর্মা (অধিনায়ক), বিরাট কোহলি, ঋষভ পন্থ (উইকেটকিপার), সূর্যকুমার যাদব, সঞ্জু স্যামসন / শিবম দুবে, হার্দিক পান্ডিয়া, অক্ষর প্যাটেল, জসপ্রীত বুমরাহ, অর্শদীপ সিং, মহম্মদ সিরাজ / যুজবেন্দ্র চাহল
এক ঝলকে দেখে নেওয়া যাক আমেরিকার বিরুদ্ধে ভারতের সম্ভাব্য একাদশ: রোহিত শর্মা (অধিনায়ক), বিরাট কোহলি, ঋষভ পন্থ (উইকেটকিপার), সূর্যকুমার যাদব, সঞ্জু স্যামসন / শিবম দুবে, হার্দিক পান্ডিয়া, অক্ষর প্যাটেল, জসপ্রীত বুমরাহ, অর্শদীপ সিং, মহম্মদ সিরাজ / যুজবেন্দ্র চাহল

T20 World Cup 2024: এবার লক্ষ্য ভারতকে হারানো! পাকিস্তানকে হারাতেই হুঙ্কার আমেরিকার

২০২৪ টি-২০ বিশ্বকাপের প্রথম অঘটন ঘটিয়েছে অন্যতম আয়োজক আমেরিকা। পাকিস্তানকে হারিয়ে সকলকে অবাক করেছে ক্রিকেট বিশ্বে নবাগত এই দেশ। প্রতিযোগিতার প্রথম ম্যাচে কানাডার বিরুদ্ধেও জয় পেয়েছিল মোনাঙ্ক প্যাটেলের দল। এবার তাদের লক্ষ্য ভারতকে হারানো, সেই হুঙ্কার এখন থেকেই দিয়ে রাখল আমেরিকা।

টি-২০ বিশ্বকাপে আগে থেকেই ক্রিকেট বিশ্বকে চমক দিচ্ছে আমেরিকা। টি-২০ সিরিজে বাংলাদেশকে হারিয়ে বিশ্বকাপে খেলতে নামে আমেরিকা। এবার কানাডা ও পাকিস্তানকে হারানোর পর ইউএসএ-র পরবর্তী প্রতিপক্ষ ভারত। মার্কিন মুলুকের অধিনায়ক মোনাঙ্ক প্যাটেল বলেন,”আমরা একটা করে ম্যাচ ধরে এগোতে চাই। এখন ভারত ম্যাচ ছাড়া অন্য কিছু নিয়ে ভাবছি না। ওই ম্যাচ জেতাই আমাদের লক্ষ্য।”

টি২০ বিশ্বকাপ ২০২৪ ক্রীড়া সূচিT20 World Cup Full Schedule

টি২০ বিশ্বকাপ ২০২৪ পয়েন্ট টেবল T20 World Cup 2024 Points Table

আরও পড়ুনঃ ভারতের বিরুদ্ধে নামার আগেই বড় লজ্জা পাকিস্তানের! ‘দুধের শিশু’ আমেরিকার কাছে হার বাবরদের

প্রসঙ্গত, ম্যাচে প্রথমে ব্যাট করে ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৫৯ রান করে পাকিস্তান। জবাবে ২০ ওভারে ৩ উইকেট হারিয়ে পাকিস্তানের সমান রান করে ইউএসএ। টাই হওয়ায় খেলা গড়ায় সুপার ওভারে। সেখানে প্রথমে ব্য়াট এক ওভারে ১৮ রান করে আমেরিকাষ। জোনস করেন ১১। জবাব ১৩ রানের বেশি করতে পারেনি পাকিস্তান। সুপার ওভারে বোলিং করে আমেরিকাকে জয় এনে দেন সৌরভ নেত্রাভলকর।

T20 World Cup 2024: টি-২০ বিশ্বকাপের বোধনেই টানটান হাইস্কোরিং ম্যাচ, কানাডাকে হারাল আয়োজক আমেরিকা

সব প্রতীক্ষার অবসান ঘটিয়ে অবশেষে ঢাকে কাঠি পড়ল আইসিসি টি-২০ বিশ্বকাপ ২০২৪-এর। আর বোধনেই হাইস্কোরিং ম্যাচ দেখল ক্রিকেট বিশ্ব। আইপিএলের পর টি-২০ বিশ্বকাপেও যে হাইস্কোরিং ম্যাচ হবে তা টের পাওয়া গেল শুরুর দিনই। টানটান ম্যাচে প্রতিযোগিতার অন্যতম আয়োজক দেশ আমেরিকা হারাল কানাডাকে। ৭ উইকেটে জয় পেলে ইউএসএ।

টি২০ বিশ্বকাপ ২০২৪ ক্রীড়া সূচিT20 World Cup Full Schedule

টি২০ বিশ্বকাপ ২০২৪ পয়েন্ট টেবল T20 World Cup 2024 Points Table

ম্যাচে টস জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নেয় আমেরিকা। প্রথমবার টি-২০ বিশ্বকাপ খেলতে নেমে ব্যাটিংয়ে নজরকাড়া পারফরম্যান্স ককে কানাড। নবনীত ঢালিওয়াল ৪৪ বলে ৬১ রানের অনবদ্য ইনিংস খেলেন। এছাড়া ৩১ বলে ৫১ রানের মারকাটারি ইনিংস খেলেন নিকোলাস কিরটোন। ৩২ রান করেন শ্রেয়স মোভা। শেষ পর্যন্ত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৯৪ রান করে কানাডা।

আরও পড়ুনঃ Real Madrid: ৯ মিনিটেই স্বপ্ন শেষ ডর্টমুন্ডের, চ্যাম্পিয়ন্স লিগ জিতে ইতিহাস গড়ল রিয়াল মাদ্রিদ

রান তাড়া করতে নেমে শুরুটা ভাল হয়নি আমেরিকার। ৪২ রানে দুই উইকেট হারিয়ে চাপে পড়ে যায় অন্যতম আয়োজকরা। সেখান থেকে ১৩১ রানের রেকর্ড পার্টনারশিপ করে আমেরিকাকে ম্যাচে ফেরান অ্যারন জোন্স ও আন্দ্রেজ গউস। অ্যারন জোন্স ৪০ বলে ৯৪ রানের বিধ্বংসী ইনিংস খেলেন। ১০টি ছয় ও ৪টি চারে সাজানো তাঁর ইনিংস। এছাড়া ৪৬ বলে ৬৫ রানের ইনিংস খেলেন আন্দ্রেজ গউস। এই দুই ইনিংসের সৌজন্যে ১৭. ৪ ওভারেই ৩ উইকেট হারিয়ে জয়ের লক্ষ্যে পৌছে যায় আমেরিকা।

GK: পৃথিবীর সবচেয়ে শিক্ষিত দেশ কোনটি জানেন? নামটি শুনে বিশ্বাসই হবে না গ্যারান্টি, কিন্তু এটাই সত্যি

অনেকেই মনে করেন পৃথিবী সবচেয়ে শিক্ষিত দেশের তালিকায় শীর্ষে আছে আমেরিকা কিংবা ইংল্যান্ড। হ্যাঁ, এই দেশগুলির মানুষ শিক্ষিত তো বটেই! কিন্তু এই দুই দেশকে পেছনে ফেলে দিয়েছে আরও কতগুলি দেশ।
অনেকেই মনে করেন পৃথিবী সবচেয়ে শিক্ষিত দেশের তালিকায় শীর্ষে আছে আমেরিকা কিংবা ইংল্যান্ড। হ্যাঁ, এই দেশগুলির মানুষ শিক্ষিত তো বটেই! কিন্তু এই দুই দেশকে পেছনে ফেলে দিয়েছে আরও কতগুলি দেশ।
অর্গানাইজেশন ফর ইকোনমিক কো-অপারেশন অ্যান্ড ডেভলপমেন্টের প্রকাশিত শিক্ষা রিপোর্টে বলা হয়েছে, কানাডা বিশ্বের সবচেয়ে শিক্ষিত দেশ। কানাডায় ৫৯.৯৬ ভাগ মানুষ শিক্ষিত। বেশি শিক্ষিতের তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে জাপান। যেখানে ৫২.৬৮ ভাগ মানুষ শিক্ষিত।
অর্গানাইজেশন ফর ইকোনমিক কো-অপারেশন অ্যান্ড ডেভলপমেন্টের প্রকাশিত শিক্ষা রিপোর্টে বলা হয়েছে, কানাডা বিশ্বের সবচেয়ে শিক্ষিত দেশ। কানাডায় ৫৯.৯৬ ভাগ মানুষ শিক্ষিত। বেশি শিক্ষিতের তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে জাপান। যেখানে ৫২.৬৮ ভাগ মানুষ শিক্ষিত।
শিক্ষা রিপোর্টে লুক্সেমবার্গ রয়েছে তৃতীয় স্থানে। সেক্ষেত্রে আমেরিকা এবং ব্রিটেনের জায়গা হয়েছে একেবারে ৬ এবং ৮ স্থানে। এমনকী শিক্ষিত হওয়ার দৌড়ে আমেরিকাকে হারিয়ে দিয়েছে সাউথ কোরিয়াও।
শিক্ষা রিপোর্টে লুক্সেমবার্গ রয়েছে তৃতীয় স্থানে। সেক্ষেত্রে আমেরিকা এবং ব্রিটেনের জায়গা হয়েছে একেবারে ৬ এবং ৮ স্থানে। এমনকী শিক্ষিত হওয়ার দৌড়ে আমেরিকাকে হারিয়ে দিয়েছে সাউথ কোরিয়াও।
কারণ শিক্ষিত দেশের তালিকায় সাউথ কোরিয়া ৪ নম্বর স্থান পেয়েছে এবং ইজরায়েল রয়েছে ৫ নম্বর স্থানে। আবার ব্রিটেনেরও আগে ৮ নম্বর স্থানে জায়গা পেয়েছে আয়ারল্যান্ড।
কারণ শিক্ষিত দেশের তালিকায় সাউথ কোরিয়া ৪ নম্বর স্থান পেয়েছে এবং ইজরায়েল রয়েছে ৫ নম্বর স্থানে। আবার ব্রিটেনেরও আগে ৮ নম্বর স্থানে জায়গা পেয়েছে আয়ারল্যান্ড।
শুনতে খারাপ লাগলেও পৃথিবীর শিক্ষিত দশটি দেশের মধ্যে জায়গা করে নিতে পারেনি ভারত। তবে ভারতের শিক্ষিতের হার ঠিক কেমন? ওইসিডি- র রিপোর্ট অনুসারে, ভারতীয় জনসংখ্যার মাত্র ২০.৪ শতাংশ মানুষ কলেজ-বিশ্ববিদ্যালয় কিংবা ভোকেশনাল কোর্সে ভর্তি হয়ে কোর্স শেষ করতে পারেন।

শুনতে খারাপ লাগলেও পৃথিবীর শিক্ষিত দশটি দেশের মধ্যে জায়গা করে নিতে পারেনি ভারত। তবে ভারতের শিক্ষিতের হার ঠিক কেমন? ওইসিডি- র রিপোর্ট অনুসারে, ভারতীয় জনসংখ্যার মাত্র ২০.৪ শতাংশ মানুষ কলেজ-বিশ্ববিদ্যালয় কিংবা ভোকেশনাল কোর্সে ভর্তি হয়ে কোর্স শেষ করতে পারেন।
বেশ কয়েক বছর আগে ন্যাশনাল স্ট্যাটিস্টিক্যালের শিক্ষার উপরে তৈরি রিপোর্টে দেখা গিয়েছে যে ভারতের প্রায় ৭ টি রাজ্যের শিক্ষার হার বেশ শোচনীয়।
বেশ কয়েক বছর আগে ন্যাশনাল স্ট্যাটিস্টিক্যালের শিক্ষার উপরে তৈরি রিপোর্টে দেখা গিয়েছে যে ভারতের প্রায় ৭ টি রাজ্যের শিক্ষার হার বেশ শোচনীয়।
সেক্ষেত্রে শিক্ষিত রাজ্যের তালিকায় প্রথম স্থানে রয়েছে কেরালা। শুধু ভারতে নয়, আপনি জানলে অবাক হবেন যে সমগ্র পৃথিবীর জনসংখ্যার ৩৯ শতাংশ মানুষ বিশ্ববিদ্যালয় এবং কলেজে পড়াশোনা করেছে।
সেক্ষেত্রে শিক্ষিত রাজ্যের তালিকায় প্রথম স্থানে রয়েছে কেরালা। শুধু ভারতে নয়, আপনি জানলে অবাক হবেন যে সমগ্র পৃথিবীর জনসংখ্যার ৩৯ শতাংশ মানুষ বিশ্ববিদ্যালয় এবং কলেজে পড়াশোনা করেছে।

Canada: বিদেশের মাটিতে ‘সন্দেহজনক’ আগুনে পুড়ে ছাই ভারতীয় বংশোদ্ভূত পরিবার; ধন্দে তদন্তকারীরাও

কানাডা: রহস্যজনক ভাবে আগুনে পুড়ে মৃত্যু হল এক ভারতীয় বংশোদ্ভূত দম্পতি এবং তাঁদের কন্যার। শুক্রবার পুলিশ জানিয়েছে কানাডার অন্টারিও প্রদেশে বসবাসকারী ওই পরিবারটির বাসভবনে গত সপ্তাহে আগুন লেগে যায়। আর তাতেই মৃত্যু হয় মা-বাবা এবং মেয়ের।

পুলিশের তরফে প্রকাশ করা একটি প্রেস বিবৃতিতে জানানো হয়েছে যে, গত ৭ মার্চ ব্র্যাম্পটনের বিগ স্কাই ওয়ে এবং ভ্যান কার্ক ড্রাইভ এলাকার একটি বাড়িতে আগুন লেগে যায়। অনেক চেষ্টার পর সেই আগুন আয়ত্তে আনা যায়। তবে তদন্তকারীরা পুড়ে যাওয়া ওই বাড়িটির ধ্বংসস্তূপের মধ্যে মানুষের দেহাংশের সন্ধান পান। কিন্তু কত জন মানুষের মৃত্যু হয়েছে, সেটা ওই মুহূর্তে বোঝা যায়নি।

সংবাদমাধ্যম সূত্রে খবর, শুক্রবার ওই দেহাংশ শনাক্ত করা সম্ভব হয়েছে। আর তাতে জানা গিয়েছে যে, অগ্নিকাণ্ডে প্রাণ হারিয়েছেন ৫১ বছর বয়সী রাজীব ওয়ারিকু, তাঁর স্ত্রী ৪৭ বছর বয়সী শিল্পা কোঠা এবং দম্পতির ১৬ বছরের কন্যা মেহেক ওয়ারিকু।

তদন্তকারীদের বক্তব্য, “এই মুহূর্তে আমাদের হোমিসাইড ব্যুরো বিষয়টা খতিয়ে দেখছে। আর বিষয়টা যথেষ্ট সন্দেহজনক। কারণ অন্টারিও ফায়ার মার্শালের দাবি, ওই অগ্নিকাণ্ড কোনও নিছক দুর্ঘটনা নয়।” এর কারণ প্রসঙ্গে অবশ্য তদন্তকারী জানান, বিষয়টা খুবই কঠিন। কারণ তেমন কোনও সূত্রই পাওয়া যাচ্ছে না। তাই সমস্ত রকম সম্ভাব্য দিক খতিয়ে দেখা হচ্ছে।

আগুনে রহস্যজনক ভাবে মৃত ওই পরিবারটির পাশেই থাকেন কেনেথ ইউসফ। তাঁর কথায়, “ওই পরিবারটি প্রায় ১৫ বছর ধরে রাস্তায় থাকত। তাঁদের মধ্যে কোনও রকম সমস্যা তো লক্ষ্য করিনি।” পড়শির আরও দাবি, গত সপ্তাহে তাঁর পরিবারেরই এক সদস্য আগুনের বিষয়ে তাঁকে জানিয়েছিলেন। আসলে তিনি একটা বিকট শব্দ শুনেছিলেন। ইয়ুসফ বলেন, “যখন আমরা বেরিয়ে এসেছিলাম, তখন গোটা বাড়িটিই আগুনের গ্রাসে চলে গিয়েছিল। খুবই দুঃখজনক। কয়েক ঘণ্টার মধ্যে সমস্ত কিছু যেন মাটিতে মিশে গিয়েছিল।”

একটি প্রেস বিবৃতিতে পুলিশ জানিয়েছে যে, ওই পরিবারের তিন সদস্যের মৃত্যুর তদন্ত চলছে। এমনকী কারও কাছে এই সংক্রান্ত কোনও তথ্য বা সূত্র থাকলে তাঁকে এগিয়ে এসে সাহায্য করার জন্যও আর্জি জানানো হয়েছে। মূলত বাড়ির আশপাশের অংশই এখন তদন্তকারীদের কড়া নজরে।

Canada Heat Wave: তাপমাত্রা প্রায় ৫০ ডিগ্রি ছুঁইছুঁই! কানাডায় রেকর্ড গরমে মৃত্যু ৪৮৬ জনের

টরন্টো: প্রকৃতির কী আশ্চর্য খেলা ! পৃথিবীর যে দুটি দেশে সবচেয়ে বেশি ঠাণ্ডা পড়ে, তার মধ্যে কানাডা অন্যতম ৷ সেই দেশের মানুষই এখন প্রচণ্ড গরমে কাতরাচ্ছেন ৷ তাপপ্রবাহে কানাডার ব্রিটিশ কলম্বিয়া প্রদেশে মৃতের সংখ্যা বেড়ে হল ৪৮৬ ৷ গত কয়েকদিনে প্রচণ্ড তাপপ্রবাহে মৃতের সংখ্যা বেড়েই চলেছে কানাডায় ৷ সরকারি সূত্রে এই হিসেব হলেও আসলে মৃতের সংখ্যা আরও বেশি বলেই মনে করছেন আবহাওয়াবিদরা ৷ ব্রিটিশ কলম্বিয়া প্রদেশে তাপমাত্রা প্রায় ৫০ ডিগ্রি সেলসিয়াস ছুঁয়েছে ৷ অধিক তাপমাত্রার কারণেই ব্রিটিশ কলম্বিয়ার বেশ কয়েকটি অঞ্চলে দাবানলও ছড়িয়ে পড়েছে বলে প্রশাসন সূত্রের খবর।

গত ২৪ ঘণ্টায় সর্বাধিক মৃত্যু হয়েছে কানাডায় ৷  ভ্যাঙ্কুভারের পাশাপাশি লিটন, ব্রিটিশ কলাম্বিয়া-সহ একাধিক জায়গার তাপমাত্রা উঠেছে ৪৯.৫ ডিগ্রি সেলসিয়াস। আগামী কয়েকদিনও তাপমাত্রায় কোনও হেরফের হবে না বলেই জানিয়েছেন আবহাওয়াবিদরা৷ এই প্রচণ্ড গরমে মৃত্যুর সংখ্যা আরও বাড়বে বলেই আশঙ্কা করা হচ্ছে ৷