Alipurduar News: হঠাৎ বাড়ির বাইরে তাণ্ডব! মুহূর্তে পুরো বাড়ি তছনছ, আতঙ্কে গোটা পরিবার

আলিপুরদুয়ার: কাঁঠালের লোভে লোকালয়ে প্রবেশ। কাঁঠাল সাবাড়ের পর ঘর ভেঙে জঙ্গলে ফিরল একটি বুনো হাতি। ঘটনার পর থেকে আতঙ্ক মাদারিহাট এলাকায়। দু’টি ঘর ভেঙ্গে তছনছ করে দিয়েছে ওই বুনো হাতি। ঘটনাটি ঘটেছে আলিপুরদুয়ারের মাদারিহাট-বীরপাড়া ব্লকের দক্ষিণ খয়েরবাড়ি গ্রামের।

জানা গিয়েছে, শুক্রবার ভোরে কাঁঠালের গন্ধ পেয়ে একটি বুনো হাতি অনিল কুজুরের ঘর লাগোয়া কাঁঠাল গাছটি নাড়াতে থাকে। সেই সময় অনিল কুজুর তার স্ত্রী ও সন্তানকে নিয়ে বাড়ির বাইরে বেরিয়ে যান। হাতির ধাক্কায় দুটি পাকা কাঁঠাল মাটিতে না পরে ঘরের চালে পরে যায়। ক্ষিপ্ত ওই হাতিটি কাঁঠাল দুটি নেবার জন্য দুটি ঘর ভেঙে তছনছ করে।

আরও পড়ুনঃ Jalpaiguri News: উত্তরের চার জেলায় বৃষ্টি বিপর্যয় অব্যাহত! কবে শান্ত হবে প্রকৃতি? কী জানাল হাওয়া অফিস

অনিল কুজুর জানান,”প্রথমে ভেবেছিলাম ভূমিকম্প হচ্ছে। পরে হাতির আওয়াজ শুনি। কাঁঠাল না পারতে পেরে চিৎকার করতে থাকে। ওই শুনে আমরা বেরিয়ে পরি।” পরে অবশ্য কাঁঠাল দুটি হাতি সাবাড় করে জঙ্গলে ঢুকে পরে। কিন্তু তছনছ হয়ে যায় অনিল কুজুরের ঘর। তবে ক্ষতিগ্রস্থ ব্যক্তি আবেদন করলে সরকারি নিয়ম মেনে ক্ষতিপূরণ পাবেন বলে বন দফতর সূত্রে জানা যায়।

Annanya Dey