ঘরে সাপ ঢুকেছে? খবরদার...! 'এই' ভুল নয়, বিষাক্ত ছোবল থেকে বাঁচতে করুন এই কাজ, ভয়ে শতহস্ত দূরে পালাবে বিষধর!

Snake Rescue Tips: ঘরে সাপ ঢুকেছে? খবরদার…! ‘এই’ ভুল নয়, বিষাক্ত ছোবল থেকে বাঁচতে করুন এই কাজ, ভয়ে শতহস্ত দূরে পালাবে বিষধর!

প্রতিবছর জেলার পাশপাশি গোটা সুন্দরবনে সাপের কামড়ে মৃত্যু হয় বহু মানুষের। কারণ এই বর্ষার শুরুতেই সাপের প্রকোপ বাড়ে গোটা সুন্দরবন এলাকা জুড়ে।
প্রতিবছর জেলার পাশপাশি গোটা সুন্দরবনে সাপের কামড়ে মৃত্যু হয় বহু মানুষের। কারণ এই বর্ষার শুরুতেই সাপের প্রকোপ বাড়ে গোটা সুন্দরবন এলাকা জুড়ে।
 এই বর্ষাতে মাঠ ঘাট জলে পরিপূর্ণ হয়ে থাকে আর বিভিন্ন ধরনের বিষাক্ত সাপ গৃহস্থের বাড়িতে ঢুকে পড়ে। তবে সাপ না মেরে তা থেকে কীভাবে রক্ষা পাবেন বিষাক্ত সাপের ছোবল থেকে। বা সেই মুহূর্তে কী করবেন তা সবার আগে  জেনে নিন।
এই বর্ষাতে মাঠ ঘাট জলে পরিপূর্ণ হয়ে থাকে আর বিভিন্ন ধরনের বিষাক্ত সাপ গৃহস্থের বাড়িতে ঢুকে পড়ে। তবে সাপ না মেরে তা থেকে কীভাবে রক্ষা পাবেন বিষাক্ত সাপের ছোবল থেকে। বা সেই মুহূর্তে কী করবেন তা সবার আগে জেনে নিন।
বেশিরভাগ মানুষই হঠাৎ সাপ দেখতে পেয়ে আতঙ্কে ভয় পেয়ে যান। অযথা ভয় পাবেন না মনকে শক্ত রাখুন এবং মনের সাহাস জোগান। কিছু নিয়ম অবলম্বন করলেই সম্ভাব্য বিপদ থেকে রক্ষা পেতে পারেন আপনি৷
বেশিরভাগ মানুষই হঠাৎ সাপ দেখতে পেয়ে আতঙ্কে ভয় পেয়ে যান। অযথা ভয় পাবেন না মনকে শক্ত রাখুন এবং মনের সাহাস জোগান। কিছু নিয়ম অবলম্বন করলেই সম্ভাব্য বিপদ থেকে রক্ষা পেতে পারেন আপনি৷
এমন পরিস্থিতি কীভাবে সামলাবেন? অনেকেরই এই সময় দ্রুত দৌঁড়ে পালানোর প্রবৃত্তি হয়৷ কিন্তু, খবরদার এই কাজ কখনওই করবেন না৷ এটা একেবারেই করা উচিত নয়। এতে উল্টে নিজেকে আরও ঝুঁকির মধ্যে ফেলে দেবেন আপনি।
এমন পরিস্থিতি কীভাবে সামলাবেন? অনেকেরই এই সময় দ্রুত দৌঁড়ে পালানোর প্রবৃত্তি হয়৷ কিন্তু, খবরদার এই কাজ কখনওই করবেন না৷ এটা একেবারেই করা উচিত নয়। এতে উল্টে নিজেকে আরও ঝুঁকির মধ্যে ফেলে দেবেন আপনি।
সাপ যেদিকে আছে, সেদিকে হঠাৎ কোনও নড়াচড়া করবেন না। সাপকে ভয় দেখিয়ে বা কোনও কিছু দিয়ে খোঁচা দিয়ে, আক্রমণ করে তাকে সরানোর চেষ্টা করবেন না। তাতে হিতে বিপরীত হতে পারে৷ পরিবর্তে, যদি দেখেন সাপটি কোথাও কোনও দিকে যাচ্ছে, তাহলে তাকে নির্বিঘ্নে যেতে দিন।
সাপ যেদিকে আছে, সেদিকে হঠাৎ কোনও নড়াচড়া করবেন না। সাপকে ভয় দেখিয়ে বা কোনও কিছু দিয়ে খোঁচা দিয়ে, আক্রমণ করে তাকে সরানোর চেষ্টা করবেন না। তাতে হিতে বিপরীত হতে পারে৷ পরিবর্তে, যদি দেখেন সাপটি কোথাও কোনও দিকে যাচ্ছে, তাহলে তাকে নির্বিঘ্নে যেতে দিন।
আপনার বাড়িতে যদি হঠাৎ করে সাপ ঢুকে পড়ে, তাহলে দেখা মাত্রই বাড়ির শান্তি বজায় রাখার চেষ্টা করুন৷ কেউ যেন চেঁচামেচি বা দৌড়াদৌড়ি না করে৷ আপনার পরিবারে পোষ্য থাকলে তাকে কোনও ঘরে বন্ধ করে দিন। নিজে থেকে সাপ ধরার চেষ্টা করবেন না। শুধু আস্তে আস্তে সাপ যে দিকে আছে, তার বিপরীত দিকে পিছিয়ে আসতে থাকুন।
আপনার বাড়িতে যদি হঠাৎ করে সাপ ঢুকে পড়ে, তাহলে দেখা মাত্রই বাড়ির শান্তি বজায় রাখার চেষ্টা করুন৷ কেউ যেন চেঁচামেচি বা দৌড়াদৌড়ি না করে৷ আপনার পরিবারে পোষ্য থাকলে তাকে কোনও ঘরে বন্ধ করে দিন। নিজে থেকে সাপ ধরার চেষ্টা করবেন না। শুধু আস্তে আস্তে সাপ যে দিকে আছে, তার বিপরীত দিকে পিছিয়ে আসতে থাকুন।
 ঘর থেকে বেরিয়ে আসতে পারলে দরজা ধীরে বন্ধ করে দিন ও জানলা খোলা রাখুন৷ মুখে জোরে আওয়াজ করে সাপকে নিরাপদ দূরত্ব থেকে ভয় দেখাতে পারেন৷ বাজনার আওয়াজে ভয় পেয়ে বা বিরক্ত হয়ে সে চলে যেতে পারে৷
ঘর থেকে বেরিয়ে আসতে পারলে দরজা ধীরে বন্ধ করে দিন ও জানলা খোলা রাখুন৷ মুখে জোরে আওয়াজ করে সাপকে নিরাপদ দূরত্ব থেকে ভয় দেখাতে পারেন৷ বাজনার আওয়াজে ভয় পেয়ে বা বিরক্ত হয়ে সে চলে যেতে পারে৷
কখনও তাকে লাঠি বা অন্য কিছু দিয়ে মারার চেষ্টা করবেন না৷ তবে সবচেয়ে ভাল হয়, সাপ যেখানে রয়েছে সেখান থেকে বেরিয়ে এসে দরজা বন্ধ করে দেওয়ার পরে সরকারি অ্যানিমাল রেসকিউ টিম-এ ফোন করুন৷
কখনও তাকে লাঠি বা অন্য কিছু দিয়ে মারার চেষ্টা করবেন না৷ তবে সবচেয়ে ভাল হয়, সাপ যেখানে রয়েছে সেখান থেকে বেরিয়ে এসে দরজা বন্ধ করে দেওয়ার পরে সরকারি অ্যানিমাল রেসকিউ টিম-এ ফোন করুন৷
দক্ষিণ ২৪ পরগনা বারুইপুর এলাকার জয়নগর কুলতলীর জন্য ফোন নম্বর দেওয়া থাকল বিশিষ্ট পশু প্রেমী- (৭০৭৪২৮৩০০৪) এছাড়া ইন্টারনেটে একাধিক বিশেষজ্ঞ প্রতিষ্ঠান বা স্বেচ্ছাসেবী সংস্থা বা ব্যক্তির ফোন নম্বর নিশ্চই পেয়ে যাবেন৷
দক্ষিণ ২৪ পরগনা বারুইপুর এলাকার জয়নগর কুলতলীর জন্য ফোন নম্বর দেওয়া থাকল বিশিষ্ট পশু প্রেমী- (৭০৭৪২৮৩০০৪) এছাড়া ইন্টারনেটে একাধিক বিশেষজ্ঞ প্রতিষ্ঠান বা স্বেচ্ছাসেবী সংস্থা বা ব্যক্তির ফোন নম্বর নিশ্চই পেয়ে যাবেন৷