Tag Archives: snake rescue

Rare snake rescue: হুগলিতে মূল্যবান বিরল প্রজাতির সাপ উদ্ধার, রঙিন-বিশাল বড় অজগর দেখতে ভিড়

হুগলি: বিরল প্রজাতির সাপ উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য হুগলির বৈদ্যবাটির খড়পাড়া এলাকায়। শুক্রবার সকালে এক স্থানীয় সর্প বিশারদ অরিন্দম চক্রবর্তী উদ্ধার করেন হোয়াইটলিপ পাইথনটিকে। সাপটি যেমন একাধারে বিরল একই সঙ্গে আন্তর্জাতিক বাজারে বহুমূল্য। ভদ্রেশ্বরের খড়পাড়া এলাকার একটি মালগাড়ির লাইনের ধার থেকে উদ্ধার করে বন দফতরের হাতে তুলে দিয়েছেন অরিন্দম চক্রবর্তী।

আরও পড়ুন: জুনিয়র চিকিৎসকদের কর্মবিরতির জেরে ২৯ মৃত্যু, দাবি রাজ্যের! ক্ষতিপূরণ ঘোষণা মমতার

হোয়াইট লিপ পাইথন এই সাপ টি মূলত পাহাড়ি অঞ্চলের এক বিরল প্রজাতির ময়াল সাপ। বিগত কুড়ি তিরিশ বছরে এই সাপটি অত্যন্ত জনপ্রিয় হয় পোষ্য সাপ হিসাবে। অনেক সর্পপ্রেমী মানুষ বাড়িতে এই সাপ পোষেন। আন্তর্জাতিক বাজারে এই সাপের মূল্য আনুমানিক আড়াই লক্ষ টাকা। সর্বদা চকচকে ও মুখের সামনে সাদৃশ্যময় দাগ হওয়ার জন্য এই সাপকে দেখতে বেশ সুন্দর। তাতেই বেড়েছে জাতীয় এবং আন্তর্জাতিক বাজারে এই সাপের চাহিদা। তবে এত বহুমূল্যবান সাপ কোথা থেকে এল ওই জায়গায়?

আরও পড়ুন: ভারত ডিম পাঠালেও ইলিশ পাচারে কড়া বাংলাদেশ, এপারে পাচারের সময়ে উদ্ধার ২৫ লাখ টাকার ইলিশ

এই বিষয়ে সর্প বিশারদ অরিন্দম চক্রবর্তী জানান, ওই এলাকায় ট্রেনলাইন রয়েছে। সেখানে কোন পাথর বোঝাই কন্টেইনারের সঙ্গে হয়তো চলে এসেছে এই সাপটি। তিনি নিজে ৩৫ বছর সাপ উদ্ধারের সঙ্গে যুক্ত। এই প্রথমবার এই ধরনের বিরল প্রজাতির ময়াল সাপ তিনি উদ্ধার করলেন। উদ্ধার করার পর বহু মূল্যই সাপটিকে তুলে দেওয়া হয় বন দফতরের হাতে, যাতে সুরক্ষিতভাবে সাপটিকে যথাযথ জায়গায় ছেড়ে আসা যায়।

Snake Rescue Tips: ঘরে সাপ ঢুকেছে? খবরদার…! ‘এই’ ভুল নয়, বিষাক্ত ছোবল থেকে বাঁচতে করুন এই কাজ, ভয়ে শতহস্ত দূরে পালাবে বিষধর!

প্রতিবছর জেলার পাশপাশি গোটা সুন্দরবনে সাপের কামড়ে মৃত্যু হয় বহু মানুষের। কারণ এই বর্ষার শুরুতেই সাপের প্রকোপ বাড়ে গোটা সুন্দরবন এলাকা জুড়ে।
প্রতিবছর জেলার পাশপাশি গোটা সুন্দরবনে সাপের কামড়ে মৃত্যু হয় বহু মানুষের। কারণ এই বর্ষার শুরুতেই সাপের প্রকোপ বাড়ে গোটা সুন্দরবন এলাকা জুড়ে।
 এই বর্ষাতে মাঠ ঘাট জলে পরিপূর্ণ হয়ে থাকে আর বিভিন্ন ধরনের বিষাক্ত সাপ গৃহস্থের বাড়িতে ঢুকে পড়ে। তবে সাপ না মেরে তা থেকে কীভাবে রক্ষা পাবেন বিষাক্ত সাপের ছোবল থেকে। বা সেই মুহূর্তে কী করবেন তা সবার আগে  জেনে নিন।
এই বর্ষাতে মাঠ ঘাট জলে পরিপূর্ণ হয়ে থাকে আর বিভিন্ন ধরনের বিষাক্ত সাপ গৃহস্থের বাড়িতে ঢুকে পড়ে। তবে সাপ না মেরে তা থেকে কীভাবে রক্ষা পাবেন বিষাক্ত সাপের ছোবল থেকে। বা সেই মুহূর্তে কী করবেন তা সবার আগে জেনে নিন।
বেশিরভাগ মানুষই হঠাৎ সাপ দেখতে পেয়ে আতঙ্কে ভয় পেয়ে যান। অযথা ভয় পাবেন না মনকে শক্ত রাখুন এবং মনের সাহাস জোগান। কিছু নিয়ম অবলম্বন করলেই সম্ভাব্য বিপদ থেকে রক্ষা পেতে পারেন আপনি৷
বেশিরভাগ মানুষই হঠাৎ সাপ দেখতে পেয়ে আতঙ্কে ভয় পেয়ে যান। অযথা ভয় পাবেন না মনকে শক্ত রাখুন এবং মনের সাহাস জোগান। কিছু নিয়ম অবলম্বন করলেই সম্ভাব্য বিপদ থেকে রক্ষা পেতে পারেন আপনি৷
এমন পরিস্থিতি কীভাবে সামলাবেন? অনেকেরই এই সময় দ্রুত দৌঁড়ে পালানোর প্রবৃত্তি হয়৷ কিন্তু, খবরদার এই কাজ কখনওই করবেন না৷ এটা একেবারেই করা উচিত নয়। এতে উল্টে নিজেকে আরও ঝুঁকির মধ্যে ফেলে দেবেন আপনি।
এমন পরিস্থিতি কীভাবে সামলাবেন? অনেকেরই এই সময় দ্রুত দৌঁড়ে পালানোর প্রবৃত্তি হয়৷ কিন্তু, খবরদার এই কাজ কখনওই করবেন না৷ এটা একেবারেই করা উচিত নয়। এতে উল্টে নিজেকে আরও ঝুঁকির মধ্যে ফেলে দেবেন আপনি।
সাপ যেদিকে আছে, সেদিকে হঠাৎ কোনও নড়াচড়া করবেন না। সাপকে ভয় দেখিয়ে বা কোনও কিছু দিয়ে খোঁচা দিয়ে, আক্রমণ করে তাকে সরানোর চেষ্টা করবেন না। তাতে হিতে বিপরীত হতে পারে৷ পরিবর্তে, যদি দেখেন সাপটি কোথাও কোনও দিকে যাচ্ছে, তাহলে তাকে নির্বিঘ্নে যেতে দিন।
সাপ যেদিকে আছে, সেদিকে হঠাৎ কোনও নড়াচড়া করবেন না। সাপকে ভয় দেখিয়ে বা কোনও কিছু দিয়ে খোঁচা দিয়ে, আক্রমণ করে তাকে সরানোর চেষ্টা করবেন না। তাতে হিতে বিপরীত হতে পারে৷ পরিবর্তে, যদি দেখেন সাপটি কোথাও কোনও দিকে যাচ্ছে, তাহলে তাকে নির্বিঘ্নে যেতে দিন।
আপনার বাড়িতে যদি হঠাৎ করে সাপ ঢুকে পড়ে, তাহলে দেখা মাত্রই বাড়ির শান্তি বজায় রাখার চেষ্টা করুন৷ কেউ যেন চেঁচামেচি বা দৌড়াদৌড়ি না করে৷ আপনার পরিবারে পোষ্য থাকলে তাকে কোনও ঘরে বন্ধ করে দিন। নিজে থেকে সাপ ধরার চেষ্টা করবেন না। শুধু আস্তে আস্তে সাপ যে দিকে আছে, তার বিপরীত দিকে পিছিয়ে আসতে থাকুন।
আপনার বাড়িতে যদি হঠাৎ করে সাপ ঢুকে পড়ে, তাহলে দেখা মাত্রই বাড়ির শান্তি বজায় রাখার চেষ্টা করুন৷ কেউ যেন চেঁচামেচি বা দৌড়াদৌড়ি না করে৷ আপনার পরিবারে পোষ্য থাকলে তাকে কোনও ঘরে বন্ধ করে দিন। নিজে থেকে সাপ ধরার চেষ্টা করবেন না। শুধু আস্তে আস্তে সাপ যে দিকে আছে, তার বিপরীত দিকে পিছিয়ে আসতে থাকুন।
 ঘর থেকে বেরিয়ে আসতে পারলে দরজা ধীরে বন্ধ করে দিন ও জানলা খোলা রাখুন৷ মুখে জোরে আওয়াজ করে সাপকে নিরাপদ দূরত্ব থেকে ভয় দেখাতে পারেন৷ বাজনার আওয়াজে ভয় পেয়ে বা বিরক্ত হয়ে সে চলে যেতে পারে৷
ঘর থেকে বেরিয়ে আসতে পারলে দরজা ধীরে বন্ধ করে দিন ও জানলা খোলা রাখুন৷ মুখে জোরে আওয়াজ করে সাপকে নিরাপদ দূরত্ব থেকে ভয় দেখাতে পারেন৷ বাজনার আওয়াজে ভয় পেয়ে বা বিরক্ত হয়ে সে চলে যেতে পারে৷
কখনও তাকে লাঠি বা অন্য কিছু দিয়ে মারার চেষ্টা করবেন না৷ তবে সবচেয়ে ভাল হয়, সাপ যেখানে রয়েছে সেখান থেকে বেরিয়ে এসে দরজা বন্ধ করে দেওয়ার পরে সরকারি অ্যানিমাল রেসকিউ টিম-এ ফোন করুন৷
কখনও তাকে লাঠি বা অন্য কিছু দিয়ে মারার চেষ্টা করবেন না৷ তবে সবচেয়ে ভাল হয়, সাপ যেখানে রয়েছে সেখান থেকে বেরিয়ে এসে দরজা বন্ধ করে দেওয়ার পরে সরকারি অ্যানিমাল রেসকিউ টিম-এ ফোন করুন৷
দক্ষিণ ২৪ পরগনা বারুইপুর এলাকার জয়নগর কুলতলীর জন্য ফোন নম্বর দেওয়া থাকল বিশিষ্ট পশু প্রেমী- (৭০৭৪২৮৩০০৪) এছাড়া ইন্টারনেটে একাধিক বিশেষজ্ঞ প্রতিষ্ঠান বা স্বেচ্ছাসেবী সংস্থা বা ব্যক্তির ফোন নম্বর নিশ্চই পেয়ে যাবেন৷
দক্ষিণ ২৪ পরগনা বারুইপুর এলাকার জয়নগর কুলতলীর জন্য ফোন নম্বর দেওয়া থাকল বিশিষ্ট পশু প্রেমী- (৭০৭৪২৮৩০০৪) এছাড়া ইন্টারনেটে একাধিক বিশেষজ্ঞ প্রতিষ্ঠান বা স্বেচ্ছাসেবী সংস্থা বা ব্যক্তির ফোন নম্বর নিশ্চই পেয়ে যাবেন৷

Bangla News: বাঁশ বাগানে কুচকুচে কালো ওটা কী? কাছে ‌যেতেই ভয়ঙ্কর দৃশ্য! মালবাজারে চাঞ্চল্য

জলপাইগুড়ি: বাঁশ বাগানের ভিতরে কালো কুচকুচে ওটা কী শুয়ে রয়েছে? সামনে যেতেই ভয়ে চক্ষু চড়কগাছ গ্রামবাসীদের। আতঙ্কে চাঞ্চল্য ছড়ায় গোটা এলাকা জুড়ে। বাড়ির বাইরে যেতেই ভয় পাচ্ছেন গ্রামবাসীরা।

জলপাইগুড়ির মালবাজার মহকুমার মেটেলি ব্লকের উত্তর ধুপঝোড়া থেকে উদ্ধার হয় ১৪ ফিটের একটি কিং কোবরা। জানা গিয়েছে, এদিন ধূপঝোড়া এলাকায় একটি বাঁশ ঝাড়ের পাশে এই বিরাট কিং কোবরাটি দেখতে পায় এলাকার মানুষ। তড়িঘড়ি চালসার সর্পপ্রেমী দিবস রাইকে খবর দেয় স্থানীয়রা।

আরও পড়ুন: বিজেপির একজনও নেই, ১১ মহিলা সাংসদ নিয়ে সংসদে মমতার ‘টিম’! নতুন মুখ ৫

লোকজনের চিৎকার চেঁচামেচিতে কিং কোবড়াটি বাঁশ ঝাড়ের ভিতরে আশ্রয় নেয়। এরপর অনেক চেষ্টার পর বন দফতরের সহযোগিতায় কিং কোবরাটি উদ্ধার করে খাঁচা বন্দি করেন দিবস রাই।

আরও পড়ুন: বৃহস্পতিতে রাজ্য জয়েন্টের ফলাফল প্রকাশ! কখন রেজাল্ট আউট? ‘ফাইনাল আনসার কি’ মিলিয়ে আজই দেখুন নম্বর

সামনেই যেহেতু গরুমারা জঙ্গল, তাই মনে করা হচ্ছে গরুমারা জঙ্গল থেকেই লোকালয়ে এসেছিল এত বড় সাপটি। কিন্তু একের পর এক কিং কোবরা সাপটি উদ্ধারের ঘটনায় আতঙ্কিত হয়ে রয়েছে এলাকার মানুষজন।

সুরজিৎ দে

Viral Video: স্কুটির ভিতর লুকিয়ে থাকা বিষধর সাপ ধরতে গিয়ে যা কাণ্ড! তুমুল ভাইরাল ভিডিও

#নয়াদিল্লি: ভারতীয় বন দফতরের অফিসার সুশান্ত নন্দা সম্প্রতি একটি পুরনো ভিডিও তাঁর ট্যুইটারে শেয়ার করেছেন। আর সেই ভিডিও মুহূর্তে নজর কেড়েছে নেটিজেনের। আর কাড়বে না-ই বা কেন? রাস্তায় পার্ক করা একটি স্কুটির ভিতর লুকিয়ে রয়েছে বিষধর সাপ। ভিডিওটি আসলে ২০২০ সালের। সেই সাপকে এক ব্যক্তি জলের একটি খালি কন্টানারের সাহায্যে যেভাবে পাকড়াও করলেন, তা দেখে চক্ষু চড়কগাছ নেটপাড়ার বাসিন্দাদের। মুহূর্তে ভাইরাল হয়েছে এই পুরনো ভিডিওটি (Viral Video)।

ভিডিওটিতে প্রথমে দেখা গিয়েছে, স্কুটির সামনের অংশে ভিতরে ঢুকে পেঁচিয়ে বসে রয়েছে সাপটি। চারদিকে একাধিক লোকজন ভিড় জমিয়ে দেখছেন সেই কাণ্ড। কেউ কেউ আবার মোবাইল বের করে ভিডিও করছেন ঘটনার। এক ব্যক্তি খালি জলের একটি কন্টেনার নিয়ে সেটিকে ধরার চেষ্টা করছেন। জলের কন্টেনারের মুখটি সাপের সামনে ধরতেই সেটি প্রথমে ঢুকে যায়। কিন্তু মুহূর্তের মধ্যে সেটি বেরিয়ে এসে ফণা তুলে বসে।

এর পর ফের ওই ব্যক্তি কন্টেনারের মুখটি সাপটির সামনে ধরেন। সাপটি ধীরে ধীরে ঢুকে পড়ে সেটির ভিতর। এর পর কন্টেনারের মুখ আটকে দেন তিনি। ভারতীয় বনাধিকারিক সুশান্ত নন্দা এই ভিডিও শেয়ার করে লিখেছেন, ‘বর্ষাকালে এমন অতিথি সমাগম খুবই স্বাভাবিক, তবে অস্বাভাবিক হল সাপটিকে এভাবে ধরার পদ্ধতি। কোনওদিন এটি প্রয়োগ করবেন না।’

২০২০ সালের এই ভিডিওটি ৭ সেপ্টেম্বর শেয়ার করেছেন আইএফএস অফিসার। এবং সেটি নতুন করে ফের নজর কেড়েছে নেটিজেনের। প্রায় ২০ হাজার বার দেখা হয়ে গিয়েছে ভিডিওটি। এবং সময়ের সঙ্গে সঙ্গে তা বেড়েই চলেছে। গতকালই সোশ্যাল মিডিয়ায় আরেকটি সাপের ভিডিও ভাইরাল হয়েছিল। কোয়েম্বাটুরের এক ভিডিওতে দেখা গিয়েছে, সাপকে বাড়িতে না ঢোকার জন্য শান্ত গলায় অনুরোধ করছেন এক মহিলা। গেটের সামনে বিষধর গোখরোর বাচ্চা সাপটিকে দেখতে পেয়ে মিষ্টি সুরে ঘরে না ঢোকার অনুরোধ করছেন তিনি। তা শুনে সাপটি গেট থেকে বেরিয়ে চলে যায়।

আরও পড়ুন: ‘প্লিজ সাপ তুমি চলে যাও’, মহিলার অনুরোধ শুনে বিষধর গোখরো যা করল!