বেআইনি অটো স্ট্যান্ড তুলে দেয়ার নির্দেশ পুলিশে র

Illegal Auto Stands Remove: বারুইপুরে কঠোর পুলিশ, থাকবে না অবৈধ অটো স্ট্যান্ড ও পার্কিং

দক্ষিণ ২৪ পরগনা: রাস্তা দখল করে থাকা অবৈধ অটো স্ট্যান্ড অবিলম্বে সরাতে হবে ইউনিয়নকে। এই নির্দেশ দিল বারুইপুর থানা ও ট্রাফিক পুলিশ। পাশাপাশি পুলিশ জানিয়েছে, যত্রতত্র বাইক রাখলেই জরিমানা হবে। বারুইপুর থানায় অটো ইউনিয়নের নেতাদের এবং চালকদের নিয়ে আলোচনায় বসেছিল পুলিশ।

অটোচালকদের নিয়ে আয়োজিত মিটিংয়ে উপস্থিত ছিলেন বারুইপুর থানা ও ট্রাফিক পুলিসের আধিকারিকরা। বারুইপুরের পুরপ্রধান ও উপ-পুরপ্রধান‌ও ছিলেন। অটো চালকদের জানানো হয়, বারুইপুর রেলগেট সংলগ্ন কালীতলা মোড়ের আশপাশে চরণ, ধপধপি, ক্যানিং, কুমোরহাটগামী অটো স্ট্যান্ড সদ্য গজিয়ে উঠেছে। তা অবিলম্বে সরাতে হবে। কোনও রুটের অটো ওই জায়গায় দাঁড় করানো যাবে না। পেট্রোল পাম্প সংলগ্ন এলাকায় যাত্রী নামিয়ে চলে যেতে হবে। পাশাপাশি কালীতলা থেকে বারুইপুর স্টেশন, নজরুল সরণির মোড়ের আগে পর্যন্ত ও রেলগেট থেকে স্টেশন এলাকা পর্যন্ত যত্রতত্র বাইক, টোটো রাখলেই জরিমানা হবে। এর পাশাপাশি ক্যানিং শহরেও কড়া পদক্ষেপ নিতে চলেছে পুলিশ। জুলাইয়ের পর রাস্তা, ফুটপাথ ইত্যাদি জায়গায় কোনও হকার বসতে পারবে না। ক্যানিং বাজারের ভিতর নির্দিষ্ট সময়ের বাইরে কোনও দোকানে সামগ্রী নামাতে গাড়ি ঢুকতে পারবে না বলেও সিদ্ধান্ত হয়।

আর‌ও পড়ুন: বর্ষার শুরুতেই গত বছরকে ছাপিয়ে গেল ডেঙ্গি আক্রান্তের সংখ্যা! পূর্ব মেদিনীপুর নিয়ে চিন্তা

ক্যানিং বাস স্ট্যান্ড, বাজার, স্টেশন চত্বর ইত্যাদি এলাকায় মাইকিং করে অবৈধ অটো স্ট্যান্ড ও পার্কিং তুলে দেওয়ার কথা প্রচার করেন স্থানীয় বিধায়ক। তিনি বলেন, জুলাই পর্যন্ত হকারদের সময় দেওয়া হয়েছে। তারপর কেউ কোথাও রাস্তায় বসতে পারবেন না। না হলে সবকিছু বাজেয়াপ্ত করে তুলে নিয়ে যাওয়া হবে। পাশাপাশি সমস্ত বাস, টোটো, অটো সহ অন্যান্য যানবাহন ক্যানিং বাস স্ট্যান্ড থেকেই ছাড়বে। এখন যত্রতত্র স্ট্যান্ড গজিয়ে উঠেছে। সেটা তুলে দেওয়া হবে। এর ফলে রাস্তাঘাটে যানজট যেমন কমবে তেমনই মানুষের চলাফেরায় সমস্যা আর হবে না।

সুমন সাহা