সবুজ বোমা

Seed Bomb: মানুষের কল্যাণে তৈরি হচ্ছে বোমা! ব্যাপারটা কী?

দক্ষিণ দিনাজপুর: এ যেন এক ভিন্নরকম প্রচেষ্টা। আমজনতা ছুঁড়ছে একের পর এক বোমা! তবে এই বোমা মানুষের ক্ষতি করে না। বরং মানুষকে বাঁচানোর তাগিদে একের পর এক এমন বোমা তৈরি করে চলেছেন একদল প্রকৃতিপ্রেমী মানুষ। এভাবেই প্রকৃতির বুকে ছড়িয়ে দেওয়া হচ্ছে সবুজ বোমা।

এই সবুজ বোমা তৈরি হয়েছে মাটি এবং বিভিন্ন ফলের বীজ দিয়ে। মাটির মধ্যে এই ফলের বীজগুলোকে ঢুকিয়ে গোল আকৃতির একটি তাল বা বল বানানো হচ্ছে। তারপর সেই বল বা বোমাকে ছুঁড়ে দেওয়া হচ্ছে প্রকৃতির বুকে, যার নামকরণ করা হয়েছে সবুজ বোম। এদিন বালুরঘাট শহরের বিভিন্ন প্রান্তের পাশাপাশি জঙ্গলেও এই সবুজ বোমা ছড়িয়ে দেওয়া হয়।

আর‌ও পড়ুন: আড়িয়াদহের পর পানিহাটি, মানুষের ক্ষোভে তছনছ হয়ে গেল তৃণমূল নেতার অফিস

এবিষয়ে উদ্যোক্তা অতনু ঘোষ জানান, অনেকেই এভাবে সবুজ বৃদ্ধিতে এগিয়ে আসছেন। তাঁদের তৈরি বোমা ফেটে কারোর ক্ষতি হবে না। বরং এই বোমা ফাটলে পরিবেশে অক্সিজেনের ঘাটতি কমবে।আগামীতে এই সবুজ বোম সারা বালুরঘাট শহর জুড়ে ধীরে ধীরে ছড়িয়ে দেওয়া হবে। বার্তা একটাই সবুজায়নের পাশাপাশি বিভিন্ন রকমের পাখিদেরও বাঁচিয়ে রাখা। এই বার্তাকে সামনে রেখে বালুরঘাট শহর জুড়ে একাধিক জায়গায় অভিযান চালায় সবুজ বাহিনী।

সুস্মিতা গোস্বামী