Tag Archives: Bomb

Bombing: প্রাণ বাঁচাতে বাড়ি ছেড়ে পালাচ্ছেন মহিলারা! আহত কমপক্ষে ১০, ভোটের আগেই উত্তপ্ত মুর্শিদাবাদ

মুর্শিদাবাদ: লোকসভা ভোটের মুখে বোমাবাজিতে উত্তপ্ত মুর্শিদাবাদ। ছাগলের ধান খাওয়াকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষ। ব্যাপক বোমাবাজি এলাকায়। প্রাণ বাঁচাতে গ্রাম ছেড়ে পালালেন মহিলারা। শনিবার সকালে এই সংঘর্ষে উত্তপ্ত হয়ে ওঠে মুর্শিদাবাদের ভরতপুর।

রাস্তার ওপর চলে ব্যাপক বোমাবাজি। বোমের আঘাতে জখম হন ১০ জন গ্রামবাসী। আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য কান্দি মহকুমা হাসপাতালে নিয়ে আসা হয়েছে। বর্তমানে তাদের সেখানেই চিকিৎসা চলছে।

আরও পড়ুন: দ্রুত শেষ হয়ে যায় ল‍্যাপটপের চার্জ? এই ‘সিক্রেট বাটন’ অন করে দিন, কয়েকগুণ বেড়ে যাবে ব‍্যাটারি, ৯৯% লোকজন জানেই না

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শনিবার সকালে মুর্শিদাবাদের ভরতপুর থানার অন্তর্গত সরডাঙ্গা বিন্দারপুর গ্রামে পুরনো বিবাদকে নিয়ে নতুন করে গোষ্ঠীর সংঘর্ষের ঘটনাটি ঘটে। এক পক্ষের ছাগল অন্য পক্ষের ফসল খাওয়া নিয়ে গন্ডগোলের সূত্রপাত হয়।

প্রাথমিকভাবে বাক-বিতণ্ডা শুরু হলেও কিছুক্ষণের মধ্যে ধস্তাধস্তিতে পরিণত হয়। গন্ডগোল চলাকালীন এক পক্ষ অন্য পক্ষের ওপরে ব্যাপক বোমাবাজি শুরু করে বলে অভিযোগ। বোমের আঘাতে আহত হন মহিলা বৃদ্ধ-সহ প্রায় ১০ জন। এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়লে একে একে গ্রাম ছাড়তে শুরু করেন মহিলারা।

আরও পড়ুন: রোদ লেগে পুড়ে যাচ্ছে ত্বক? রান্নাঘরেই আছে অস্ত্র, নিমেষে গায়েব হবে জেদি ট্যান

মুর্শিদাবাদ জেলা তৃণমূলের সাংগঠনিক সভাপতি অপূর্ব সরকার, তার দাবি ‘ গ্রাম্য বিবাদ নিয়ে গন্ডগোল। এই সঙ্গে রাজনীতির কোনো যোগ নেই। পুলিশ নিরপেক্ষভাবে তদন্ত করে আইন অনুযায়ী ব্যবস্থা নেবে। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় ভরতপুর থানার পুলিশ। পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। গ্রামেমোতায়েন করা হয়েছে পুলিশ বাহিনী।

কৌশিক অধিকারী

Bomb Hoax: মেয়েদের হস্টেলের সামনে বস্তায় ওগুলো কী! ভয়ঙ্কর কাণ্ড! বড় কিছু ঘটানোর পরিকল্পনা?

আলিপুরদুয়ার: আলিপুরদুয়ার হাসপাতালে বোমাতঙ্ক। এলাকা ঘিরে রেখেছে পুলিশ। ঘটনাস্থলে এসেছে বম্ব স্কোয়াড। উদ্ধার হয়েছে দুটি বোমা।

বুধবার দুপুরে আলিপুরদুয়ার জেলা হাসপাতালের নার্স হস্টেলের সামনে একটি বস্তা উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়ায়। বস্তাটি দেখে নার্সরা বিষয়টি জানান হাসপাতাল সুপার ডাঃ পরিতোষ মণ্ডলকে।

আরও পড়ুন: SSC কাণ্ডে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে কমিশন! তাকিয়ে আছে গোটা বাংলা

খবর দেওয়া হয় আলিপুরদুয়ার থানায়। পুলিশ এসে ঘটনাস্থল ঘিরে ফেলে। বস্তাটিতে বোমা রয়েছে তা বারবার বলেছেন নার্সরা।

বম্ব স্কোয়াডের কর্মীরা এসে বস্তা থেকে দুটি সুতলি বোমা উদ্ধার করে। দিনে দুপুরে এই ঘটনায় স্তম্ভিত সকলেই। নিরাপত্তা ব্যবস্থা নিয়ে উঠছে প্রশ্ন।হাসপাতালে বোমা দিয়ে কেউ আক্রমণ শানাচ্ছে কিনা, তা নিয়ে সন্দিহান অনেকেই। এই ঘটনার সঙ্গে সন্ত্রাসবাদী যোগ রয়েছে কি না, তাও খতিয়ে দেখছে পুলিশ।

—- Annanya Dey

Explosion in School: উচ্চমাধ্যমিক পরীক্ষার পরই হঠাত্‍ বিকট শব্দ! বিস্ফোরণে কেঁপে উঠল ভাঙড় হাইস্কুল, ঘটনায় তীব্র আতঙ্ক

দক্ষিণ ২৪ পরগনা: বিস্ফোরণের আতঙ্কে কেঁপে উঠল ভাঙ্গড় হাইস্কুল।উচ্চমাধ্যমিকের পরীক্ষা শেষ হওয়ার পরই বিস্ফোরণের আওয়াজে কেঁপে ওঠে ভাঙড় হাই স্কুল। ভাঙ্গড় হাই স্কুলে এবারে কাঁঠালিয়া হাই স্কুল ও কারবালা হাই স্কুলের উচ্চ মাধ্যমিক পরীক্ষার সিট পড়েছে।

এদিন স্কুলের বাথরুম থেকে প্রচণ্ড আওয়াজ আসে বলে খবর। ঘটনাস্থল থেকে বোমার সুতুলি উদ্ধার করেছে পুলিশ। স্কুলের মধ্যে এমন ঘটনাকে ঘিরে এলাকায় চাঞ্চল্য।ঘটনায় স্কুলের ছাত্র থেকে শিক্ষক ও অভিভাবকরা সকলেই আতঙ্কিত। উচ্চমাধ্যমিকের পর স্কুলে শুরু হয়েছে একাদশ শ্রেণির পরীক্ষা।

আরও পড়ুন: রাজ্যে ফের শিক্ষক নিয়োগ! পুরুলিয়া থেকে বড় ঘোষণা করলেন মুখ‍্যমন্ত্রী

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, উচ্চ মাধ্যমিক পরীক্ষার শেষ হওয়ার ১০ মিনিট পর স্কুলের ভিতর থেকে একটি ভীষণ জোরে শব্দ হয়। আর এর ফলে স্কুলের ছাত্র-ছাত্রী থেকে শিক্ষক-শিক্ষিকরা আতঙ্কিত হয়ে পড়ে।

ঘটনার খবর পাওয়ার সাথে সাথে ঘটনাস্থলে ছুটে আসে ভাঙ্গড় থানার পুলিশ। কি ধরনের আওয়াজ আদৌ কি ভিতরে কোন রকম বোম মজুদ করা ছিল তার তদন্তেশুরু করেছে ভাঙড় থানার পুলিশ।

সুমন সাহা

Bomb Threat in Schools: ‘বোমা রাখা আছে’, পর পর ৬০ স্কুলে বিস্ফোরণের হুমকি মেল, আতঙ্ক-হুড়োহুড়ি-চাঞ্চল্য! স্কুলে বম্ব স্কোয়াড

বেঙ্গালুরু: সকাল সকালে স্কুলে বোমাতঙ্ক। একটি স্কুলে নয় পর পর ৬০টি স্কুলে বোমা বিস্ফোরণের হুমকি মেলে তীব্র আতঙ্ক। ঘটনাটি ঘটেছে শুক্রবার সাতসকালে বেঙ্গালুরুর নামজাদা ৬০টি স্কুলে। হুমকি মেল পাওয়ার পরই সমস্ত স্কুল থেকে পড়ুয়াদের নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়। তীব্র চাঞ্চল্য ছড়ায় অভিভাবকদের মধ্যেও।

দ্রুত সমস্ত স্কুলে বম্ব স্কোয়াড ও পুলিশ পৌঁছে তদন্ত শুরু করে। পুলিশ সূত্রে খবর, শুক্রবার সকালে স্কুল খোলার পর পরই বেঙ্গালুরুর বিভিন্ন প্রান্তের ৬০টি বেসরকারি স্কুলে ইমেল পৌঁছায়। ওই ইমেলে দাবি করা হয়, সবকটি স্কুলে বোমা রাখা আছে। যে কোনও সময় স্কুলগুলিতে বিস্ফোরণ ঘটতে পারে। স্বাভাবিকভাবেই ওই ইমেল পাওয়ার পর স্কুলগুলিতে আতঙ্ক ছড়ায়। হুড়োহুড়ি পড়ে যায়।

আরও পড়ুন: শীতে আর্থারাইটিসের সমস্যা বাড়ে, মরণ-ব্যথা কমাতে এই গোলাপি সরবতে চুমুক দিন

সূত্রের খবর, বেঙ্গালুরুর বাসেশ্বরনগর এবং ইয়েলাহাঙ্কা পুলিশ থানার অন্তর্গত স্কুলগুলিকে হুমকি দেওয়া হয়েছে। এদিন সকালে স্কুলের কর্মীরা যখন তাঁদের ইমেলগুলি অ্যাক্সেস করছিলেন, তখনই তাঁদের কাছে বোমা রাখার হুমকি ভরা ইমেলগুলি চোখে পরে। এরপরই বেঙ্গালুরু শহর পুলিশ এবং বোমা স্কোয়াড দ্রুত স্কুল চত্বরগুলিতে পৌঁছে যান। পুঙ্খানুপুঙ্খ পরিদর্শন শুরু করা হয়। পুলিশ কুকুর দিয়ে শুরু হয় তল্লাশি।

আরও পড়ুন: পেটে গ্যাসের ভয়ে দেখলেই নাক সিঁটকান? মুলো খেলে কী হয় জানলে গোটা শীত খেতে চাইবেন!

আতঙ্কিত অভিভাবকেরা দ্রুত ছেলেমেয়েদের ফিরিয়ে আনতে স্কুলে স্কুলে ছুটে যান। আতঙ্ক আরও বাড়ে। বেঙ্গালুরু পুলিশ জানাচ্ছে, কোনও স্কুলে কোনও ধরনের বিস্ফোরক পাওয়া যায়নি। এটা আসলে ভুয়ো হুমকি মেল। গত বছরও এই ধরনের ইমেল এসেছিল। তবে এই ইমেলগুলিকেও গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে। সব স্কুলেই তন্নতন্ন করে তল্লাশি চালাচ্ছে পুলিশ।

আরও খবর পড়তে ফলো করুন

https://whatsapp.com/channel/0029VaA776LIN9is56YiLj3F