পুরস্কার হাতে দীপ্তি

West Medinipur News: ৯ বছর বয়সেই জাতীয় স্তরে সাফল্য! ছোট্ট মেয়ের কৃতিত্বে গর্বিত সকলে

পশ্চিম মেদিনীপুর:ছোট থেকেই তার নেশা যোগব্যায়াম। শিক্ষক-শিক্ষিকার পর বাবা তার অনুপ্রেরণা। পড়াশোনার পাশাপাশি  প্রতিদিন নিয়ম করে বেশ কয়েক ঘন্টা যোগব্যায়ামের অনুশীলন করে সে। সম্প্রতি জাতীয় স্তরের যোগ প্রতিযোগিতায় সিলভার জয় করেছে ৯ বছরের এই ছোট্ট মেয়ে। নাম তার দীপ্তি খাঁড়া।

পড়াশোনার পাশাপাশি গত ৩ বছর  ধরে প্রশিক্ষণ নিয়েছে দীপ্তি।  তাতেই মিলেছে জাতীয় স্তরের সাফল্য। ট্র্যাডিশনাল যোগা বা যোগব্যায়াম প্রতিযোগিতায় বিভিন্ন রাজ্যের একাধিক প্রতিযোগীকে হারিয়ে সিলভার জিতে নিয়েছে দীপ্তি। তার সাফল্যে খুশির হাওয়া পরিবারে।

আরও পড়ুন- আম খেতে ভালবাসেন? বলুন তো আম কোন দেশের ফল? নামই বা কে রাখল! অবাক করা আম-কাহিনি

পশ্চিম মেদিনীপুরের ডেবরা ব্লকের ডুয়া এলাকার কালুয়া বৃন্দাবনের বাসিন্দা দীপ্তি চতুর্থ শ্রেণীর ছাত্রী। UYSF ন্যাশনাল যোগা স্পোর্টস চ্যাম্পিয়নশিপে ট্র্যাডিশনাল যোগাতে ৮ থেকে ৯ বছর বয়সি বিভাগে ১৫টি রাজ্যের একাধিক প্রতিযোগীকে হারিয়ে দ্বিতীয় স্থান অর্জন করেছে দীপ্তি। এর আগেও বিভিন্ন সময় রাজ্য ও জাতীয় স্তরের প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছে সে। পড়াশোনার পাশাপাশি সকাল থেকে চলে তার অনুশীলন, সঙ্গ দেন বাবা।

দীপ্তির বাবা দেবব্রত প্রাক্তন সেনাকর্মী। মা গৃহবধূ। শরীরচর্চার পাশাপাশি নাচ, গান, ছবি আঁকায়ও পারদর্শী দীপ্তি।  প্রশিক্ষণের জোরে শুধু নয়, নিজের আগ্রহে এগিয়ে চলেছে সে। দীপ্তির পাখির চোখ এখন এশিয়া কাপ, যেটি আয়োজিত হবে থাইল্যান্ডে। পড়াশোনার পাশাপাশি তাই এখন জোরদার চর্চা চলছে এশিয়া কাপের জন্য।

ক্ষুদে এই মেয়ের কৃতিত্বে গর্বিত বাবা-মা থেকে শুরু করে পরিবারের সকলে। বাড়িতে প্রাণচঞ্চল দীপ্তি। স্কুলেও বেশ মিশুকে সে। বড় হয়ে যোগব্যায়ামকেই পেশা করতে চায় দীপ্তি। অবশ্যই পড়াশোনাও তাঁর পছন্দের ক্ষেত্র। পরিবার পরিজন সমস্তরকম ভাবে পাশে আছে দীপ্তির।

রঞ্জন চন্দ ট্র