বুনো হাতি 

Alipurduar News: চা বাগানে হাতির তাণ্ডব! ক্ষতিগ্রস্ত শ্রমিকদের বাড়িঘর

আলিপুরদুয়ার: হাতির তাণ্ডবে বিপাকে চা বাগানের শ্রমিকরা। চা বাগানের শ্রমিক মহল্লায় ঢুকে তাণ্ডব চালাল বুনো হাতি। হাতির তাণ্ডবে ক্ষতিগ্রস্ত একটি ঘর, প্রাণে বেঁচে গিয়েছেন পরিবারের সদস্যরা।

আরও পড়ুন: এক কামড়েই ‘ছবি’! বিশ্বের সবচেয়ে বিষাক্ত গাছ, বিষক্রিয়ায় হার মানবে অনেক সাপও

এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়। জানা গিয়েছে গতকাল গভীর রাতে বক্সা ব্যাঘ্র প্রকল্পের জঙ্গল থেকে বেরিয়ে কালচিনি ব্লকের গাংগুটিয়া চা বাগানে ঢুকে ব্যাপক তাণ্ডব চলায় এক বুনো হাতি। খাবারের লোভে হাতিটি স্থানীয় বাসিন্দা আশ্রিতা ওরাও-এর বাড়িতে হানা দেয়। তার বাড়ির ক্ষতি করে। ‌ বুনো হাতির এই তাণ্ডবে আতঙ্কিত হয়ে পড়েছেন চা বাগানের শ্রমিকরা।ওই মহিলার বাড়ি ভেঙেচুড়ে দিয়েছে হাতিটি।

আরও পড়ুন: বাংলাকে ভাগ করার চক্রান্ত! বিজেপি নেতাদের ‘বঙ্গভঙ্গ’ সওয়াল নিয়ে আক্রমণ মমতার

স্থানীয়দের অভিযোগ বন দফতরকে বহুবার ফোন করার সত্ত্বেও তারা আক্রান্ত শ্রমিকদের উদ্ধারে এগিয়ে আসেনি এমনই অভিযোগ। ক্ষতিপূরণ মিলবে কি না সেই বিষয়ে চিন্তায় রয়েছেন ক্ষতিগ্রস্ত বৃদ্ধ মহিলা।