Tag Archives: Wild elephant

Elephant Attack: গভীর রাতে তিনটি বাড়ির ধানের গোলা ছারখার করল কে? অপরাধীকে দেখে মাথায় হাত

জলপাইগুড়ি: খাবারের খোঁজে ফের গ্রামে ঢুকে লুটপাট হাতির! তিনটি বাড়িতে হানা বিয়ে ধানের গোলা লুট করল। মাল ব্লকের কুমলাই গ্রাম পঞ্চায়েতের নেওড়া স্টেশন পাড়া এলাকার ঘটনা।

ওই গ্রামের পঞ্চমী উড়াও, সুশীল লাখরা ও গোকুল তামাং-এর বাড়িতে খাবারের খোঁজে ঢুকে সবকিছু তছনছ করে দিয়েছে বুনো হাতি। এরপর ঘর ভেঙে ধানের গোলা থেকে ধান সাবাড় করে একটি হাতিটি। তবে এই প্রথম নয়, ওই গ্রামে এর আগেও খাবারের সন্ধানে এসে কার্যত সবকিছুর লণ্ডভণ্ড করে দিয়ে গিয়েছিল হাতি। আবারো একই ঘটনা ঘটায় ভেঙে পড়েছেন গ্রামবাসীরা।

আর‌ও পড়ুন: বন্ধ চা বাগানের শ্রমিকদের রেশনে পোকা ধরা চাল! তুমুল বিক্ষোভ

ক্ষতিগ্রস্ত পরিবারের পক্ষে পঞ্চমী উড়াও জানান, কয়েক মাস আগে এক‌ই ভাবে হাতি এসে নষ্ট করে দিয়েছিল ধান সহ ঘরের চাল। বাড়িতে ছোট ছোট বাচ্চাদের নিয়ে থাকতে হয়। বৃষ্টিভেজা রাতে আচমকাই হাতিটি এসে ঘর ভেঙে ধানের গোলা থেকে ধান খেয়ে চলে যাওয়ায় সারা বছর কী করে সংসার চলবে সেই নিয়ে চিন্তায় পড়ে গিয়েছেন। বৃষ্টির মধ্যে প্রাণের ঝুঁকি নিয়ে অন্যত্র পালিয়ে যেতে বাধ্য হন আক্রান্তরা। এই পরিস্থিতিতে কার্যত আকুল পাথারে পড়েছে গরিব পরিবারগুলো।

সুরজিৎ দে

Alipurduar News: চা বাগানে হাতির তাণ্ডব! ক্ষতিগ্রস্ত শ্রমিকদের বাড়িঘর

আলিপুরদুয়ার: হাতির তাণ্ডবে বিপাকে চা বাগানের শ্রমিকরা। চা বাগানের শ্রমিক মহল্লায় ঢুকে তাণ্ডব চালাল বুনো হাতি। হাতির তাণ্ডবে ক্ষতিগ্রস্ত একটি ঘর, প্রাণে বেঁচে গিয়েছেন পরিবারের সদস্যরা।

আরও পড়ুন: এক কামড়েই ‘ছবি’! বিশ্বের সবচেয়ে বিষাক্ত গাছ, বিষক্রিয়ায় হার মানবে অনেক সাপও

এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়। জানা গিয়েছে গতকাল গভীর রাতে বক্সা ব্যাঘ্র প্রকল্পের জঙ্গল থেকে বেরিয়ে কালচিনি ব্লকের গাংগুটিয়া চা বাগানে ঢুকে ব্যাপক তাণ্ডব চলায় এক বুনো হাতি। খাবারের লোভে হাতিটি স্থানীয় বাসিন্দা আশ্রিতা ওরাও-এর বাড়িতে হানা দেয়। তার বাড়ির ক্ষতি করে। ‌ বুনো হাতির এই তাণ্ডবে আতঙ্কিত হয়ে পড়েছেন চা বাগানের শ্রমিকরা।ওই মহিলার বাড়ি ভেঙেচুড়ে দিয়েছে হাতিটি।

আরও পড়ুন: বাংলাকে ভাগ করার চক্রান্ত! বিজেপি নেতাদের ‘বঙ্গভঙ্গ’ সওয়াল নিয়ে আক্রমণ মমতার

স্থানীয়দের অভিযোগ বন দফতরকে বহুবার ফোন করার সত্ত্বেও তারা আক্রান্ত শ্রমিকদের উদ্ধারে এগিয়ে আসেনি এমনই অভিযোগ। ক্ষতিপূরণ মিলবে কি না সেই বিষয়ে চিন্তায় রয়েছেন ক্ষতিগ্রস্ত বৃদ্ধ মহিলা।

Hula Party: গোটা দেশ ব্যর্থ, মধ্যপ্রদেশ থেকে হাতি তাড়িয়ে ছত্তিশগড়ে পৌঁছে দিল বাংলার ছেলেরা

পশ্চিম মেদিনীপুর: অবশেষে মিশন সফল করে বাড়িতে ফিরছেন। পাহাড়ি এলাকার দুর্গম পথ চার দিনে পেরিয়ে হাতিকে পৌঁছে দিয়েছেন মধ্যপ্রদেশ থেকে ছত্তিশগড়ে। মধ্যপ্রদেশে গিয়ে বাংলার ছেলেদের এই দামালপনা রীতিমত আলোড়ন সৃষ্টি করেছে।

যেখানে এক এক করে ব্যর্থ হয়েছে বন বিভাগ থেকে শুরু করে দক্ষিণ ভারতের বিখ্যাত হুলা পার্টি, সেখানে দুর্গম পথ পেরিয়ে সফল হয়েছে খড়গপুরের হুলা টিম। জেলা ছাড়িয়ে মধ্যপ্রদেশে হাতি তাড়াতে ডাক পড়েছিল খড়গপুরের এই হুলা টিমের। সমতলে হাতি তাড়ানোয় দক্ষ হলেও পাহাড়ি এলাকায় হাতি তাড়ানো রীতিমত চ্যালেঞ্জিং ছিল তাদের কাছে।

নিজেদের মুখ রক্ষা করতে পারবে কিনা তা নিয়ে বেশ সংশয় ছিল। অবশেষে সেই সংশয় কাটিয়ে দুর্গম পাহাড়ি পথ পেরিয়ে মধ্যপ্রদেশের জনবহুল এলাকায় ঢুকে পড়া হাতিকে পৌঁছে দিল ছত্তিশগড়ের জঙ্গলে।

আরও পড়ুন: চোখের নিমেষে গঙ্গায় তলিয়ে যাচ্ছে একের পর এক বাড়ি! ভিডিও দেখলে বুক কেঁপে উঠবে

কর্নাটকের হুলা টিম ফেল করায় হাতি তাড়াতে ডাক পড়েছিল পশ্চিম মেদিনীপুরের কলাইকুন্ডার বাপি মাহাত, আকাশ মাহাত, বাবলু মাহাত, মথুর মাহাতদের।

মধ্যপ্রদেশের অনুপপুর বন বিভাগের দুটি হাতিকে তাড়াতে রাতের ঘুম উড়েছিল গ্রামবাসীদের। আশঙ্কায় ছিল বন বিভাগ। অবশেষে পশ্চিম মেদিনীপুরের খড়গপুরের হুলা টিমের সঙ্গে যোগাযোগ করে তাদের মধ্যপ্রদেশ নিয়ে যায় সেই রাজ্যের বন বিভাগের আধিকারিকরা। শনিবার মধ্যপ্রদেশের উদ্দেশ্যে রওনা দেয় ১৪ জনের একটি দল। অবশেষে পাহাড়ি এলাকায় হাতি তাড়িয়ে বাংলায় ফিরছে তারা। হুলা টিমের সদস্য আকাশ মাহাত বলেন, আমরা সমতল এলাকায় হাতি তাড়াতে অভ্যস্ত। তবে এবার দুর্গম পাহাড়ি এলাকায় সফল হয়ে ভাল লাগছে। বাংলার দামাল ছেলেদের এই কৃতিত্বকে সাধুবাদ জানিয়েছেন সবাই।

রঞ্জন চন্দ