মা তারা

Kaushiki Amavasya 2024: এ বছরের কৌশিকী অমাবস্যা কবে? কতক্ষণ থাকবে শুভ সময়? তারাপীঠে অমাবস্যার পুজো নিয়ে বিরাট আপডেট

*বীরভূমের মধ্যে অবস্থিত সাধক বামাক্ষ্যাপার অন্যতম সিদ্ধপীঠ তারাপীঠ। প্রত্যেক বছর এই তারাপীঠ মন্দির দর্শনের জন্য দেশ-বিদেশ থেকে বহু পর্যটক ছুটে আসেন। বিশেষ করে ভাদ্র মাসের কৌশিক অমাবস্যায় লক্ষ লক্ষ পর্যটক ভিড় জমান মন্দিরে। প্রতিবেদনঃ সৌভিক রায়। 
*বীরভূমের মধ্যে অবস্থিত সাধক বামাক্ষ্যাপার অন্যতম সিদ্ধপীঠ তারাপীঠ। প্রত্যেক বছর এই তারাপীঠ মন্দির দর্শনের জন্য দেশ-বিদেশ থেকে বহু পর্যটক ছুটে আসেন। বিশেষ করে ভাদ্র মাসের কৌশিক অমাবস্যায় লক্ষ লক্ষ পর্যটক ভিড় জমান মন্দিরে। প্রতিবেদনঃ সৌভিক রায়।
*তারাপীঠের আদি দেবী মা তারা। সব দেবদেবীর ঊর্ধ্বে তিনি। তাই সকল দেবীরূপে মা তারাকে পুজোকরা হয়। কখনও তিনি দুর্গা,কখনও তিনি লক্ষ্মী,কখনও তিনি সরস্বতী,আবার কখনও তিনি কালি রূপে পুজিত হয়ে থাকেন। আর সেই কারণেই এই কৌশিকী অমাবস্যায় জনজোয়ার হয়ে থাকে।
*তারাপীঠের আদি দেবী মা তারা। সব দেবদেবীর ঊর্ধ্বে তিনি। তাই সকল দেবীরূপে মা তারাকে পুজোকরা হয়। কখনও তিনি দুর্গা,কখনও তিনি লক্ষ্মী,কখনও তিনি সরস্বতী,আবার কখনও তিনি কালি রূপে পুজিত হয়ে থাকেন। আর সেই কারণেই এই কৌশিকী অমাবস্যায় জনজোয়ার হয়ে থাকে।
*প্রত্যেক বছরের মতো এই বছর ও কৌশিকী আমাবস্যা পালিত হবে বীরভূমের তারাপীঠে। এই বছর কৌশিকী আমাবস্যা শুরু হচ্ছে বাংলার ১৫ ভাদ্র রবিবার ভোর ৫ টা ৭ মিনিট থেকে ১৭ ভাদ্র মঙ্গলবার সকাল ৬ টা বেজে ৩১ মিনিট পর্যন্ত। ইংরেজের ২ সেপ্টেম্বর। আর তার আগেই কৌশিকী আমাবস্যা নিয়ে এক প্রশাসনিক বৈঠকের আয়োজন করা হয় বীরভূমের তারাপীঠের 'তারাপীঠ রামপুরহাট উন্নয়ন পর্ষদ প্রশাসনিক ভবনে'।
*প্রত্যেক বছরের মতো এই বছর ও কৌশিকী আমাবস্যা পালিত হবে বীরভূমের তারাপীঠে। এই বছর কৌশিকী আমাবস্যা শুরু হচ্ছে বাংলার ১৫ ভাদ্র রবিবার ভোর ৫ টা ৭ মিনিট থেকে ১৭ ভাদ্র মঙ্গলবার সকাল ৬ টা বেজে ৩১ মিনিট পর্যন্ত। ইংরেজের ২ সেপ্টেম্বর। আর তার আগেই কৌশিকী আমাবস্যা নিয়ে এক প্রশাসনিক বৈঠকের আয়োজন করা হয় বীরভূমের তারাপীঠের ‘তারাপীঠ রামপুরহাট উন্নয়ন পর্ষদ প্রশাসনিক ভবনে’।
*প্রত্যেক বছরের মতো এখানে আলোচনা করা বিভিন্ন বিষয়ে। আলোচনায় ছিল হোটেল ভাড়া থেকে শুরু করে অটো ভাড়া কেমন থাকবে, কোথায় গাড়ি পার্কিংয়ের ব্যবস্থা করা হবে সেই সব বিষয়ও। আর এই আলোচনা সভা থেকে তারাপীঠ আগত পর্যটকদের জন্য এক নতুন এবং আকর্ষণীয় নিয়ম চালু করেছে প্রশাসন।
*প্রত্যেক বছরের মতো এখানে আলোচনা করা বিভিন্ন বিষয়ে। আলোচনায় ছিল হোটেল ভাড়া থেকে শুরু করে অটো ভাড়া কেমন থাকবে, কোথায় গাড়ি পার্কিংয়ের ব্যবস্থা করা হবে সেই সব বিষয়ও। আর এই আলোচনা সভা থেকে তারাপীঠ আগত পর্যটকদের জন্য এক নতুন এবং আকর্ষণীয় নিয়ম চালু করেছে প্রশাসন।
*প্রশাসনিক বৈঠকে সিদ্ধান্ত গ্রহণ করা হয়, প্রত্যেক বছর তিন দিনের জন্য হোটেল বুকিংয়ের প্যাকেজ রাখা হয়ে থাকে। সেইখানে যে কোনও বড় হোটেলের খরচপড়ে যায় অনেকটাই বেশি।
*প্রশাসনিক বৈঠকে সিদ্ধান্ত গ্রহণ করা হয়, প্রত্যেক বছর তিন দিনের জন্য হোটেল বুকিংয়ের প্যাকেজ রাখা হয়ে থাকে। সেইখানে যে কোনও বড় হোটেলের খরচপড়ে যায় অনেকটাই বেশি।
*মধ্যবিত্তদের এত টাকার বিনিময়ে তারাপীঠ হোটেলে ভাড়া করে থাকা সম্ভব হয়ে ওঠে না। আর সেই কারণেই গত দু-বছর থেকে কৌশিকী আমাবস্যায় পর্যটকদের সংখ্যা তুলনমূলকভাবে অনেকটাই কম। সেই সমস্ত বিষয়ে মাথায় রেখে এ বছর তিন দিনের জন্য প্যাকেজের বন্ধ রাখা হয়েছে।
*মধ্যবিত্তদের এত টাকার বিনিময়ে তারাপীঠ হোটেলে ভাড়া করে থাকা সম্ভব হয়ে ওঠে না। আর সেই কারণেই গত দু-বছর থেকে কৌশিকী আমাবস্যায় পর্যটকদের সংখ্যা তুলনমূলকভাবে অনেকটাই কম। সেই সমস্ত বিষয়ে মাথায় রেখে এ বছর তিন দিনের জন্য প্যাকেজের বন্ধ রাখা হয়েছে।
*আপনি যদি কৌশিকী অমাবস্যার দিন এসে সেদিন রাত্রি থেকে পরের দিন সকালে ফিরে যেতে চান তাহলে তারও ব্যবস্থা করা হয়েছে হোটেল কর্তৃপক্ষের তরফ থেকে।
*আপনি যদি কৌশিকী অমাবস্যার দিন এসে সেদিন রাত্রি থেকে পরের দিন সকালে ফিরে যেতে চান তাহলে তারও ব্যবস্থা করা হয়েছে হোটেল কর্তৃপক্ষের তরফ থেকে।
*পার্কিংয়ের বিশেষ সুবিধা করা হয়েছে পর্যটকদের জন্য। নিরাপত্তার কথা মাথায় রেখে লাগান থাকবে একাধিক সিসিটিভি ক্যামেরা এবং তার পাশাপাশি মোতায়েন করা হবে অতিরিক্ত পুলিশ বাহিনী। থাকবে মেডিক্যাল ক্যাম্প পর্যাপ্ত জলের ব্যবস্থা থেকে শুরু করে সমস্ত রকম সুযোগ সুবিধা। তাহলে এবার তারাপীঠ এলে আর অন্যান্য বছরের মতো সমস্যায় পড়তে হবে না আপনাদের।
*পার্কিংয়ের বিশেষ সুবিধা করা হয়েছে পর্যটকদের জন্য। নিরাপত্তার কথা মাথায় রেখে লাগান থাকবে একাধিক সিসিটিভি ক্যামেরা এবং তার পাশাপাশি মোতায়েন করা হবে অতিরিক্ত পুলিশ বাহিনী। থাকবে মেডিক্যাল ক্যাম্প পর্যাপ্ত জলের ব্যবস্থা থেকে শুরু করে সমস্ত রকম সুযোগ সুবিধা। তাহলে এবার তারাপীঠ এলে আর অন্যান্য বছরের মতো সমস্যায় পড়তে হবে না আপনাদের।