সিমেন্টের ভাস্কর্য

Cement Sculpture: পাথর খোদাই শিল্পকে পাল্লা দিচ্ছে এখানকার সিমেন্টের তৈরি ভাস্কর্য! দাম একেবারে কম

দক্ষিণ ২৪ পরগনা: আপনি যদি নামখানা থেকে বকখালিতে যান, তবে যাওয়ার পথে সিমেন্টের তৈরি এই ভাস্কর্যগুলো আপনার চোখে পড়বে। উত্তর শিবপুরের কাছে জাতীয় সড়কের পাশে চোখে পড়বে এই সিমেন্টের মূর্তিগুলো। বাঘ, সিংহ থেকে পরী একাধিক ডিজাইনের পিলার সহ আরও অনেক সামগ্রী রয়েছে এখানে। সিমেন্ট, বালি ও কুচো পাথর দিয়ে তৈরি হয় এই সমস্ত ভাস্কর্য। যা খুবই চিত্তাকর্ষক।

কেরল থেকে অর্ডার দিয়ে এই সমস্ত ভাস্কর্য তৈরি করার ছাঁচ এনেছেন সুখদেব মাঝি। তিনিই একমাত্র এই ধরণের সামগ্রী তৈরি করেন এই এলাকায়। আগের থেকে এই সামগ্রীগুলির চাহিদা বেড়েছে বলে জানিয়েছেন তিনি।

আর‌ও পড়ুন: দানবীর মহসিনের’ই আজ ঠাঁই নেই! অসাধুদের আখড়ায় পরিণত সমাধিস্থল

টেকসই ও খুব সুন্দর দেখতে হওয়ায় সিমেন্টের তৈরি এই ভাস্কর্যগুলি অনেকেই কিনছে। মন্দিরের চূড়া, পিলার, ঘরের সৌখিন সামগ্রী হিসাবে এই ভাস্কর্যগুলি ব্যবহার করা হয়। এই সামগ্রীগুলি তৈরি করতে ৩ থেকে ৪ দিন সময় লাগে। দাম ১৭০০ থেকে ২০০০ টাকার মধ্যে হয়। দামে কম অথচ মানে ভাল হওয়ায় এই ভাস্কর্য কিনতে অনেকেই এখন আসছেন এখানে। এই ব্যবসাকে আরও বড় করতে চান সুখদেব’বাবু। এখন সেই চেষ্টাই চালিয়ে যাচ্ছেন তিনি।

নবাব মল্লিক