ধানের রাখি

Rakhi Purnima 2024: এই রাখিতেই জমবে এবার রক্ষা বন্ধন! ‌যা দিয়ে তৈরি দেখলে চমকে ‌যাবেন!

শিলিগুড়ি: বিশেষ চাহিদা সম্পন্ন ছেলেমেয়েদের হাতে তৈরি হচ্ছে আকর্ষণীয় রাখি। ধান, মিষ্টি কুমড়োর বীজ, মটর সহ বিভিন্ন প্রাকৃতিক উপাদান দিয়ে এই রাখি তৈরি করছেন ফকদই বাড়ির বেশ কিছু ছেলেমেয়ে। তাদের বেশির ভাগই কথা বলতে পারে না। তবে মনের জোর থাকলে সব সম্ভব। মনের অদম্য ইচ্ছার জোরে আজ তারা সবকিছুই করতে সক্ষম।

সামনেই রাখি উৎসব। সেই উৎসবকে কেন্দ্র করে পরিবেশ বান্ধব রাখি তৈরি করা শেখাচ্ছেন শিলিগুড়ি ফকদইবাড়ির বাসিন্দা দিপালী। দিপালী নিজে একজন বিশেষ চাহিদা সম্পন্নর মা। নিজের ছেলেকে হার মানতে দিতে নারাজ সে। ছেলেকে সব সময় এগিয়ে নিয়ে যাবার লক্ষ্যে অনড় মা। তাই নিজের ছেলের মত করে আরও দশ জনকে তাই তিনি স্বাবলম্বী হতে শেখাচ্ছেন।

আরও পড়ুন:একই জমিতে হবে তিনরকমের চাষ! শুধু জেনে নিন এই পদ্ধতি! লাভও ব্যাপক

রাখি বন্ধন উৎসবে মেতে উঠবে গোটা দেশের মানুষ। এর আগে দিনরাত রাখি তৈরিতে ব্যস্ত শিলিগুড়ির বিশেষ চাহিদা সম্পন্ন এই শিল্পীরা। দিপালীর হাত ধরে সারা বছর ধরেই তারা নতুন কিছু শিখছে। এবার তারা রাখি তৈরিটাও শিখে ফেলছে। সম্পূর্ণ প্রাকৃতিক উপাদান দিয়ে তৈরি তাদের সুন্দর ডিজাইনের রাখি সকলেরই নজর কাড়বে বলে আশাবাদী তারা। এই রাখির মূল্য ২০ টাকা থেকে শুরু করে ৫০ টাকা।
আরও খবর পড়তে ফলো করুন
https://whatsapp.com/channel/0029VaA776LIN9is56YiLj3F

অনির্বাণ রায়