আবাসের বৃদ্ধারা

Ramsagar Old Age Home: বিষ্ণুপুর যাওয়ার পথে ঢুঁ মারুন এই বৃদ্ধাশ্রমে, তিক্ত অতীত ভুলে হাসিতে ভরুক বয়স্কদের দিন

বাঁকুড়ার এই বিশেষ জায়গায় গেলে আপনার মন ভাল হয়ে যাবে। পাবেন বৃদ্ধ-বৃদ্ধাদের সান্নিধ্য। অনেকেই শান্তি পেতে এই জায়গায় আসেন। আপনিও যেতে পারেন।
বাঁকুড়ার এই বিশেষ জায়গায় গেলে আপনার মন ভাল হয়ে যাবে। পাবেন বৃদ্ধ-বৃদ্ধাদের সান্নিধ্য। অনেকেই শান্তি পেতে এই জায়গায় আসেন। আপনিও যেতে পারেন।
বাঁকুড়ার ওন্দা রামসাগরে রয়েছে অমর সেবা সংঘ নামে একটি বৃদ্ধাশ্রম। এই বৃদ্ধাশ্রমে বসবাস করেন প্রাণোচ্ছ্বল বৃদ্ধ-বৃদ্ধারা।
বাঁকুড়ার ওন্দা রামসাগরে রয়েছে অমর সেবা সংঘ নামে একটি বৃদ্ধাশ্রম। এই বৃদ্ধাশ্রমে বসবাস করেন প্রাণোচ্ছ্বল বৃদ্ধ-বৃদ্ধারা।
অত্যন্ত কষ্টের সঙ্গে খরচ বহন করে চলেছে এই বৃদ্ধাশ্রমে। বর্তমানে বৃদ্ধাশ্রমে রয়েছেন ২৫ জন বৃদ্ধ-বৃদ্ধা। যাঁদের প্রত্যেকেরই দেখার কেউ নেই। কারও হাত নেই ,কারও পা নেই, কেউ আবার চোখে দেখতে পান না।
অত্যন্ত কষ্টের সঙ্গে খরচ বহন করে চলেছে এই বৃদ্ধাশ্রমে। বর্তমানে বৃদ্ধাশ্রমে রয়েছেন ২৫ জন বৃদ্ধ-বৃদ্ধা। যাঁদের প্রত্যেকেরই দেখার কেউ নেই। কারও হাত নেই ,কারও পা নেই, কেউ আবার চোখে দেখতে পান না।
বৃদ্ধাশ্রমে যাঁরা রয়েছেন, তাঁদের প্রত্যেকেরই রয়েছে একটি তিক্ত অতীত। কিন্তু শত সহস্র না পাওয়ার মধ্যেও এই বৃদ্ধাশ্রমে কেউ একাকী নন।
বৃদ্ধাশ্রমে যাঁরা রয়েছেন, তাঁদের প্রত্যেকেরই রয়েছে একটি তিক্ত অতীত। কিন্তু শত সহস্র না পাওয়ার মধ্যেও এই বৃদ্ধাশ্রমে কেউ একাকী নন।
মানসিক শান্তি ,সাহচর্য এবং একরাশ গল্প আড্ডা ও হাসির মধ্যে দিয়ে দিন কাটছে প্রত্যেকের।
মানসিক শান্তি ,সাহচর্য এবং একরাশ গল্প আড্ডা ও হাসির মধ্যে দিয়ে দিন কাটছে প্রত্যেকের।
এই বৃদ্ধাশ্রমে ঘুরতে আসেন অনেকেই। সময় কাটান বৃদ্ধ-বৃদ্ধাদের সঙ্গে। উঠে আসে একরাশ গল্প। কেটে যায় সময়। বাচ্চাদের সঙ্গে খেলতে ভালোবাসেন দাদু দিদারা। সেই কারণে বাচ্চাদের ও খুব প্রিয় জায়গা এটি।
এই বৃদ্ধাশ্রমে ঘুরতে আসেন অনেকেই। সময় কাটান বৃদ্ধ-বৃদ্ধাদের সঙ্গে। উঠে আসে একরাশ গল্প। কেটে যায় সময়। বাচ্চাদের সঙ্গে খেলতে ভালোবাসেন দাদু দিদারা। সেই কারণে বাচ্চাদের ও খুব প্রিয় জায়গা এটি।
বাঁকুড়া বিষ্ণুপুর রাস্তা ধরে বিষ্ণুপুর যাওযার পথে রামসাগরে একবার ঢুঁ মারতেই পারেন এই বৃদ্ধাবাসে। দেখতে পাবেন মানুষের জীবনের এক অন্য দিক। খুঁজে পাবেন মনের প্রশান্তি।
বাঁকুড়া বিষ্ণুপুর রাস্তা ধরে বিষ্ণুপুর যাওযার পথে রামসাগরে একবার ঢুঁ মারতেই পারেন এই বৃদ্ধাবাসে। দেখতে পাবেন মানুষের জীবনের এক অন্য দিক। খুঁজে পাবেন মনের প্রশান্তি।