আবারো আন্তর্জাতিক স্তরে সোনা জয় করল সুস্মিতা

Howrah News: চরম অর্থাভাব কাটিয়ে বিদেশে পাড়ি, যোগব্যায়ামে বিশ্ব মঞ্চে সোনা জিতলেন বাংলার মেয়ে

হাওড়া: আবারও বিশ্ব মঞ্চে ভারতের নাম উজ্জ্বল করলেন বঙ্গতনয়া! দেশের হয়ে আগেও একাধিক সাফল্য ছিনিয়ে এনেছেন হাওড়ার সুস্মিতা দেবনাথ। কিছু দিন আগে দুবাইতে অনুষ্ঠিত যোগব্যায়াম প্রতিযোগিতায় সোনা জেতেন সুস্মিতা। এবার শ্রীলঙ্কায় অনুষ্ঠিত আন্তর্জাতিক যোগব্যায়াম প্রতিযোগিতায় সোনা জিতলেন।

চরম আর্থিক সঙ্কট কাটিয়ে সাফল্যের শিখরে সুস্মিতা। শ্রীলঙ্কায় আয়োজিত এশিয়া প্যাসিফিক যোগাসন প্রতিযোগিতায় জোড়া পদক জিতলেন সুস্মিতা। এর আগে দুবাইয়ে আন্তর্জাতিক যোগাসন প্রতিযোগিতায় তিনটি পদক জিতে হইচই ফেলে দিয়েছিলেন সুস্মিতা। সেই বার প্রতিযোগিতায় অংশ করতে মায়ের গয়না বন্ধক রাখতে হয়েছে। এরপরই শ্রীলঙ্কায় এশিয়া প্যাসিফিক যোগাসনের যোগ্যতা অর্জন করলেও অর্থাভাবে সুস্মিতার শ্রীলঙ্কা সফর নিয়ে তৈরি হয়েছিল অনিশ্চয়তা।

আরও পড়ুন: কেকেআরের বড় চমক! কলকাতার নেতৃত্ব দিতে পারেন ভারতের অধিনায়ক, জোরালো জল্পনা

যদিও তাঁর আত্মীয় পরিজন ও সাধারণ মানুষের অর্থনৈতিক সহযোগিতায় সমস্যার সমাধান হয়েছে। অনেকেই আর্থিক ভাবে সাহায্য করেন সুস্মিতাকে। তাঁদের হতাশ করেননি সুস্মিতা। শ্রীলঙ্কার মাটি থেকে জোড়া পদক জিতে সকলের আস্থার মর্যাদা রেখেছেন। শ্রীলঙ্কায় এশিয়া প্যাসিফিক যোগাসনে আর্টিস্টিক সোলো বিভাগে সোনা জিতেছেন সুস্মিতা।

আরও পড়ুন: দেশের সবচেয়ে বড় ইনকাম ট্যাক্স রেইড, ১০ দিন ধরেও টাকা গোনা শেষ হয়নি! কত নগদ উদ্ধার হয় জানেন?

এই প্রসঙ্গে সুস্মিতা বলেন, “আর্টিস্টিক সোলো বিভাগে সোনা জিতেছি। ট্র্যাডিশনাল ইভেন্টে রুপো পেয়েছি। এত মানুষ পাশে দাঁড়িয়েছিলেন। সকলের জন্য পদক জিততেই হবে, এমন শপথ নিয়েই প্রতিযোগিতায় নেমেছিলাম”।