Tag Archives: Yoga competition

Howrah News: চরম অর্থাভাব কাটিয়ে বিদেশে পাড়ি, যোগব্যায়ামে বিশ্ব মঞ্চে সোনা জিতলেন বাংলার মেয়ে

হাওড়া: আবারও বিশ্ব মঞ্চে ভারতের নাম উজ্জ্বল করলেন বঙ্গতনয়া! দেশের হয়ে আগেও একাধিক সাফল্য ছিনিয়ে এনেছেন হাওড়ার সুস্মিতা দেবনাথ। কিছু দিন আগে দুবাইতে অনুষ্ঠিত যোগব্যায়াম প্রতিযোগিতায় সোনা জেতেন সুস্মিতা। এবার শ্রীলঙ্কায় অনুষ্ঠিত আন্তর্জাতিক যোগব্যায়াম প্রতিযোগিতায় সোনা জিতলেন।

চরম আর্থিক সঙ্কট কাটিয়ে সাফল্যের শিখরে সুস্মিতা। শ্রীলঙ্কায় আয়োজিত এশিয়া প্যাসিফিক যোগাসন প্রতিযোগিতায় জোড়া পদক জিতলেন সুস্মিতা। এর আগে দুবাইয়ে আন্তর্জাতিক যোগাসন প্রতিযোগিতায় তিনটি পদক জিতে হইচই ফেলে দিয়েছিলেন সুস্মিতা। সেই বার প্রতিযোগিতায় অংশ করতে মায়ের গয়না বন্ধক রাখতে হয়েছে। এরপরই শ্রীলঙ্কায় এশিয়া প্যাসিফিক যোগাসনের যোগ্যতা অর্জন করলেও অর্থাভাবে সুস্মিতার শ্রীলঙ্কা সফর নিয়ে তৈরি হয়েছিল অনিশ্চয়তা।

আরও পড়ুন: কেকেআরের বড় চমক! কলকাতার নেতৃত্ব দিতে পারেন ভারতের অধিনায়ক, জোরালো জল্পনা

যদিও তাঁর আত্মীয় পরিজন ও সাধারণ মানুষের অর্থনৈতিক সহযোগিতায় সমস্যার সমাধান হয়েছে। অনেকেই আর্থিক ভাবে সাহায্য করেন সুস্মিতাকে। তাঁদের হতাশ করেননি সুস্মিতা। শ্রীলঙ্কার মাটি থেকে জোড়া পদক জিতে সকলের আস্থার মর্যাদা রেখেছেন। শ্রীলঙ্কায় এশিয়া প্যাসিফিক যোগাসনে আর্টিস্টিক সোলো বিভাগে সোনা জিতেছেন সুস্মিতা।

আরও পড়ুন: দেশের সবচেয়ে বড় ইনকাম ট্যাক্স রেইড, ১০ দিন ধরেও টাকা গোনা শেষ হয়নি! কত নগদ উদ্ধার হয় জানেন?

এই প্রসঙ্গে সুস্মিতা বলেন, “আর্টিস্টিক সোলো বিভাগে সোনা জিতেছি। ট্র্যাডিশনাল ইভেন্টে রুপো পেয়েছি। এত মানুষ পাশে দাঁড়িয়েছিলেন। সকলের জন্য পদক জিততেই হবে, এমন শপথ নিয়েই প্রতিযোগিতায় নেমেছিলাম”।

International Yoga Competition: আন্তর্জাতিক যোগা প্রতিযোগিতায় মুর্শিদাবাদের চার প্রতিযোগী!

মুর্শিদাবাদ: আন্তর্জাতিক যোগাসন প্রতিযোগিতায় সুযোগ পেল মুর্শিদাবাদের চার প্রতিযোগী। সেই লক্ষ্যে দিল্লি যাচ্ছে ঐ চারজন। এমন একটি সুযোগ জেলার ক্ষেত্রে যথেষ্ট গর্বের।

মুর্শিদাবাদ জেলার কান্দি শহর সংলগ্ন বিভিন্ন এলাকার চর জন প্রতিযোগী এই আন্তর্জাতিক যোগাসন প্রতিযোগিতার সুযোগ পেয়েছেন। বিষয়টি নিশ্চিত করেছে ইউনিভার্সাল যোগা ফেডারেশন। ইউনিভার্সাল যোগা ফেডারেশনের মুর্শিদাবাদ জেলার সভাপতি শুভম ঘোষ জানান, চারজন প্রতিযোগী আন্তর্জাতিক যোগাসনে অংশ নেওয়ার যাওয়ার সুযোগ পেয়েছে। এই খবর শুনে গর্ববোধ হচ্ছে। এবং শুধু এই চারজনই নয় এর সঙ্গে আরও অনেকেই জাতীয় স্তরে মুর্শিদাবাদ জেলার নাম উজ্জ্বল করেছে। তারাও আগামী দিনে আন্তর্জাতিক স্তরের মতো প্রতিযোগিতাতে অংশগ্রহণ করতে পারবে বলে আশাবাদী তিনি।

আরও পড়ুন: টানা বৃষ্টিতে আচমকা রাস্তার মাঝে ধস! তারপর যা হল…

মুর্শিদাবাদ জেলার বাসিন্দা রোহন দাস, সমাপ্তি সাহা, সায়ন দাস, চয়ন মণ্ডলরা এই দুর্দান্ত পেয়েছে। তবে এই চারজনের‌ই পরিবারের আর্থিক অবস্থা অত্যন্ত খারাপ। কিন্তু সমস্ত বাধাকে অতিক্রম করেই এই চারজন প্রতিযোগী ইতিমধ্যেই জাতীয় স্তরে পুরস্কার জিতেছে। আর সেই সূত্র ধরেই আন্তর্জাতিক স্তরে ভারতের পতাকা তুলে ধরার সুযোগ এসে গিয়েছে তাদের সামনে। এদিকে জেলা যোগা সংস্থার পক্ষ থেকে এই চার প্রতিযোগীকে সংবর্ধনা জানানো হয়।

কৌশিক অধিকারী

Yoga Competition: যোগাসনে উঠে আসছে পুরুলিয়া, নজর কাড়ল প্রতিযোগীরা

পুরুলিয়া: যোগাসন প্রতিযোগিতায় একের পর এক সাফল্য জেলার মুকুটে। পুরুলিয়ার প্রতিযোগীরা এক এক করে দুর্দান্ত সাফল্য নিয়ে আসছেন যোগাসনে।‌ উত্তরাখণ্ডের হরিদ্বারের রুরকিতে ইউআইএসএফ-এর ন্যাশনাল যোগা কম্পিটিশনে পুরুলিয়ার বিএস যোগা ক্লাব থেকে অংশগ্রহণ করেছিলেন পাঁচজন প্রতিযোগী। গোটা ভারতবর্ষের মধ্যে থেকে জাতীয় স্তরে ৭০০ জনেরও বেশি প্রতিযোগী এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন। ‌ তাঁদের মধ্যে থেকে পুরুলিয়ার পাঁচ প্রতিযোগী বিভিন্ন স্তরে সফল হয়ে পুরস্কার পেয়েছেন।

ইতিপূর্বেও এশিয়া কাপ যোগাসনে পুরুলিয়া সিলভার মেডেল ও গোল্ড মেডেল নিয়ে এসেছে।‌ বিশ্বকাপেও যথেষ্ট ভাল ছাপ রেখেছে। আবারও এই জয় নজর কেড়েছে জেলার বাসিন্দাদের।‌ এই বিষয়ে টিমের কোচ বলেন, একের পর এক সাফল্য যোগাসনে জেলার নাম উজ্জ্বল করেছে। ‌আগামী দিনে এইভাবেই পুরুলিয়ার নাম আরও অনেক ছড়িয়ে পড়বে গোটা বিশ্বে।

আর‌ও পড়ুন: যেন বিচ্ছিন্ন এক দ্বীপ! বর্ষা এলে আজও আতঙ্কে ভোগে এই গ্রামের মানুষজন

শরীরচর্চার জন্য যোগা খুবই উপকারী। নিয়মিত যোগাসন করলে শারীরিক নানান সমস্যা থেকে সমাধান পাওয়া যায়। পুরুলিয়া জেলার যোগাসন প্রতিযোগীরা একের পর এক সফলতা অর্জন করছেন। তারই মধ্যে নজর কেড়েছে বিএস যোগা ক্লাবের প্রতিযোগীরা। আগামী দিনে বিশ্বকাপেও তাঁরা অংশগ্রহণ করবেন বলে জানা গিয়েছে। ‌

শমিষ্ঠা ব্যানার্জি