হাতি

North Bengal Elephants: দুরন্ত গতিতে ছুটছে ট্রেন! রেললাইনে চলে এল হাতির দল! তারপর যা ঘটল… দেখুন ভিডিও

আলিপুরদুয়ার: ট্রেন চালকের তৎপরতায় রক্ষা পেল এক দল বুনো হাতি। সোমবার সকালে আলিপুরদুয়ার জেলার হাসিমারা ও মাদারিহাটের মাঝামাঝি এলাকায় দেখা মেলে বুনো হাতির দলের।

আরও পড়ুন: প্রবল বৃষ্টির কারণে হুহু করে জল ছাড়ছে ফারাক্কা ব্যারেজ, প্লাবনের আশঙ্কা জেলায় জেলায়

হঠাৎ রেললাইনে দলটি চলে আসে। বুনো হাতির দল দেখতে পেয়ে ডাউন ধুবরী শিলিগুড়ি ডেমু এক্সপ্রেসের লোকোপাইলট ট্রেনের গতি ধীরে করে দেয়। এতে বড় ধরনের দুর্ঘটনা থেকে রক্ষা পায় একদল বুনোহাতি।

গত বছরের নভেম্বর মাসে আলিপুরদুয়ার জেলার রাজাভাতখাওয়া এলাকায় ট্রেনের দ্রুত গতির কারণে মারা গিয়েছিল তিনটি হাতি। এরপর থেকে লোকো পাইলটরা জঙ্গল সংলগ্ন এলাকায় চলে এলেই সতর্ক হয়ে যান। যার ফলে এ বছর কোনও হাতিমৃত্যুর ঘটনা ঘটেনি রেললাইনে। এদিন ফের হাতির দলের প্রাণ বাঁচালেন রেলের লোকো পাইলট। দেখে নিন সেই ছবি।

Annanya Dey