Snake plant 

Tree: এই গাছের নাম শুনলে হয়ত ভয় পাবেন,  ঘরের মধ্যে রাখলে মিলবে ফ্রেশ অক্সিজেন 

গাছ পরিবেশের বন্ধু। কিন্তু ঘরের ভেতরে লাগানো যায় গাছ। যা শুরু বাইরের নয়, ঘরের বাস্তুতন্ত্র রক্ষা করে।
গাছ পরিবেশের বন্ধু। কিন্তু ঘরের ভেতরে লাগানো যায় গাছ। যা শুরু বাইরের নয়, ঘরের বাস্তুতন্ত্র রক্ষা করে।
একটি গাছ যার হাজারও গুণ। এটি সহজে মৃত্যু হয় না। বেশ অনেক বছর ধরে এই গাছ পরিবেশের পাশাপাশি মানুষেরও উপকার করে।
একটি গাছ যার হাজারও গুণ। এটি সহজে মৃত্যু হয় না। বেশ অনেক বছর ধরে এই গাছ পরিবেশের পাশাপাশি মানুষেরও উপকার করে।
বিভিন্ন দূষিত গ্যাস পদার্থ শুষে নিয়ে পরিবেশে দেয় বিশুদ্ধ অক্সিজেন। যা রুমের ভেতরের ভারসাম্য বজায় রাখে। বাড়িতেই রাখুন এই গাছ।
বিভিন্ন দূষিত গ্যাস পদার্থ শুষে নিয়ে পরিবেশে দেয় বিশুদ্ধ অক্সিজেন। যা রুমের ভেতরের ভারসাম্য বজায় রাখে। বাড়িতেই রাখুন এই গাছ।
বাড়িতেই লাগান স্নেক প্ল্যান্ট। নাম শুনে নাক শিটকালেও এই গাছের গুণাগুণ অবাক করবে।সামান্য পরিচর্যায় এই গাছ বেঁচে থাকে অনেক দিন।
বাড়িতেই লাগান স্নেক প্ল্যান্ট। নাম শুনে নাক শিটকালেও এই গাছের গুণাগুণ অবাক করবে।সামান্য পরিচর্যায় এই গাছ বেঁচে থাকে অনেক দিন।
পরিবেশবিদ মৌসম জানা জানাচ্ছেন, এই গাছ পরিবেশের দূষিত কার্বন ডাই অক্সাইড, জেলিন, বেনজিন শোষণ করে পরিবেশে মুক্ত অক্সিজেন দেয়। বিষাক্ত রাসায়নিক শোষণ করে সুরক্ষা প্রদান করে।
পরিবেশবিদ মৌসম জানা জানাচ্ছেন, এই গাছ পরিবেশের দূষিত কার্বন ডাই অক্সাইড, জেলিন, বেনজিন শোষণ করে পরিবেশে মুক্ত অক্সিজেন দেয়। বিষাক্ত রাসায়নিক শোষণ করে সুরক্ষা প্রদান করে।
বাড়ির যেকোনও কোনায় রাখা যাবে এই গাছ। সামান্য পরিচর্যায় বড় হবে। ডাল পালা কম, তাই ঘরের পরিবেশ রক্ষা করতে এই গাছ লাগান।
বাড়ির যেকোনও কোনায় রাখা যাবে এই গাছ। সামান্য পরিচর্যায় বড় হবে। ডাল পালা কম, তাই ঘরের পরিবেশ রক্ষা করতে এই গাছ লাগান।