ত্রিপল টাঙিয়ে মূর্তি তৈরির কাজ চলছে

Bangla Video: সামনেই গণেশ পুজো! আবহাওয়ার খামখেয়ালিপনায় চিন্তায় মৃৎশিল্পীরা

শিলিগুড়ি: মৃৎশিল্পীদের এখন শ্বাস নেবার জো নেই। প্রতিটি শিল্পীর কারখানায় এখন দিনরাত চলছে গণেশ প্রতিমা তৈরির কাজ। কিন্তু এরই মধ্যে বাদ সাধছে বৃষ্টি। মাঝেমাঝেই বৃষ্টি হওয়ায় মাথায় হাত পড়েছে মৃৎশিল্পীদের। কুমোরটুলি ও আশপাশ এলাকার বেশ কিছু অঞ্চলে রীতিমতো জল জমতে শুরু করেছে । এর ফলে প্রতিমাশিল্পীদের অনেককেই প্রতিমা টেনে কারখানার ভিতরে ঢোকাতে হয়। এর মধ্যে অধিকাংশ শিল্পীরই কারখানার মধ্যে জায়গা ভীষণ ছোট। তাই বেশির ভাগ শিল্পীদের খোলা আকাশের নীচেই প্রতিমা গড়তে হয়। কিন্তু এই আচমকা বৃষ্টিতে তাঁদের তৈরি প্রতিমা ভিজে যাচ্ছে। সেগুলি শুকোতে ব্যস্ত হয়ে পড়ছে শিল্পীরা। অনেকেই ব্লোয়ার এবং পেডেস্টাল ফ্যান – ভাড়া করেছেন তাতে বাড়তি খরচও হচ্ছে।

প্রসঙ্গত, পুজোর মরশুমে কুমোরটুলি জুড়ে বিরাট কর্মকাণ্ড চলে। শহরের শ’পাঁচেক প্রতিমাশিল্পী রয়েছে। তারপরে বাইরে থেকে প্রচুর কর্মচারী শিলিগুড়িতে আসে মূর্তি তৈরি করতে। বৃষ্টির মরশুমে প্রতিমা বাঁচাতে তাঁরা কোনওমতে প্লাস্টিকের চাদরে প্রতিমা ঢেকে রাখেন।

আরও পড়ুন: এবার পুজোয় ১৫০ টাকায় জামা কাপড়, ব্যাপক ভিড় ক্রেতাদের! কোথায় জনুন

এইসময় শিলিগুড়ির মৃৎশিল্পী পাপাই পাল জানালেন, বৃষ্টি চিরকালই আমাদের শত্রু রয়েছে। বৃষ্টি  হওয়াতে আমরা অনেক পিছিয়ে যাচ্ছি। পুজো তো আর পেছাবে না কিন্তু আমরা পিছিয়ে যাচ্ছি। ব্লোয়ার আর ফ্যান দিয়ে মূর্তি শুকোনোর কাজ চলছে। এগুলি ভাড়া করতে আমাদের বহু টাকা খরচ হয়। কিন্তু সময়ে কাজ শেষ করতে গেলে ব্লোয়ার ও ফ্যান ভাড়া নেওয়া ছাড়া কোনও উপায় নেই। এভাবে প্রতিমার দামও বেড়ে যাচ্ছে। কিন্তু আমাদের কিছুই করার নেই।

অনির্বাণ রায়