রামগোপালপুরের পার্কে ডাইনোসর 

Bangla Video: এবার সুন্দরবনের পার্কে দেখা মিলবে ডাইনোসরের! কোথায় জানুন

দক্ষিণ ২৪ পরগনা: সুন্দরবনের প্রত্যন্ত এলাকা রামগোপালপুরে তৈরি হচ্ছে সুসজ্জিত পার্ক। ইতিমধ্যে সেখানে হাতি, জিরাফ, ডাইনোসর, হরিণ বসানো হয়েছে। পার্কের কাজ প্রায় শেষের দিকে। কাকদ্বীপ বিধানসভার অন্তর্গত রামগোপালপুরের গোপালনগর খালপাড়ে প্রায় দু কিলোমিটার এলাকা জুড়ে গড়ে উঠছে অত্যাধুনিক রামগোপালপুর ইকো ট্যুরিজম পার্ক।

প্রায় পাঁচ বিঘা জায়গার উপরে এই পার্ক তৈরি হচ্ছে। পার্কে ২০০ টি বেঞ্চ, হাতি জলহস্তী, জিরাফ সহ বিভিন্ন পশু পাখির মূর্তি তৈরি করা হয়েছে। মূল পার্কের মধ্যে ছোটদের জন্য আলাদা করে করা হবে চিল্ড্রেন পার্ক। পুজোর আগেই কাজ মোটামুটি শেষ হবে। তবে এটির সবকাজ শেষ হয়ে উদ্বোধন হতে পারে বিধানসভা নির্বাচনের আগে‌। পার্কের কাজ শেষ না হলেও এখন থেকে অনেকেই আসছেন এখানে।

আরও পড়ুন: মার্কশিটে নম্বরে গড়মিল, বিশ্ববিদ্যালয়ে জাস্টিস চাইতে হাজির কলেজ পড়ুয়ারা

এ নিয়ে স্থানীয় প্রধান সমীরন দাস জানিয়েছেন, এই এলাকার ভূমিপুত্র এবং কাকদ্বীপ পঞ্চায়েত সমিতির সহ-সভাপতি সত্যব্রত মাইতির উদ্যোগে বিধায়কের সহযোগিতায় এই পার্ক তৈরি করা হচ্ছে। জোরকদমে পার্ক তৈরির কাজ চলছে। আশা করা যায় পুজোর আগেই পার্ক একটি রূপ পাবে‌। পার্ক নির্মাণ নিয়ে আশাবাদী স্থানীয় বাসিন্দারাও।

নবাব মল্লিক