পড়াশুনা শেখানো হচ্ছে

Alipurduar News: বড়দের পড়াশোনা শেখানোর দায়িত্ব নিল ছোটরা! তারাই এখন স্যার-ম্যাডাম গুরুজনদের

আলিপুরদুয়ার: পড়ুয়াদের কারও বয়স ৬০ আবার কারও বয়স ৭০। পড়াশুনোর ইচ্ছে ছোটবেলাতে থাকলেও তা পরবর্তীতে হয়ে ওঠেনি বিভিন্ন বাধার সম্মুখীন হয়ে। পানিঝোরা গ্রামে এমনই একদলের পড়ুয়াদের শিক্ষক একদল তরুণ-তরুণী।

রাজাভাতখাওয়া সংলগ্ন এলাকায় অবস্থিত পানিঝোরা গ্রাম। বাসিন্দা সংখ‍্যা ৩০০ জন। স্বাক্ষর নন ৮০% গ্রামবাসী। যারা পড়াশুনো করছেন তারাই তাদের ঠাকুমা,দাদুদের পড়াশুনো শেখানোর দায়িত্ব কাঁধে নিয়েছেন। একটু বিকেল হলেই এখন গ্রামে প্রবেশ করলেই দেখা যায় একদল তরুণ-তরুণী পড়াশুনা শেখানোর কাজ করছেন বাড়ি বাড়ি ঘুরে। তাদের কাছেই হাতে খড়ি হচ্ছে বয়স্কদের ৷

আলিপুরদুয়ারের বক্সা ব্যাঘ্র-প্রকল্পের পানিঝোড়া গ্রামের প্রতিটি ঘরে যারা শিক্ষার আলো পৌঁছে দিচ্ছে, তাদের বয়স সাকূল্যে ১৪ থেকে ২২ বছরের স্কুল-কলেজ পড়ুয়ারা। হাত ধরে লিখতে পড়তে শিখে আহ্লাদে আটখানা প্রবীণ গ্রামবাসীরা৷ আগামী প্রজন্মের কারিগরদের এই উদ্যোগে উচ্ছ্বসিত জেলাশাসকও।

আরও পড়ুনঃ North 24 Parganas News: বিজ্ঞান বিষয়ে আগ্রহ বাড়াতে গ্রামের স্কুলে পৌঁছে যাচ্ছে ভ্রাম্যমান প্রদর্শনী

আলিপুরদুয়ারের জেলাশাসক আর বিমলা জানান,”ওদেরকে দেখে আমরাও উৎসাহ পাচ্ছি । এত বয়স হয়ে যাওয়ার পরও গ্রামের মানুষ ছোট ছোট ছেলেমেয়েদের কাছ থেকে লেখাপড়া শিখছে । এটা দেখে খুবই ভালো লাগছে। পড়ুয়ারাও এতে খুব আনন্দিত। জেলা প্রশাসনের সহায়তা চলবে।”

Annanya Dey