সাইবার সেল এর উদ্বোধন 

Birbhum News: অপরাধ রুখতে বিশেষ উদ্যোগ,সিউড়ির পর বোলপুরেও সাইবার থানা

বীরভূম : বর্তমানে মূলত তথ্য প্রযুক্তির যুগে ইন্টারনেটের মাধ্যমে বেড়ে চলা অপরাধের দড়ি টানতে উদ্বোধন সাইবার সেল।এই সেল মূলত সাইবার ক্রাইম এবং বিশেষ নজরদারির কাজ করবে।এছাড়াও ফোনের মাধ্যমে প্রতারণা, জালিয়াতি, ক্রাইমের ঘটনা অত্যধিক বেড়েই চলেছে।ফলে মানুষ প্রতিনিয়ত বিপদের সম্মুখীন হচ্ছেন।আর সেই কারণে বীরভূমের সদর শহর সিউড়ির পর বোলপুর মহকুমার জন্য শান্তিনিকেতনে শ্যামবাটি এলাকায় সাইবার সেলের উদ্বোধন করা হয়।এছাড়াও সাইবার অ্যাসিস্ট্যান্ট সেলের হেল্প নম্বরও করা হয়।

আনুষ্ঠানিক উদ্বোধন করেন বোলপুরের অতিরিক্ত পুলিশ সুপার রানা মুখোপাধ্যায়, মহকুমা পুলিশ আধিকারিক রিকি আগরওয়াল, শান্তিনিকেতন থানার ওসি কস্তুরী মুখোপাধ্যায় চট্টোপাধ্যায়-সহ পুলিশ প্রশাসন।সাইবার অপরাধ নজরে রাখতেই পুলিশ কর্মী বা আধিকারিকেরা এই সেলের সঙ্গে প্রত্যেকদিন ২৪ ঘণ্টা নিযুক্ত থাকবেন।পাশাপাশি সাধারণ মানুষকে সুরক্ষা প্রদান-সহ দ্রুত সমস্যার সমাধান প্রধান লক্ষ্যে।অভিযোগ দায় করার সঙ্গে সঙ্গেই প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে বলেই জানা যায়।

আরও পড়ুন : শান্তিনিকেতনের পর্যটকদের জন্য অভিনব উদ্যোগ বীরভূম জেলা পুলিশের

বোলপুরের অতিরিক্ত পুলিশ সুপার রানা মুখোপাধ্যায় জানান, “ইন্টারনেট এবং অ্যান্ড্রয়েড ফোন এখন সকলের হাতের মুঠোয়।ফলে ফোন থেকে নিজের অজান্তেই কোন অপরাধ হলে মানুষ সমস্যায় পড়ছেন।অনেক সময় বুঝতে পারেন না কোথায় অভিযোগ করবেন এবং কীভাবে সমস্যার সমাধান হবে।আর এই সমস্যার সমাধান দিতেই জেলা পুলিশ প্রশাসনের উদ্যোগে সাইবার সেল সর্বদা মানুষকে পরিষেবা দেবে।বিশেষ করে অনলাইনে আর্থিক প্রতারণা এবং ব্যাঙ্ক বা এটিএম জালিয়াতি, সোশ্যাল মিডিয়া মারফত ঘৃণা বা হিংসা ছড়ানো ছাড়াও একাধিক বিষয়গুলির মোকাবিলার জন্যই চালু করা হয়েছে সাইবার সেল।ভবিষ্যতে সেলের প্রযুক্তিগত উন্নতিও ঘটনা হবে।”

আরও পড়ুন : ভাবা যায়! কন্যার পর এবার অনুব্রতর বাড়ি ফেরার অপেক্ষায় মহারাষ্ট্রের মানুষরা! কেন? অবাক হয়ে যাবেন

এখন আর জেলাসদর সিউড়িতে গিয়ে অভিযোগ জানাতে হবে না।বোলপুর মহকুমার বাসিন্দারা শান্তিনিকেতনের সাইবার অ্যাসিস্ট্যান্ট সেলে এসেই অভিযোগ জানাতে পারবেন।এছাড়াও শান্তিনিকেতন উল্লেখযোগ্য পর্যটনকেন্দ্র।দূর দূরান্তের দেশ-বিদেশের পর্যটকদের কথা মাথায় রেখে মানুষকে সুরক্ষা রাখা এই সেলের অন্যতম প্রধান লক্ষ্য।

আরও খবর পড়তে ফলো করুন
https://whatsapp.com/channel/0029VaA776LIN9is56YiLj3F 

তবে সাইবার সেল থাকলেও পুলিশ প্রশাসন সাধারণ মানুষের কাছে আবেদন জানাচ্ছেন সচেতন হয়ে ইন্টারনেট এবং ফোন ব্যবহার করার জন্য।

সৌভিক রায়