ডোবার রূপ নিয়েছে রাস্তা 

North 24 Parganas News: নেই নর্দমা! বর্ষা এলেই জলমগ্ন বসিরহাটের রাস্তা যেন ডোবা

উত্তর ২৪ পরগনা: বর্ষা এলেই জলমগ্ন বসিরহাটের রাস্তা যেন ডোবা। প্রথম অবস্থায় দেখলে মনে হবে যেন রাস্তা নয়, কোন এক ডোবা কিংবা জলাশয়ের মধ্য দিয়ে তরতর করে এগিয়ে চলছে মোটরবাইক, সাইকেল সহ একাধিক যান। পুজোর আগে রাস্তা যেন একপ্রকার জলাশয় কিংবা ডোবার রূপ নিয়েছে। কয়েকদিনের হালকা ও ভারী বৃষ্টিতে রাস্তায় জল জমে ভোগান্তির শিকার বসিরহাটের দেবীপুর এলাকার মানুষ। সামানো বৃষ্টি হলেই রাস্তার উপর জমে জল। এলাকাবাসীদের দাবি বছরের পর বছর এমনই অবস্থায় পড়ে উত্তর ২৪ পরগনা জেলার বসিরহাট মহকুমার বসিরহাট দু নম্বর ব্লকের রাজেন্দ্রপুর গ্রাম পঞ্চায়েতের দক্ষিণ দেবীপুর এলাকায়।

আরও পড়ুন: ‘আমার কাছে ওঁরা ভগবান’, রাত ঘনাচ্ছে, স্বাস্থ্য ভবনের সামনে হঠাৎ হাজির এক বাবা! যা করলেন, চমকে উঠল সকলে

রাস্তায় এক হাঁটু করে জল কোথাও রাস্তায় জল জমে আরও গভীর। জলাশয়ের জল ছাপিয়ে জল থই থই অবস্থা। তার কারণে বিষাক্ত সাপের উপদ্রবও বাড়তে পারে বলে আশঙ্কা এলাকাবাসীর। স্থানীয় এক গ্রামবাসী জানান রাস্তা সংলগ্ন এলাকার সমস্ত বাড়ির জল বৃষ্টি হলেই জমে রাস্তার উপর। নেই নর্দমা সে কারণেই অল্প থেকে ভারী বৃষ্টি হলেই দিনের পর দিন এমনই ভাবে জল জমে থাকে রাস্তার উপর। স্থানীয় গ্রাম পঞ্চায়েতে জানিয়েও কোন ফল হয়নি। রাস্তায় এমন জল জমে থাকার ফলে দীর্ঘদিনের সমস্যায় ভোগান্তির শেষ নেই এলাকার মানুষের। এলাকার সাধারণ মানষের দাবি রাস্তার জমা জল দূর হোক, এই ভোগান্তির অবসান হোক।
আরও খবর পড়তে ফলো করুন
https://whatsapp.com/channel/0029VaA776LIN9is56YiLj3F

জুলফিকার মোল্যা