কার্শিয়ং

North Bengal Trip: দার্জিলিংয়ের ভিড় এড়িয়ে ডেস্টিনেশন হোক কার্শিয়ংয়ের এই অচেনা জায়গা! আজীবন মুগ্ধতা থেকে যাবে

*পাহাড় মানেই সকলের কাছে একটা আবেগ, তাই তো ছুটি হোক বা উইকেন্ডে একটু সুযোগ পেলেই পাহাড়ে ছুটে আসে পাহাড়প্রেমীরা। বর্তমানে পাহাড়ের এই জায়গায় দাঁড়িয়ে আপনার চোখের সামনে ভেসে উঠবে পুরো কার্শিয়ং শহর। প্রতিবেদনঃ সুজয় ঘোষ। সংগৃহীত ছবি। 
*পাহাড় মানেই সকলের কাছে একটা আবেগ, তাই তো ছুটি হোক বা উইকেন্ডে একটু সুযোগ পেলেই পাহাড়ে ছুটে আসে পাহাড়প্রেমীরা। বর্তমানে পাহাড়ের এই জায়গায় দাঁড়িয়ে আপনার চোখের সামনে ভেসে উঠবে পুরো কার্শিয়ং শহর। প্রতিবেদনঃ সুজয় ঘোষ। সংগৃহীত ছবি।
*দার্জিলিং যাওয়ার পথে কার্শিয়ংয়ের এই জায়গায় এলে নিমেষেই মন ভাল হবে আপনার।‌ যার পরিচিত নাম কার্শিয়ং টিভি টাওয়ার। পাহাড়ের কোলে চারিদিকে প্রকৃতির মাঝে এই জায়গায় এলে আপনার পায়ের নিচে ভাসবে। মেঘ যেন কিছুক্ষণের জন্য মনে হবে আপনি মেঘের উপরে দাঁড়িয়ে রয়েছেন। সংগৃহীত ছবি। 
*দার্জিলিং যাওয়ার পথে কার্শিয়ংয়ের এই জায়গায় এলে নিমেষেই মন ভাল হবে আপনার।‌ যার পরিচিত নাম কার্শিয়ং টিভি টাওয়ার। পাহাড়ের কোলে চারিদিকে প্রকৃতির মাঝে এই জায়গায় এলে আপনার পায়ের নিচে ভাসবে। মেঘ যেন কিছুক্ষণের জন্য মনে হবে আপনি মেঘের উপরে দাঁড়িয়ে রয়েছেন। সংগৃহীত ছবি।
*বর্তমানে দার্জিলিংয়ের বুকে কার্শিয়াং পাহাড়ের কোলে গড়ে ওঠা এই জায়গায় ভিড় জমাচ্ছে পর্যটকেরা। কার্শিয়ং টিভি টাওয়ারের ঠিক নিচে এই জায়গা মন ভাল করবে আপনার। আপনি যদি দার্জিলিং গিয়ে থাকেন অথচ এই জায়গায় যাননি তাহলে বড় মিস করছেন। সংগৃহীত ছবি। 
*বর্তমানে দার্জিলিংয়ের বুকে কার্শিয়াং পাহাড়ের কোলে গড়ে ওঠা এই জায়গায় ভিড় জমাচ্ছে পর্যটকেরা। কার্শিয়ং টিভি টাওয়ারের ঠিক নিচে এই জায়গা মন ভাল করবে আপনার। আপনি যদি দার্জিলিং গিয়ে থাকেন অথচ এই জায়গায় যাননি তাহলে বড় মিস করছেন। সংগৃহীত ছবি।
*পর্যটকদের জন্য এই জায়গায় রাত্রিযাপনের জন্য তৈরি হয়েছে একাধিক হোমস্টে। এই জায়গায় ঘরের ভেতরে বসেই পুরো জানালা দিয়ে আপনাকে উঁকি দেবে কার্শিয়ং শহর। এই জায়গায় দাঁড়িয়ে আপনি যে দিকে তাকাবেন সেদিকেই সবুজের ঘেরা পাহাড় যেন আপনাকে হাতছানি দেবে। সংগৃহীত ছবি। 
*পর্যটকদের জন্য এই জায়গায় রাত্রিযাপনের জন্য তৈরি হয়েছে একাধিক হোমস্টে। এই জায়গায় ঘরের ভেতরে বসেই পুরো জানালা দিয়ে আপনাকে উঁকি দেবে কার্শিয়ং শহর। এই জায়গায় দাঁড়িয়ে আপনি যে দিকে তাকাবেন সেদিকেই সবুজের ঘেরা পাহাড় যেন আপনাকে হাতছানি দেবে। সংগৃহীত ছবি।
*ঠান্ডা আবহাওয়ায় বারবিকিউ খেতে খেতে রাতের অন্ধকারে জোনাকির মত জ্বলতে থাকা কার্শিয়ং শহরকে দু-চোখ ভরে দেখতে পাবেন আপনি। আপনি চাইলে এখানে থেকে ডাউহিল ,পাইন ফরেস্ট-সহ বিভিন্ন জায়গার দর্শন করতে পারেন। সংগৃহীত ছবি। 
*ঠান্ডা আবহাওয়ায় বারবিকিউ খেতে খেতে রাতের অন্ধকারে জোনাকির মত জ্বলতে থাকা কার্শিয়ং শহরকে দু-চোখ ভরে দেখতে পাবেন আপনি। আপনি চাইলে এখানে থেকে ডাউহিল ,পাইন ফরেস্ট-সহ বিভিন্ন জায়গার দর্শন করতে পারেন। সংগৃহীত ছবি।
*এখানে ঘুরতে আসা এক পর্যটক সন্দীপ ধর বলেন, চারিদিকে সারি সারি পাহাড় তার মাঝে এই জায়গা সত্যিই অসাধারণ, এখানে এসে তিন ধরনের আবহাওয়া অনুভব করতে পারলাম। এখানে দাঁড়িয়ে পুরো শহরকে দেখে মন ভরে গেল। সংগৃহীত ছবি। 
*এখানে ঘুরতে আসা এক পর্যটক সন্দীপ ধর বলেন, চারিদিকে সারি সারি পাহাড় তার মাঝে এই জায়গা সত্যিই অসাধারণ, এখানে এসে তিন ধরনের আবহাওয়া অনুভব করতে পারলাম। এখানে দাঁড়িয়ে পুরো শহরকে দেখে মন ভরে গেল। সংগৃহীত ছবি।
*দার্জিলিং যাওয়ার পথে কার্শিয়ংয়ের বুকে এই জায়গা বর্তমানে পর্যটকদের কাছে অত্যন্ত জনপ্রিয় হয়ে উঠেছে। এখান থেকে পুরো শহরকে ক্যামেরাবন্দি করতে ভিড় জমাচ্ছে পর্যটকেরা। সংগৃহীত ছবি।
*দার্জিলিং যাওয়ার পথে কার্শিয়ংয়ের বুকে এই জায়গা বর্তমানে পর্যটকদের কাছে অত্যন্ত জনপ্রিয় হয়ে উঠেছে। এখান থেকে পুরো শহরকে ক্যামেরাবন্দি করতে ভিড় জমাচ্ছে পর্যটকেরা। সংগৃহীত ছবি।