দুর্গাপুজোয় শামিল থাকবেন অনুব্রত মণ্ডল।

Anubrata Mondal Durga Puja 2024: দুর্গাপুজোর আগেই সাজছে বীরভূম, ঠিক কখন বাড়ি পৌঁছবেন কেষ্ট? পছন্দের খাবারের কী রয়েছে? জানুন

*ঘরের ছেলে, ঘরে ফিরছে! আরও স্পষ্ট করে বললে অনুব্রত মণ্ডল ফিরছে বীরভূম। আজ থেকে ঠিক দু-বছর আগে অনুব্রত মণ্ডলের নামে 'বাঘে গরুতে এক ঘাটে জল খেত', এমনটাই বলেন তৃণমূলের কর্মীর সমর্থক থেকে শুরু করে বীরভূমের বাসিন্দারা। প্রতিবেদনঃ সৌভিক রায়। 
*ঘরের ছেলে, ঘরে ফিরছে! আরও স্পষ্ট করে বললে অনুব্রত মণ্ডল ফিরছে বীরভূম। আজ থেকে ঠিক দু-বছর আগে অনুব্রত মণ্ডলের নামে ‘বাঘে গরুতে এক ঘাটে জল খেত’, এমনটাই বলেন তৃণমূলের কর্মীর সমর্থক থেকে শুরু করে বীরভূমের বাসিন্দারা। প্রতিবেদনঃ সৌভিক রায়।
*তবে দীর্ঘ দু-বছর ধরে অনুব্রত মণ্ডল নেই, আর তার ফলেই চিত্রটা অনেকটা বদলেছে। সামনেই দুর্গাপুজো আর এই দুর্গাপুজোর আগেই অনুব্রত কন্যা সুকন্যা এবং অনুব্রত মণ্ডল একসঙ্গে ফিরবেন বীরভূম। এই নিয়ে প্রস্তুতি এখন তুঙ্গে। সংগৃহীত ছবি। 
*তবে দীর্ঘ দু-বছর ধরে অনুব্রত মণ্ডল নেই, আর তার ফলেই চিত্রটা অনেকটা বদলেছে। সামনেই দুর্গাপুজো আর এই দুর্গাপুজোর আগেই অনুব্রত কন্যা সুকন্যা এবং অনুব্রত মণ্ডল একসঙ্গে ফিরবেন বীরভূম। এই নিয়ে প্রস্তুতি এখন তুঙ্গে। সংগৃহীত ছবি।
*বছর দুই পর গ্রামের বাড়ির দুর্গাপুজোয় অংশ নেবেন অনুব্রত মণ্ডল ও তাঁর মেয়ে সুকন্যা মণ্ডল। অনুব্রত না-থাকায় জৌলুস হারিয়েছিল নানুরের হাটসেরান্দী গ্রামে শতাধিক বছরের প্রাচীন মণ্ডল বাড়ির পুজো। অনুব্রত ফিরছেন শুনে পুজোর প্রস্তুতি জোরকদমে। পরিবারের লোকজন বলছেন, ঘরের ছেলে ঘরে ফিরলে জৌলুস বাড়বে পুজোর। অনুব্রতর জামিন হতেই উচ্ছ্বসিত বীরভূম তৃণমূলের একাংশ নেতা থেকে কর্মীরা। সংগৃহীত ছবি। 
*বছর দুই পর গ্রামের বাড়ির দুর্গাপুজোয় অংশ নেবেন অনুব্রত মণ্ডল ও তাঁর মেয়ে সুকন্যা মণ্ডল। অনুব্রত না-থাকায় জৌলুস হারিয়েছিল নানুরের হাটসেরান্দী গ্রামে শতাধিক বছরের প্রাচীন মণ্ডল বাড়ির পুজো। অনুব্রত ফিরছেন শুনে পুজোর প্রস্তুতি জোরকদমে। পরিবারের লোকজন বলছেন, ঘরের ছেলে ঘরে ফিরলে জৌলুস বাড়বে পুজোর। অনুব্রতর জামিন হতেই উচ্ছ্বসিত বীরভূম তৃণমূলের একাংশ নেতা থেকে কর্মীরা। সংগৃহীত ছবি।
*প্রসঙ্গত, ইডির মামলায় শুক্রবার দিল্লির রাউস অ্যাভিনিউ আদালত থেকে জামিন পেয়েছেন অনুব্রত মণ্ডল। ১০ লক্ষ টাকার বন্ডে জামিন মঞ্জুর হয় অনুব্রত। আর পুজোর আগেই তৃণমূল পার্টি অফিসে কার্যত খুশির হাওয়া। সংগৃহীত ছবি। 
*প্রসঙ্গত, ইডির মামলায় শুক্রবার দিল্লির রাউস অ্যাভিনিউ আদালত থেকে জামিন পেয়েছেন অনুব্রত মণ্ডল। ১০ লক্ষ টাকার বন্ডে জামিন মঞ্জুর হয় অনুব্রত। আর পুজোর আগেই তৃণমূল পার্টি অফিসে কার্যত খুশির হাওয়া। সংগৃহীত ছবি।
*পার্টির পাশাপাশি কাছের মানুষেরাও আনন্দে আত্মহারা। অনুব্রত মণ্ডলের ভাই জানান, কর্মব্যস্তময় জীবনে অনুব্রত মণ্ডল বিভিন্ন ধরনের তেল-ঝাল-মশলাদার খাবার খেতে পছন্দ করেন। সংগৃহীত ছবি। 
*পার্টির পাশাপাশি কাছের মানুষেরাও আনন্দে আত্মহারা। অনুব্রত মণ্ডলের ভাই জানান, কর্মব্যস্তময় জীবনে অনুব্রত মণ্ডল বিভিন্ন ধরনের তেল-ঝাল-মশলাদার খাবার খেতে পছন্দ করেন। সংগৃহীত ছবি।
*পুজোর সময় গ্রামের বাড়ি এসে অনুব্রত ডাল, ভাত, আলু পোস্ত এবং মাছের টক খেতে ভালবাসতেন। তিহারে জেলবন্দি থাকায় দু-বছর বাড়ির পুজোয় অংশগ্রহণ করতে পারেনি। কিন্তু এ বছর বাড়ি ফিরছেন, তাই পুজোর চারদিন রান্নাও হবে কেষ্টর পছন্দের মতো। সংগৃহীত ছবি। 
*পুজোর সময় গ্রামের বাড়ি এসে অনুব্রত ডাল, ভাত, আলু পোস্ত এবং মাছের টক খেতে ভালবাসতেন। তিহারে জেলবন্দি থাকায় দু-বছর বাড়ির পুজোয় অংশগ্রহণ করতে পারেনি। কিন্তু এ বছর বাড়ি ফিরছেন, তাই পুজোর চারদিন রান্নাও হবে কেষ্টর পছন্দের মতো। সংগৃহীত ছবি।
*বোলপুরের নিচুপট্টিতে অনুব্রত মণ্ডলের বাড়ি৷ তবে তাঁর আসল বাড়ি বীরভূমের নানুর থানার অন্তর্গত হাটসেরান্দী গ্রামে। প্রায় একশো বছরেরও বেশি সময় ধরে দুর্গাপুজো হয় এই বাড়িতে। গ্রামের লোকের কাছে মণ্ডল বাড়ির দুর্গাপুজো খুবই প্রিয়। পুজোর চারদিন এই বাড়িতে যাতায়াত লেগে থাকে গ্রামবাসীদের। সংগৃহীত ছবি। 
*বোলপুরের নিচুপট্টিতে অনুব্রত মণ্ডলের বাড়ি৷ তবে তাঁর আসল বাড়ি বীরভূমের নানুর থানার অন্তর্গত হাটসেরান্দী গ্রামে। প্রায় একশো বছরেরও বেশি সময় ধরে দুর্গাপুজো হয় এই বাড়িতে। গ্রামের লোকের কাছে মণ্ডল বাড়ির দুর্গাপুজো খুবই প্রিয়। পুজোর চারদিন এই বাড়িতে যাতায়াত লেগে থাকে গ্রামবাসীদের। সংগৃহীত ছবি।
*রাজনীতির আঙিনায় অনুব্রতর প্রভাব যত বেড়েছে জৌলুস বেড়েছে মণ্ডল বাড়ির পুজোয়। এ বছর অনুব্রত মণ্ডল বাড়ির পুজোয় অংশ নিলে সেই জৌলুস আরও কয়েকগুণ বাড়বে বলে মনে করছেন সকলে। সংগৃহীত ছবি।
*রাজনীতির আঙিনায় অনুব্রতর প্রভাব যত বেড়েছে জৌলুস বেড়েছে মণ্ডল বাড়ির পুজোয়। এ বছর অনুব্রত মণ্ডল বাড়ির পুজোয় অংশ নিলে সেই জৌলুস আরও কয়েকগুণ বাড়বে বলে মনে করছেন সকলে। সংগৃহীত ছবি।