জামিন পেয়ে তিহাড় থেকে মুক্তির পর মেয়ে সুকন্যা মণ্ডলের সঙ্গে গত সোমবার রাতের বিমানেই কলকাতার উদ্দেশে রওনা দিয়েছিলেন তিনি।

Anubrata Mondal: ‘দাদা’র সঙ্গে দেখা করতে আসছেন সকলে, অনুব্রত মণ্ডলকে ঘিরে নজরকাড়া উচ্ছ্বাস

*দীর্ঘ দু-বছর পর অবশেষে মঙ্গলবার সকাল ৯'টা নাগাদ বাড়ি ফেরেন কেষ্ট। প্রথমে দিল্লি বিমানবন্দর থেকে কলকাতা তার পর সেইখান থেকে সোজা পৌঁছে যান বোলপুর শান্তিনিকেতনে তাঁর নিচুপট্টির বাড়িতে। প্রতিবেদনঃ সৌভিক রায়। ফাইল ছবি। 
*দীর্ঘ দু-বছর পর অবশেষে মঙ্গলবার সকাল ৯’টা নাগাদ বাড়ি ফেরেন কেষ্ট। প্রথমে দিল্লি বিমানবন্দর থেকে কলকাতা তার পর সেইখান থেকে সোজা পৌঁছে যান বোলপুর শান্তিনিকেতনে তাঁর নিচুপট্টির বাড়িতে। প্রতিবেদনঃ সৌভিক রায়। ফাইল ছবি।
*বাড়ি পৌঁছে আর বাড়ির বাইরে দেখা যায়নি অনুব্রতকে। শুধু একবার হাত দেখান শুভাকাঙ্ক্ষী দের উদ্দেশ্যে, নিজের কিছু কথা বলেন সকলের জন্য। ফাইল ছবি। 
*বাড়ি পৌঁছে আর বাড়ির বাইরে দেখা যায়নি অনুব্রতকে। শুধু একবার হাত দেখান শুভাকাঙ্ক্ষী দের উদ্দেশ্যে, নিজের কিছু কথা বলেন সকলের জন্য। ফাইল ছবি।
*২০২২ সালের ১১ অগাস্ট অনুব্রত মণ্ডল গ্রেফতার হন নিচুপট্টির বাড়ি থেকে। সেদিনও বোলপুরের নিচুপট্টিতে বীরভূম জেলা তৃণমূলের সভাপতি অনুব্রত মণ্ডলের বাড়ির সামনে ভিড় ভেঙে পড়েছিল। প্রায় দু’বছর পর (২৫ মাস) মঙ্গলবার দেখা গেল একই চিত্র। ফাইল ছবি। 
*২০২২ সালের ১১ অগাস্ট অনুব্রত মণ্ডল গ্রেফতার হন নিচুপট্টির বাড়ি থেকে। সেদিনও বোলপুরের নিচুপট্টিতে বীরভূম জেলা তৃণমূলের সভাপতি অনুব্রত মণ্ডলের বাড়ির সামনে ভিড় ভেঙে পড়েছিল। প্রায় দু’বছর পর (২৫ মাস) মঙ্গলবার দেখা গেল একই চিত্র। ফাইল ছবি।
*কিন্তু এই দু-ভিড়ের মধ্যে আসমান-জমিন ফারাক। সেদিনের ভিড় ছিল উদ্বিগ্ন মুখের। আর এদিনের ভিড় ছিল তৃণমূলের অজস্র কর্মী-সমর্থকের বাঁধভাঙা উচ্ছ্বাসের। কারণ, জামিনে মুক্ত হয়ে ঘরে ফিরলেন লালমাটির জেলার ‘বেতাজ বাদশা’। ফাইল ছবি। 
*কিন্তু এই দু-ভিড়ের মধ্যে আসমান-জমিন ফারাক। সেদিনের ভিড় ছিল উদ্বিগ্ন মুখের। আর এদিনের ভিড় ছিল তৃণমূলের অজস্র কর্মী-সমর্থকের বাঁধভাঙা উচ্ছ্বাসের। কারণ, জামিনে মুক্ত হয়ে ঘরে ফিরলেন লালমাটির জেলার ‘বেতাজ বাদশা’। ফাইল ছবি।
*মঙ্গলবারের পর তিনি বুধবার বিকেল ৪ টে ৫৫ নাগাদ তার নিচুপট্টির বাড়ি থেকে বের হন। মেয়ে সুকন্যার হাত ধরে তিনি বেরিয়ে আসেন। গিয়ে সোজা ওঠেন গাড়িতে। যদিও কেষ্ট নামার আগে তার মেয়ের পরিষ্কার ভাবে জানান, বাবার শরীর অসুস্থ কেউ ধাক্কাধাক্কি করবেন না। ফাইল ছবি। 
*মঙ্গলবারের পর তিনি বুধবার বিকেল ৪ টে ৫৫ নাগাদ তার নিচুপট্টির বাড়ি থেকে বের হন। মেয়ে সুকন্যার হাত ধরে তিনি বেরিয়ে আসেন। গিয়ে সোজা ওঠেন গাড়িতে। যদিও কেষ্ট নামার আগে তার মেয়ের পরিষ্কার ভাবে জানান, বাবার শরীর অসুস্থ কেউ ধাক্কাধাক্কি করবেন না। ফাইল ছবি।
*কেষ্ট মণ্ডল মেয়ের হাত ধরে গাড়িতে চেপে বলেন,
*কেষ্ট মণ্ডল মেয়ের হাত ধরে গাড়িতে চেপে বলেন, “আমি ২৫ মাস পর আজ বাড়ি ফিরেছি, পায়ে ব্যথা। অন্যদিকে, সুকন্যা মণ্ডল বাবাকে গাড়িতে তুলে দিয়ে ঢুকে যান বাড়ির মধ্যে। ফাইল ছবি।