অধ্যাপকের হাতে প্রতিমা তৈরি

Durga Puja 2024: অধ্যাপকের হাতেই তৈরি হচ্ছে এবার বিগ বাজেটের পুজোর প্রতিমা

উত্তর দিনাজপুর: অধ্যাপকের হাতেই তৈরি হচ্ছে এবার বিগ বাজেটের পুজোর প্রতিমা। এবারের দুর্গাপুজোয় রায়গঞ্জ শহরের অন্যতম আকর্ষণীয় অরবিন্দ স্পোর্টিং ক্লাবের পুজোয় মূর্তি তৈরি করেছেন রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের ভূগোল বিভাগের অতিথি অধ্যাপক বাপি সাহা। প্রতিদিন বিশ্ববিদ্যালয় ক্লাস করে এসে ৩-৪ ঘণ্টা সময় দিয়ে তিনি প্রতিমা তৈরি করছেন। তাঁর হাতের ছোঁয়ায় সেজে উঠছে মায়ের এক ভিন্ন ধরনের মূর্তি।

তার কথায়, ‘এবারে এমন একটি প্রতিমা তৈরির দায়িত্ব নিয়েছি, যেখানে জুরাসিক যুগের মাতৃ মূর্তির রূপ দেওয়ার চেষ্টা করছি’। জানা যায় এই মূর্তি তৈরি করতে তিনি প্রায় ৩০ থেকে ৪০ হাজার টাকা বায়না নিচ্ছেন তিনি।

আরও পড়ুন: কুলিক বন্দর ঘাটের দুর্গাপুজো…৪০০ বছর পার করে আজও অটুট ঐতিহ্য

রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের ভূগোল বিভাগের অতিথি অধ্যাপক বাপি সাহা। তিনি জানান, বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক হিসেবে নির্দিষ্ট সময়ে ক্লাস নেওয়ার পর প্রতিমা তৈরির কাজ করেন। বিশ্ববিদ্যালয় থেকে এসে দিনে ৩/৪ ঘণ্টা করে সময় দেন এ প্রতিমা তৈরির কাজে। ছোট থেকেই ছবি আঁকা ও মূর্তি তৈরি করতে ভালো লাগত তার। ছোট থেকেই বাপি সাহার হাতের কাজের প্রশংসা চারিদিকে ছড়িয়ে পড়ে। বাপি সাহা জানান, এবারে রায়গঞ্জ শহরে বিভিন্ন ক্লাব স্থানীয় শিল্পীদের দিয়ে তাদের প্রতিমা তৈরি করছেন। তাই বহু বছর পর তিনি তার শিল্পকলা সাধারণ মানুষের সামনে তুলে ধরার একটা সুযোগ পেয়েছেন।

তার কথায়, ‘এবারে এমন একটি প্রতিমা তৈরির দায়িত্ব নিয়েছি, যেখানে জুরাসিক যুগের মাতৃ মূর্তির রূপ দেওয়ার চেষ্টা করছি’। জানা যায় এই মূর্তি তৈরি করতে তিনি প্রায় ৩০ থেকে ৪০ হাজার টাকা বায়না নিচ্ছেন তিনি।

আরও পড়ুন: নিজের গয়না বন্ধক দিয়েছেন অভাবে, দুর্গা প্রতিমার জন্য গয়না বানাচ্ছেন কালিয়াগঞ্জের মায়া

এবারে তাই এই প্রথম তিনি এমন একটি প্রতিমা তৈরির দায়িত্ব নিয়েছেন, যেখানে জুরাসিক যুগের মাতৃ মূর্তির রূপ দেওয়া হচ্ছে মা দশভুজা কে। রায়গঞ্জ শহরের বিগ বাজেটের পুজোর মধ্যে অরবিন্দ স্পোটিং প্রতিবারই নতুনত্ব কিছু তুলে ধরে।

পিয়া গুপ্তা