এই পুজোয় ট্রেন যাত্রীদের জন্য সুখবর

Durga Puja Special Local Train: পুজোয় ঠাকুর দেখায় ‘নো টেনশন’, রাতভর এবার প্রচুর লোকাল ট্রেন চালাবে রেল, কখন-কোন রুটে জানুন বিস্তারিত

*পুজোয় মণ্ডপে দর্শনার্থীদের জন্য অতিরিক্ত পরিষেবা পূর্ব রেলের! হাওড়া ডিভিশন আটটি (8) দুর্গাপুজোয় অতিরিক্ত EMU ট্রেন চালাবে পূর্ব রেল। রাতজেগে প্যান্ডেল হপিং আরও আনন্দের। বাংলার মানুষের সবচেয়ে আকর্ষণের উৎসব দুর্গা পুজো। এই উৎসব যাত্রীদের আরও আনন্দময় করে তুলতে বিশেষ উদ্যোগ নিয়েছে রেল। মূলত যাতায়াতের সুবিধার্থে এবং যাত্রীদের সর্বোচ্চ সুবিধা নিশ্চিত করার জন্য দুর্গাপুজোর ক'দিন যাত্রীদের অতিরিক্ত ভিড় এড়াতে বিশেষ ব্যবস্থা। প্রতিবেদনঃ রাকেশ মাইতি। সংগৃহীত ছবি। 
*পুজোয় মণ্ডপে দর্শনার্থীদের জন্য অতিরিক্ত পরিষেবা পূর্ব রেলের! হাওড়া ডিভিশন আটটি (8) দুর্গাপুজোয় অতিরিক্ত EMU ট্রেন চালাবে পূর্ব রেল। রাতজেগে প্যান্ডেল হপিং আরও আনন্দের। বাংলার মানুষের সবচেয়ে আকর্ষণের উৎসব দুর্গা পুজো। এই উৎসব যাত্রীদের আরও আনন্দময় করে তুলতে বিশেষ উদ্যোগ নিয়েছে রেল। মূলত যাতায়াতের সুবিধার্থে এবং যাত্রীদের সর্বোচ্চ সুবিধা নিশ্চিত করার জন্য দুর্গাপুজোর ক’দিন যাত্রীদের অতিরিক্ত ভিড় এড়াতে বিশেষ ব্যবস্থা। প্রতিবেদনঃ রাকেশ মাইতি। সংগৃহীত ছবি।
*পূর্ব রেলের হাওড়া বিভাগ দৈনিক ভিত্তিতে EMU স্পেশাল ট্রেনের আটটি (8) অতিরিক্ত পরিষেবা চালু করার পরিকল্পনা গ্রহন করেছে। যথাক্রমে 10/11.10.2024, 11/12.10.2024 এবং 12/13.10.2024 এই তিনদিন ব্যান্ডেল, তারকেশ্বর এবং বর্ধমান (মেইন এবং কর্ড লাইনের মাধ্যমে) এক জোড়া হাওড়া–বর্ধমান ইএমইউ স্পেশ্যাল ব্যান্ডেল হয়ে (হাওড়া ছেড়ে 00:45 টায় বর্ধমান পৌঁছবে 03:10 মিনিটে। বর্ধমান থেকে 21:40 মিনিটে ছেড়ে হাওড়া পৌঁছবে 00:05 মিনিটে। সংগৃহীত ছবি।
*পূর্ব রেলের হাওড়া বিভাগ দৈনিক ভিত্তিতে EMU স্পেশাল ট্রেনের আটটি (8) অতিরিক্ত পরিষেবা চালু করার পরিকল্পনা গ্রহন করেছে। যথাক্রমে 10/11.10.2024, 11/12.10.2024 এবং 12/13.10.2024 এই তিনদিন ব্যান্ডেল, তারকেশ্বর এবং বর্ধমান (মেইন এবং কর্ড লাইনের মাধ্যমে) এক জোড়া হাওড়া–বর্ধমান ইএমইউ স্পেশ্যাল ব্যান্ডেল হয়ে (হাওড়া ছেড়ে 00:45 টায় বর্ধমান পৌঁছবে 03:10 মিনিটে। বর্ধমান থেকে 21:40 মিনিটে ছেড়ে হাওড়া পৌঁছবে 00:05 মিনিটে। সংগৃহীত ছবি।
*এক জোড়া হাওড়া–ডানকুনি হয়ে বর্ধমান ইএমইউ স্পেশ্যাল হাওড়া ছেড়ে 01:15 টায় বর্ধমান পৌঁছবে 03:20 মিনিটে। বর্ধমান থেকে 22:30 মিনিটে ছেড়ে হাওড়া পৌঁছবে 00:45 মিনিটে। সংগৃহীত ছবি।
*এক জোড়া হাওড়া–ডানকুনি হয়ে বর্ধমান ইএমইউ স্পেশ্যাল হাওড়া ছেড়ে 01:15 টায় বর্ধমান পৌঁছবে 03:20 মিনিটে। বর্ধমান থেকে 22:30 মিনিটে ছেড়ে হাওড়া পৌঁছবে 00:45 মিনিটে। সংগৃহীত ছবি।
*এক জোড়া হাওড়া–ব্যান্ডেল ইএমইউ স্পেশ্যাল হাওড়া থেকে 01:00 টায় ছেড়ে ব্যান্ডেলে পৌঁছবে 02:05 মিনিটে এবং ব্যান্ডেল থেকে 23:30 মিনিটে ছেড়ে হাওড়া পৌঁছবে 00:35 মিনিটে। সংগৃহীত ছবি।
*এক জোড়া হাওড়া–ব্যান্ডেল ইএমইউ স্পেশ্যাল হাওড়া থেকে 01:00 টায় ছেড়ে ব্যান্ডেলে পৌঁছবে 02:05 মিনিটে এবং ব্যান্ডেল থেকে 23:30 মিনিটে ছেড়ে হাওড়া পৌঁছবে 00:35 মিনিটে। সংগৃহীত ছবি।
*এক জোড়া শেওড়াফুলি–তারকেশ্বর ইএমইউ স্পেশ্যাল, শেওরাফুলি থেকে 00:25 মিনিটে ছেড়ে তারকেশ্বর পৌঁছবে 01:15 মিনিটে। তারকেশ্বর থেকে 23:15 মিনিটে ছেড়ে শেওড়াফুলি পৌঁছবে 00:05 মিনিটে। সংগৃহীত ছবি।
*এক জোড়া শেওড়াফুলি–তারকেশ্বর ইএমইউ স্পেশ্যাল, শেওরাফুলি থেকে 00:25 মিনিটে ছেড়ে তারকেশ্বর পৌঁছবে 01:15 মিনিটে। তারকেশ্বর থেকে 23:15 মিনিটে ছেড়ে শেওড়াফুলি পৌঁছবে 00:05 মিনিটে। সংগৃহীত ছবি।
*03051 হাওড়া-বর্ধমান (ব্যান্ডেল হয়ে) মেমু লোকাল (হাওড়া থেকে 01:50 টায় ছেড়ে যাচ্ছে) 10.10.2024, 11.10.2024, 12.10.2024 এবং 13.10.2024 তারিখে হাওড়া থেকে ব্যান্ডেল যাওয়ার পথে সমস্ত স্টেশনে থামবে। সংগৃহীত ছবি।
*03051 হাওড়া-বর্ধমান (ব্যান্ডেল হয়ে) মেমু লোকাল (হাওড়া থেকে 01:50 টায় ছেড়ে যাচ্ছে) 10.10.2024, 11.10.2024, 12.10.2024 এবং 13.10.2024 তারিখে হাওড়া থেকে ব্যান্ডেল যাওয়ার পথে সমস্ত স্টেশনে থামবে। সংগৃহীত ছবি।
*37220 ব্যান্ডেল-হাওড়া লোকাল (05:40 টায় ব্যান্ডেল ছাড়বে) উপরে উল্লিখিত সমস্ত উৎসবের দিনে তার নিজস্ব পথ এবং সময় অনুযায়ী চলবে। হাওড়া বিভাগের সমস্ত ইএমইউ লোকাল 10.10.2024, 11.10.2024, 12.10.2024 এবং 13.10.2024 (দুর্গাপুজোর জন্য), 16.10.2024 (লক্ষ্মীপুজো) এবং 31.10.2024 (কালীপুজোর জন্য) 15:00 ঘণ্টা পর্যন্ত (প্রাথমিক ভিত্তিতে) এবং তারপরে 13.10.2024 রবিবার হওয়া সত্ত্বেও, EMU ট্রেনগুলি শুধুমাত্র 15:00 ঘণ্টা পর্যন্ত চলবে। সংগৃহীত ছবি।
*37220 ব্যান্ডেল-হাওড়া লোকাল (05:40 টায় ব্যান্ডেল ছাড়বে) উপরে উল্লিখিত সমস্ত উৎসবের দিনে তার নিজস্ব পথ এবং সময় অনুযায়ী চলবে। হাওড়া বিভাগের সমস্ত ইএমইউ লোকাল 10.10.2024, 11.10.2024, 12.10.2024 এবং 13.10.2024 (দুর্গাপুজোর জন্য), 16.10.2024 (লক্ষ্মীপুজো) এবং 31.10.2024 (কালীপুজোর জন্য) 15:00 ঘণ্টা পর্যন্ত (প্রাথমিক ভিত্তিতে) এবং তারপরে 13.10.2024 রবিবার হওয়া সত্ত্বেও, EMU ট্রেনগুলি শুধুমাত্র 15:00 ঘণ্টা পর্যন্ত চলবে। সংগৃহীত ছবি।