পুরাতন বাজার সর্বজনীন দুর্গোৎসব কমিটির প্রতিমা

Durga Puja 2024: তাঁরা ছিলেন, আছেন, থাকবেন… থিম ‘চিরন্তন’! পুজোর মণ্ডপে অভিনব ভাবনা

ডায়মন্ড হারবার: ডায়মন্ড হারবার পুরাতন বাজার সর্বজনীন দুর্গোৎসব কমিটির এবছরের থিম ‘চিরন্তন’। যা দেখতে এবছর রেকর্ড সংখ্যক মানুষজন সেখানে আসবেন বলে মনে করছেন উদ্যোক্তারা। প্রতিবছর এই পুজো নতুন ভাবনা নিয়ে আসে ডায়মন্ড হারবারে।

যে সমস্ত গান ও শিল্পকর্ম মানুষের মনে গেঁথে রয়েছে। যা যুগের পর যুগ ধরে একইরকম ভাবে মানুষের কাছে জনপ্রিয় সেগুলিকে সম্মান জানাতে এবছরের পুরাতন বাজার সর্বজনীন দুর্গোৎসব কমিটির এই ভাবনা।

আরও পড়ুন: ঠিকরে বেরোবে মুখের গ্লো! রাতারাতি গায়েব ব্রণ, কালো দাগ, ট‍্যানিং…রান্নাঘরেই আছে রূপের ‘জাদুকাঠি’, পুজোতে হয়ে উঠুন নজরকাড়া

এ নিয়ে উদ্যোক্তাদের পক্ষ থেকে ফাল্গুনি দাস জানিয়েছেন, যার কোনও শেষ নেই, যে জিনিসটা একটা জায়গায় দাঁড়িয়ে রয়েছে। সেগুলি তুলে ধরতে এই থিম। মান্না দে, কিশোর কুমার, লতা মঙ্গেশকর যারা রয়েছিলেন, তাঁরা আমাদের মধ্যে চিরজীবন থাকবেন। তাঁদেরকে শ্রদ্ধা জানাতে এই থিম। এই থিম তৈরি করতে সমস্ত প্রাকৃতিক জিনিসপত্র ব্যবহার করা হয়েছে বলে জানিয়েছেন উদ্যোক্তারা।

আরও পড়ুন: ১০০ বছর পর…পুজোর সময়েই তৈরি রাজযোগ! সোনায় মুড়বে ৩ রাশির কপাল, ধন সম্পদের বন‍্যা

কোনওরকম প্লাস্টিক জাতীয় জিনিসপত্রের ব্যবহার করা হয়নি এখানে। এছাড়াও মণ্ডপ সজ্জা ও প্রতিমা তৈরির ক্ষেত্রে প্রাচীনত্বের ছাপ রয়েছে। এ নিয়ে রাজা মুখার্জি নামের এক ব্যক্তি জানিয়েছেন, বিগত কয়েকবছর ধরে হয় মণ্ডপ সজ্জা না হয় প্রতিমার উপর প্রথম পুরষ্কার ছিনিয়ে আনছে এই পুজো। এবছরও তার ব্যতিক্রম হবেনা। এই পুজো দেখতে যে এবছর ব্যাপক সংখ্যক মানুষজন আসবেন তা আর বলার অপেক্ষা রাখেনা।’’

নবাব মল্লিক