লাইফস্টাইল Fruits in Weight Loss: এই ৮ ফলের কেরামতিতে ওজন কমবে ঝড়ের বেগে! গলে জল তলপেটের মেদ! ফিগার হবে আওয়ার গ্লাস Gallery October 7, 2024 Bangla Digital Desk ফলের উপকারিতার কথা বলে শেষ করা যায় না৷ ভিটামিন, মিনারেল-সহ একাধিক পুষ্টিগুণ রয়েছে ফলে৷ মেটাবলিজম বাড়িয়ে সার্বিক সুস্থতা বজায় রাখবে ফল৷ কিন্তু জানেন কি ওজন কমাতেও অব্যর্থ কিছু ফল৷ ফাইবার ও উৎসেচক সমৃদ্ধ কিছু ফল ওজন কমাতে খুবই উপকারী৷ সঠিকভাবে দিনের নির্দিষ্ট সময়ে খেলে এই ফলগুলি ওজন কমাতে এবং তলপেটের মেদ কমাতে সিদ্ধহস্ত৷ বলছেন পুষ্টিবিদ অবনী কৌল৷ ব্লুবেরি, স্ট্রবেরি-সহ বেরিজাতীয় যে কোনও ফলে ক্যালোরি কম৷ অ্যান্টিঅক্সিড্যান্টস বেশি৷ এই ফলের খাদ্যগুণে মেটাবলিজম বাড়ে৷ কমে যায় তলপেটের মেদ৷ আঙুরের গুণে ইনসুলিনের মাত্রা কমে৷ সার্বিকভাবে ওজন কমাতে সাহায্য করে৷ আনারসে প্রচুর পরিমাণে ব্রোমেলেইন আছে৷ এই উৎসেচক পেট ফাঁপা কমায়৷ সাহায্য করে হজমে৷ প্রচুর ফাইবার ও জলীয় অংশের জন্য ওজন কমাতে সাহায্য করে৷ তরমুজে ক্যালরি কম৷ জলীয় অংশ বেশি৷ পেট দীর্ঘ ক্ষণ ভর্তি থাকে৷ দ্রুত কমে যায় ওজন৷ আপেলে প্রচুর ফাইবার এবং জল আছে৷ দীর্ঘ ক্ষণ পেটে থাকে আপেলের খাদ্যগুণ৷ ফলে ঘন ঘন খিদে পাওয়ার প্রবণতা কমে৷ ফাইবার বেশি, ক্যালরি কম৷ ফলে নাশপাতি খেলে ওজন কমাতে সাহায্য করে৷ কমলালেবুতে আছে ভিটামিন সি এবং ফাইবার৷ ঘন ঘন খিদে পাওয়ার প্রবণতা কমে৷ তলপেটের মেদ ঝরাতে সহায়ক এই শীতকালীন ফল৷ পেঁপের উৎসেচক সাহায্য করে হজমে৷ হজমের সমস্যা কমিয়ে নিয়ন্ত্রণ করে ওজন এবং তলপেটের মেদ৷