প্লেনের আদলে মন্ডপ

West Medinipur News: উৎসবকে আঁকড়ে ধরে জীবনের গান গাইছে ঘাটাল! পুজো মণ্ডপে থিমের ছড়াছড়ি

পশ্চিম মেদিনীপুর: বন্যা পরিস্থিতি কাটিয়ে ধীরে ধীরে স্বাভাবিক ছন্দে ফিরছে পশ্চিম মেদিনীপুরের ঘাটাল। বাজেট কমিয়েও বেশ কিছু জায়গায় আরাধনা হচ্ছে মহামায়ার। বন্যা প্লাবিত ঘাটালে কোথাও থিম আবার কোথাও সাবেকিয়ানায় ফুটিয়ে তোলা হয়েছে মণ্ডপ থেকে প্রতিমা। ঘাটাল মহকুমার একাধিক পুজো মণ্ডপে কোথাও চন্দ্রোদয় মন্দির, কোথাও আবার অন্যান্য থিমে ফুটিয়ে তোলা হয়েছে মণ্ডপে। বিভীষিকাময় পরিস্থিতি কাটিয়ে ছন্দে ফিরেছে সাধারণ মানুষ। পুজোর কটা দিন ভালোই ভিড় হবে বলে আশা করছেন উদ্যোক্তারা।

মাসখানেক আগে ভয়াবহ বন্যা পরিস্থিতি সৃষ্টি হয়েছিল ঘাটালে। পুজো তো দূর তখন নিজেদের জীবন বাঁচাতে মরিয়া হয়ে উঠেছিলেন সাধারণ মানুষ। তবে সেই পরিস্থিতি কাটিয়ে ছন্দে ফেরার চেষ্টায় এলাকাবাসী। এর মাঝে দেবী দুর্গার আরাধনা। ষষ্ঠী থেকে দশমী দশভূজার আরাধনায় মেতে উঠবেন আপামর বাঙালি। অন্যান্য জায়গার পাশাপাশি ঘাটাল মহকুমা জুড়ে বিভিন্ন পুজোর থিমে সাজিয়ে তোলা হয়েছে মণ্ডপ থেকে প্রতিমা।

ঘাটাল মহকুমার চাইপাট, আড়গোড়া চাতাল, সহ একাধিক জায়গায় বিভিন্ন পুজো মণ্ডপকে থিমের আদলের সাজিয়ে তুলেছেন উদ্যোক্তারা। কোথাও হয়েছে প্লেনের আদলে মণ্ডপ। যার মধ্যে দেবী দুর্গাকে পুজো করা হবে। আস্ত একটা প্লেনকে ফুটিয়ে তোলা হয়েছে সেখানে। কোথাও আবার থিম করা হয়েছে হৃদয়ের ক্যানভাস।যেখানে পুরানো ঐতিহ্যকে সাজিয়ে তুলেছেন উদ্যোক্তারা। এছাড়াও প্রাচীন মন্দিরের আদলে গড়া হয়েছে মণ্ডপ।

আরও পড়ুনঃ KKR News: মিলবে না কোনও অঙ্ক! রিটেনশনে সবথেকে বড় চমক দেবে কেকেআর! তাহলে কারা থাকছে দলে?

স্বাভাবিকভাবে বন্যার বিভীষিকা পরিস্থিতি কাটিয়ে পুজোর আনন্দে মেতে উঠতে চলেছে ঘাটালের মানুষ। বন্যার দুঃখ ভুলে বিভিন্ন থিমের আদলে পুজো মন্ডপে যে বেশ ভালো ভিড় হবে তা বলার অপেক্ষা রাখে না।।

রঞ্জন চন্দ