বিক্রি শোলার ফুল

Jalpaiguri News: আসছে কোজাগরী লক্ষ্মীপুজো! নকল শোলার কদমে বাজার ছেয়েছে, বিকোচ্ছেও সস্তায়

জলপাইগুড়ি: লক্ষ্মী পুজোয় লক্ষ্মী লাভ এই ফুলে! উমা বিদায়ের পর এখন আগমনের অপেক্ষায় লক্ষী ঠাকুর। বাজারে এখন পুজোর সরঞ্জামের দেদার সম্ভার। সবচেয়ে নজর কাড়ছে সাদা গোলাপি সহ নানা রঙ বেরঙের শোলার ফুল। তবে আসল-নকল চিনতেই হিমসিম খাচ্ছেন ক্রেতারা।কীভাবে চিনবেন আসল নকল শোলার ফুল? বিক্রেতারা জানাচ্ছেন, আসল শোলার ফুল হবে পুরোটাই সাদা। বিক্রি বাড়াতে নানা কারুকার্য করেন বিক্রেতারা।

আরও পড়ুন: স্ত্রী বিশেষভাবে সক্ষম, পিঠে চাপিয়ে পুজো দেখালেন স্বামী

অন্যদিকে, পাটকাঠি দিয়ে বানানো নকল শোলার ফুলও ছেয়ে রয়েছে বাজারে। বাড়তি চাহিদা মেটাতে বিক্রেতাদের ভরসা এগুলি। দামেরও তারতম্য রয়েছে। তাই, শোলার ফুল কেনার আগে পরখ করে নেবেন অবশ্যই। জলপাইগুড়ি শহরের বিভিন্ন বাজারে বিক্রি হচ্ছে এই শোলার ফুল। জলপাইগুড়ির কদমতলা বাজার থেকে দিন বাজারে এখন শোলার ফুলের রমরমা। এক একটি ফুলের দাম মাত্র পাঁচ টাকা করে।বিক্রেতারা বলছেন, জলপাইগুড়ি সংলগ্ন মালকানি থেকে শোলার চাষ করেন তারা। এরপর নিজেদের হাতেই বানান ফুল, তবুও যেন লাভের মুখ দেখতে পান না তারা। উৎপাদন খরচ বাড়লেও কিছুতেই শোলার ফুলের দাম বাড়ছে না, বলেই হতাশার সুরে জানান।

আরও পড়ুন:  ষষ্ঠী থেকে দশমী পেরিয়ে একাদশীর দিনে হয় ভাণ্ডানী পুজো! রাজবংশী সম্প্রদায়ে দেবী দুর্গা পূজিতা হন এই রূপে,

কিন্তু, উপার্জনের দিক মাথায় রেখে, মানুষের প্রয়োজনীয়তার কথা ভেবে বিক্রি করতে হয়। তাতেই যা লক্ষীলাভ হয়! তবে দাম কম হলেও এবছর ভাল বিক্রি হচ্ছে, লক্ষী লাভও ভাল হচ্ছে বলেই হাসি মুখে জানালেন বিক্রেতাদের একাংশ। আপাতত জলপাইগুড়ির বাজার ছেয়ে রয়েছে লক্ষী প্রতিমা থেকে শুরু করে লক্ষী আরাধনার যাবতীয় সরঞ্জামে। বাঙালীর উৎসবের মাসে পুরোই জমজমাট শহরের বিভিন্ন বাজার।

সুরজিৎ দে