জলপাইগুড়ি: উমা বিদায়ের পর মাদলের তালে মাতল চা বাগান! চোখে জল নিয়ের ফের শুরু মা’এর আগমনের দিন গোনা। মা বিদায়ের পালায় চোখে জল এলেও হাসি মুখে মা’কে বিদায় জানাতে ঐতিহ্যবহনকারী গান এবং মাদলের তালে উৎসবের মেজাজে উত্তরের জলপাইগুড়ির ডেঙ্গুয়াঝাড় চা বাগানের শ্রমিকরা। বিজয়ার পর এমনই ছবি চোখে পড়ল জলপাইগুড়িতে।
আরও পড়ুন: আসছে কোজাগরী লক্ষ্মীপুজো! নকল শোলার কদমে বাজার ছেয়েছে, বিকোচ্ছেও সস্তায়
ডেঙ্গুয়াঝাড় চা বাগানের পথ ধরে যেতেই সবুজ উজ্জ্বল তিন কুড়ি চা পাতার ফাঁক দিয়ে কানে আসে মাদলের তাল তোলার শব্দ। মনমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠানে নাচ, গানের সঙ্গে রয়েছে মাদলের তাল। আদিবাসীদের ঐতিহ্যবাহী সংস্কৃতিকে ধরে রাখতেই এই উদ্যোগ। আদিবাসী শ্রমিকদের কথায় জানা যায়, আদিবাসী নৃত্য এবং গান এই দুইকে টিকিয়ে রাখতেই প্রত্যেক বছর বিজয়ার পর এই উৎসবের আয়োজন হয়ে থাকে ধুমধাম করে। প্রায় একশ বছর ধরে বিজয়ার পর এই উৎসবের হাত ধরে টিকে রয়েছে আদিবাসী চা শ্রমিকদের ঐতিহ্যবাহী সংস্কৃতি।
আরও পড়ুন: ডান্ডিয়া ও গরবা উৎসবে মেতে উঠল উত্তরবঙ্গ, হাসিমারায় গুজরাতি ছোঁয়া
আগে জনসমাগম না হলেও বর্তমানে মাদলের তালের সাক্ষী হতে ,গান শুনতে কিংবা নাচ দেখতে জমজমাট ভিড় হয় চা বাগান এলাকায় । এখন শহর থেকে খানিক দূরে এই চা বাগান মুখী হয় শহরের বাবুরাও। স্থানীয় মানুষদের কাছেও অত্যন্ত জনপ্রিয় এই উৎসব। বলাই যায়, বিজয়া দশমীর দিন চা বাগান এলাকা উমা বিদায়ের শোক কাটিয়ে মাদলের তালে আদিবাসী নাচে যেন মেতে ওঠে এক অন্য উৎসবের আমেজে। তবে এ যে শুধুই উৎসব তাও নয়, একপ্রকার মিলন মেলা এবং প্রতিযোগিতাও বটে! সকলে মিলিত হয়ে এই মেলার আয়োজনের পাশাপাশি থাকে দল ভাগ করে নাচ-গানের আয়োজন ও পুরস্কার।
সুরজিৎ দে