হাওড়া: পুলিশের তৎপরতায় অবশেষে ঘরে ফিরল প্রসেনজিৎ! মাথার উপর থেকে দুশ্চিন্তার কালো মেঘ সরল পরিবারে। এই উৎসব আরও আনন্দের প্রসেনজিতের পরিবারে। বিদেশে কাজে গিয়েই কয়কে মাস পর যোগাযোগ বিচ্ছিন্ন হয় পরিবারের। অনেক স্বপ্ন নিয়ে পরিবার থেকে দূরে থেকে উপার্জনের জন্য যাওয়া।
প্রায় দু’বছর আগে কর্মসূত্রে হাওড়ার পাঁচলা থেকে সুদূর দক্ষিণ আফ্রিকায় পাড়ি দেয় প্রসেনজিৎ দাস। সেখানে পৌঁছে কাজে যোগ দেওয়া, তারপর প্রায় দেড় বছর পার হয়। সে পর্যন্ত পরিবারের সঙ্গে যোগাযোগ নিয়মিত ছিল, পরিবার থেকে দেশ ছাড়িয়ে সুদূর আফ্রিকা থাকলেও নিয়মিত যোগাযোগের কারণে বেশ নিশ্চন্তে ছিল প্রসেনজিৎ এবং তাঁর পরিবার।
আরও পড়ুন: মুহূর্তে বদলে যাবে আবহাওয়া, কলকাতা-সহ দক্ষিণবঙ্গে বৃষ্টির পূর্বাভাস! ওয়েদার আপডেট
তবে হঠাৎ-ই সমস্যা দেখা দেয় চলতি বছরের জুন মাস পেরিয়ে জুলাইয়ের মাঝামাঝি। পরিবারের সঙ্গে শেষ বার যোগাযোগ হয় ১৫ জুলাই ২০২৪। তারপর বহু চেষ্টা করেও পরিবার যোগাযোগ করতে পারেনি প্রসেনজিতের সঙ্গে। এর পর পরিবারের তরফে পুলিশের দ্বারস্থ হয়।
আরও পড়ুন: সন্দীপ ঘোষ সব জানেন? তদন্তকারীদের হাতে আরও চাঞ্চল্যকর তথ্য? জেলে গিয়ে জেরা শুরু তদন্তকারীদের
জানা যায়, প্রায় দু’ বছর আগে একটি এজেন্সির মাধ্যমে কাজের জন্য দক্ষিণ আফ্রিকায় গিয়েছিলেন প্রসেনজিৎ। তারপর যোগাযোগে ছিলেন না পরিবারের সঙ্গে । তারপর প্রসেনজিতের পরিবার স্থানীয় থানায় যোগাযোগ করে। পরিবারের থেকে পাওয়া তথ্য অনুযায়ী পুলিশের আন্তরিক প্রচেষ্টায়। MEA-এর সঙ্গে যোগাযোগ করে পুলিশের সফলতায় প্রসেনজিতের পরিবারে ফেরে হাসি। শেষ পর্যন্ত তাঁর পরিবারে ফেরেন তিনি।
পুলিশের তৎপরতায় প্রসেনজিৎ বাড়ি ফিরতে কৃতজ্ঞতা প্রকাশ করেছে পরিবার। সাধারণ ডায়েরি এন্ট্রির পর, পুলিশ বিষয়টি অনুসন্ধান করে। অবশেষে পুলিশের সহযোগিতায়, হাওড়া গ্রামীণ জেলার পুলিশ সুপারের মাধ্যমে কলকাতার বিদেশি আঞ্চলিক নিবন্ধন অফিসে যোগাযোগ। প্রসেনজিতের নিরাপদে বাড়িতে ফিরে আসা নিশ্চিত করার জন্য জড়িত সকলের প্রচেষ্টার প্রশংসা করে পরিবার বিষয়ে করে পশ্চিমবঙ্গ পুলিশের।
রাকেশ মাইতি